ক্রীড়া ডেস্ক
সড়ক দুর্ঘটনায় গতকাল না ফেরার দেশে চলে গেছেন দিয়োগো জোতা ও তাঁর ভাই আন্দ্রে। ফুটবল জগতে এখন শোকের ছায়া। জামাল ভূঁইয়া, ক্রিস্টিয়ানো রোনালদো, লিওনেল মেসিসহ তারকা ফুটবলাররা সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করেছেন জোতার মৃত্যুতে।
জোতা মারা গেছেন মাত্র ২৮ বছর বয়সে। আকস্মিক মৃত্যুর খবর পেয়ে লিভারপুলের ঘরের মাঠ অ্যানফিল্ডে ভিড় জমিয়েছেন ক্লাবটির ভক্ত-সমর্থকেরা। অকালপ্রয়াত এই ফরোয়ার্ডের জার্সি অমর হয়ে থাকবে বলে সিদ্ধান্ত নিয়েছে অলরেডরা। সামাজিক মাধ্যমে এক বিবৃতিতে লিভারপুল লিখেছে, ‘২০২৪-২৫ মৌসুমে ২০তম প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছে লিভারপুল। শিরোপা জয়ে তাঁর অবদানের জন্য ২০ নম্বর জার্সি থাকবে অমর হয়ে। এপ্রিলে মার্সিসাইড ডার্বিতে ভক্ত-সমর্থকদের সামনে জয়সূচক যে গোলটি করেছিলেন, সেটা তাঁর জীবনের শেষ গোল। এই গোল আজও হৃদয় ছুঁয়ে যায়।’
স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা গতকাল জোতার মৃত্যুর খবর দিয়েছে। সংবাদমাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী, তিনি ও তাঁর ভাই আন্দ্রে দুজনই না ফেরার দেশে চলে গিয়েছেন। স্পেনের জামোরা প্রদেশ এলাকায় তাঁদের গাড়ি রাস্তা থেকে ছিটকে পড়ে। তৎক্ষণাৎ গাড়িতে আগুন ধরে যায়। মৃত্যুর দুই সপ্তাহ আগে জোতা তাঁর দীর্ঘদিনের প্রেমিকা রুত কার্দোসোকে বিয়ে করেছিলেন। সামাজিক মাধ্যমে সেই ছবি তখন পোস্ট করেছিলেন লিভারপুল ফরোয়ার্ড। এখন সেগুলো শুধুই স্মৃতি।
পর্তুগালের দুই ক্লাব প্যাকোস ডি ফেরেইরা, পোর্তো ও ইংল্যান্ডের দুই ক্লাব লিভারপুল, উলভস—সব মিলিয়ে চারটি ভিন্ন ক্লাবের হয়ে খেলেছিলেন জোতা। ক্লাব ক্যারিয়ারে ৩৯৮ ম্যাচে ১৩৬ গোল করেছেন। অ্যাসিস্ট করেছেন ৬৬ গোলে।ক্লাব ক্যারিয়ারে সবচেয়ে বেশি ম্যাচ খেলা, গোল করা—দুটিই করেছেন লিভারপুলের হয়ে। অলরেডদের জার্সিতে ২০২০ থেকে ২০২৫ পর্যন্ত ৫ বছরে ১৮২ ম্যাচে ৬৫ গোল করেছেন জোতা। অ্যাসিস্ট করেছেন ২৬ গোলে। অলরেডদের জার্সিতে একটি করে প্রিমিয়ার লিগ, এফএ কাপ ও কারাবাও কাপের শিরোপা জিতেছেন তিনি। যার মধ্যে প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছেন ২০২৪-২৫ মৌসুমে।
নিজের ক্যারিয়ারের সবশেষ গোল করেছেন এ বছরের এপ্রিলে লিভারপুলের জার্সিতে অ্যানফিল্ডে। এভারটনের বিপক্ষে তাঁর গোলে ১-০ গোলে জিতেছিল লিভারপুল। এছাড়া আন্তর্জাতিক ফুটবলে জোতার রয়েছে দুটি শিরোপা। ২০১৮-১৯, ২০২৪-২৫—এই দুইবার নেশনস লিগ জয়ের কীর্তি রয়েছে তাঁর। পর্তুগালের জার্সিতে ৪৯ ম্যাচে ১৪ গোল করেছেন। অ্যাসিস্ট করেছেন ১২ গোলে।
ভক্ত-সমর্থকদের অনুরোধেই মূলত জোতার জার্সি অমর করে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁর জন্মশহর পর্তুগালের গোন্দোমারের প্রধান গির্জা ‘ইগ্রেজা মাতৃজ’-এ আগামীকাল বাংলাদেশ সময় বেলা তিনটায় তাঁর ও আন্দ্রের শেষকৃত্য হবে। স্থানীয় সমাধিস্থলে জোতা ও তাঁর ভাইকে সমাহিত করা হবে।
সড়ক দুর্ঘটনায় গতকাল না ফেরার দেশে চলে গেছেন দিয়োগো জোতা ও তাঁর ভাই আন্দ্রে। ফুটবল জগতে এখন শোকের ছায়া। জামাল ভূঁইয়া, ক্রিস্টিয়ানো রোনালদো, লিওনেল মেসিসহ তারকা ফুটবলাররা সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করেছেন জোতার মৃত্যুতে।
জোতা মারা গেছেন মাত্র ২৮ বছর বয়সে। আকস্মিক মৃত্যুর খবর পেয়ে লিভারপুলের ঘরের মাঠ অ্যানফিল্ডে ভিড় জমিয়েছেন ক্লাবটির ভক্ত-সমর্থকেরা। অকালপ্রয়াত এই ফরোয়ার্ডের জার্সি অমর হয়ে থাকবে বলে সিদ্ধান্ত নিয়েছে অলরেডরা। সামাজিক মাধ্যমে এক বিবৃতিতে লিভারপুল লিখেছে, ‘২০২৪-২৫ মৌসুমে ২০তম প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছে লিভারপুল। শিরোপা জয়ে তাঁর অবদানের জন্য ২০ নম্বর জার্সি থাকবে অমর হয়ে। এপ্রিলে মার্সিসাইড ডার্বিতে ভক্ত-সমর্থকদের সামনে জয়সূচক যে গোলটি করেছিলেন, সেটা তাঁর জীবনের শেষ গোল। এই গোল আজও হৃদয় ছুঁয়ে যায়।’
স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা গতকাল জোতার মৃত্যুর খবর দিয়েছে। সংবাদমাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী, তিনি ও তাঁর ভাই আন্দ্রে দুজনই না ফেরার দেশে চলে গিয়েছেন। স্পেনের জামোরা প্রদেশ এলাকায় তাঁদের গাড়ি রাস্তা থেকে ছিটকে পড়ে। তৎক্ষণাৎ গাড়িতে আগুন ধরে যায়। মৃত্যুর দুই সপ্তাহ আগে জোতা তাঁর দীর্ঘদিনের প্রেমিকা রুত কার্দোসোকে বিয়ে করেছিলেন। সামাজিক মাধ্যমে সেই ছবি তখন পোস্ট করেছিলেন লিভারপুল ফরোয়ার্ড। এখন সেগুলো শুধুই স্মৃতি।
পর্তুগালের দুই ক্লাব প্যাকোস ডি ফেরেইরা, পোর্তো ও ইংল্যান্ডের দুই ক্লাব লিভারপুল, উলভস—সব মিলিয়ে চারটি ভিন্ন ক্লাবের হয়ে খেলেছিলেন জোতা। ক্লাব ক্যারিয়ারে ৩৯৮ ম্যাচে ১৩৬ গোল করেছেন। অ্যাসিস্ট করেছেন ৬৬ গোলে।ক্লাব ক্যারিয়ারে সবচেয়ে বেশি ম্যাচ খেলা, গোল করা—দুটিই করেছেন লিভারপুলের হয়ে। অলরেডদের জার্সিতে ২০২০ থেকে ২০২৫ পর্যন্ত ৫ বছরে ১৮২ ম্যাচে ৬৫ গোল করেছেন জোতা। অ্যাসিস্ট করেছেন ২৬ গোলে। অলরেডদের জার্সিতে একটি করে প্রিমিয়ার লিগ, এফএ কাপ ও কারাবাও কাপের শিরোপা জিতেছেন তিনি। যার মধ্যে প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছেন ২০২৪-২৫ মৌসুমে।
নিজের ক্যারিয়ারের সবশেষ গোল করেছেন এ বছরের এপ্রিলে লিভারপুলের জার্সিতে অ্যানফিল্ডে। এভারটনের বিপক্ষে তাঁর গোলে ১-০ গোলে জিতেছিল লিভারপুল। এছাড়া আন্তর্জাতিক ফুটবলে জোতার রয়েছে দুটি শিরোপা। ২০১৮-১৯, ২০২৪-২৫—এই দুইবার নেশনস লিগ জয়ের কীর্তি রয়েছে তাঁর। পর্তুগালের জার্সিতে ৪৯ ম্যাচে ১৪ গোল করেছেন। অ্যাসিস্ট করেছেন ১২ গোলে।
ভক্ত-সমর্থকদের অনুরোধেই মূলত জোতার জার্সি অমর করে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁর জন্মশহর পর্তুগালের গোন্দোমারের প্রধান গির্জা ‘ইগ্রেজা মাতৃজ’-এ আগামীকাল বাংলাদেশ সময় বেলা তিনটায় তাঁর ও আন্দ্রের শেষকৃত্য হবে। স্থানীয় সমাধিস্থলে জোতা ও তাঁর ভাইকে সমাহিত করা হবে।
আগের দিন বাংলাদেশকে হারিয়ে ফাইনালে নাম লেখায় ভারত। তাই আজ বাংলাদেশ-পাকিস্তানের সুপার ফোরের লড়াইটি হয়ে দাঁড়ায় এশিয়া কাপের অলিখিত সেমিফাইনাল। যে দল জিতবে সে দলই নাম লেখাবে ফাইনাল।
১ ঘণ্টা আগেমোস্তাফিজুর রহমানের বল সালমান আলী আগার ব্যাট ছুঁয়ে চলে গিয়েছিল উইকেটের পেছনে থাকা জাকের আলীর গ্লাভসে। বোলার-ফিল্ডাররা আবেদন করলেও আউট দেননি আম্পায়ার। তবে রিভিউ নিয়ে জয়ী হয়েছে বাংলাদেশ। দলের বিপর্যয়ে যখন ব্যাটিং দৃঢ়তা দেখানোর কথা, তখনই দলের বিপদ বাড়িয়ে ফিরে গেলেন অধিনায়ক সালমান।
২ ঘণ্টা আগেএশিয়া কাপের ফাইনালে ওঠার লড়াইয়ে টিকে আছে পাকিস্তান। অলিখিত সেমিফাইনালে বাংলাদেশকে হারাতে পারলেই ভারতের বিপক্ষে শিরোপার লড়াইয়ে নামবে তারা। এরপরও পাকিস্তানের টপ অর্ডার ব্যাটারদের খারাপ ফর্ম ভাবাচ্ছে ভক্তদের। তাতেই বাবর আজম, মোহাম্মদ রিজওয়ানদের দলে ফেরার গুঞ্জন ডালপালা মেলতে শুরু করেছে।
৩ ঘণ্টা আগেপাজরের বাঁ পাশের চোটের কারণে ভারতের বিপক্ষে খেলতে পারেননি লিটন দাস। আজ পাকিস্তানের বিপক্ষে অলিখিত সেমিফাইনালেও তাঁকে ছাড়াই মাঠে নেমেছে বাংলাদেশ। তিনি না থাকায় নেতৃত্বের ভার যথারীতি জাকের আলীর কাঁধে। গতকাল ভারতের কাছে ৪১ রানে হারের পর জাকের বলেছিলেন লিটনকে নিয়ে অনিশ্চয়তা কাটেনি।
৪ ঘণ্টা আগে