Ajker Patrika

ভিনির হ্যাটট্রিকে জয়ে ফিরল রিয়াল

ভিনি এভাবেই নাচিয়ে ছেড়েছেন ওসাসুনা গোলরক্ষককে। ছবি: এএফপি
ভিনি এভাবেই নাচিয়ে ছেড়েছেন ওসাসুনা গোলরক্ষককে। ছবি: এএফপি

এল ক্লাসিকোতে নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে ৪-০ গোলে বিধ্বস্ত হয়েছিল। দিন তিনেক আগে উয়েফা চ্যাম্পিয়নস লিগে ৩-১ গোলে হেরেছে এসি মিলানের কাছে। সেটিও সান্তিয়াগো বার্নাব্যুতে। অবশেষে টানা দুই ম্যাচে হারের ক্ষত ভুলে জয়ে ফিরল রিয়াল মাদ্রিদ।

গতকাল নিজেদের মাঠে লা লিগায় ওসাসুনাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে কার্লো আনচেলত্তির দল। ৩০ মিনিটে বড় ধাক্কা খেয়েছিল রিয়াল। গুরুতর আহত হয়ে স্ট্রেচারে মাঠ ছাড়তে হয় ব্রাজিলিয়ান ডিফেন্ডার এদের মিলিতাওকে।

এর চার মিনিট পর জুড বেলিংহামের পাস থেকে রিয়ালকে এগিয়ে দেন ভিনি। গত ১৯ অক্টোবর সেলতা ভিগো ম্যাচের পর লিগে এটিই প্রথম গোল ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের। এ নিয়ে লিগে এ মৌসুমে তাঁর গোলসংখ্যা দাঁড়াল ৬। ৪২ মিনিটে মিলিতাওর বদলি নামা রাউল আসেনসিওর অ্যাসিস্টে রিয়ালের ব্যবধান দ্বিগুণ করেন বেলিংহাম।

ভিনি নিজের পরের গোল দুটি করেন বিরতির পর, ৬১ ও ৬৯ মিনিটে। প্রায় দুই বছর পর হ্যাটট্রিক পেলেন তিনি। তাঁর সবশেষ হ্যাটট্রিকটি ছিল লা লিগায় ২০২২ সালের ১২ মে, লেভান্তের বিপক্ষে।

এই জয়ে ১২ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে লা লিগার চলতি মৌসুমে দুইয়ে আছে গতবারের চ্যাম্পিয়নরা। ৩৩ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

এপিএসের বেতন ১ বছরে বেড়েছে ১৮ বছরের সমান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত