সবশেষ চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্ব পেরোতে পারেনি বার্সেলোনা। এবার শেষ ষোলো আগেই নিশ্চিত করায় গতকাল শেষ রাউন্ডের ম্যাচে বেঞ্চের শক্তি পরীক্ষা করতে চেয়েছিলেন কোচ জাভি হার্নান্দেজ।
কিন্তু তা করতে গিয়ে বুমেরাং হয়েছে বার্সেলোনার। গ্রুপ পর্বের শেষ ম্যাচে অ্যান্টওয়ার্পের কাছে ৩–২ গোলে হেরেছে কাতালান ক্লাব। অখ্যাত বেলজিয়াম ক্লাবের কাছে হার স্বাভাবিকভাবেই চাপ বাড়িয়েছে কোচ জাভির। কেননা, অনেক দিন ধরেই অনেকের সমালোচনা সহ্য করে আসছেন তিনি।
অন্যরা সমালোচনা করলেও জাভি পাশে পাচ্ছেন ক্লাবের কর্মকর্তা থেকে শুরু করে নিজের শিষ্যদেরও। গতকাল চ্যাম্পিয়নস লিগের ম্যাচে হারার পর যেমন গুরুর পাশে দাঁড়িয়েছেন ফেরান তোরেস, সঙ্গে স্প্যানিশ ফরোয়ার্ড এমনটিও জানিয়েছেন যে বার্সা ধ্বংস হোক অনেকে এমনটা চায়।
প্রতিপক্ষের মাঠে শেষ মুহূর্তের গোলে হেরে যাওয়ার পর তোরেস বলেছেন, ‘আমরা শেষ পর্যন্ত কোচ এবং তার পরিকল্পনার সঙ্গে আছি। কোচের সমালোচনা করা খুব সহজ। কিন্তু খেলোয়াড়েরা মাঠে খেলে। আমরা জানি বার্সায় কীভাবে কাজ করা হয়। বাইরের লোকেরা আমাদের ধ্বংস করার চেষ্টা করে, নার্ভাস করতে চায়। তবে আমরা সবকিছু ঘুরিয়ে ফেলব। সব সময় বাইরের অনেক গোলযোগ থাকলেও এসবের মধ্যে আমাদের থাকতে হবে।’
গতকাল শেষ মুহূর্তের গোলে অ্যান্টওয়ার্পের কাছে ৩–২ গোলে হেরেছে বার্সেলোনা। এর মধ্যে আবার শুরুর দুই গোলেই ভুল করে বসেন রক্ষণাত্মক মিডফিল্ডার ওরিওল রোমেউ। পরে ম্যাচে ফিরলেও শেষে হেরে যায় বার্সা। হারলেও ‘এইচ’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে শেষ ষোলো নিশ্চিত করেছে লা লিগার বর্তমান চ্যাম্পিয়নরা।
সবশেষ চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্ব পেরোতে পারেনি বার্সেলোনা। এবার শেষ ষোলো আগেই নিশ্চিত করায় গতকাল শেষ রাউন্ডের ম্যাচে বেঞ্চের শক্তি পরীক্ষা করতে চেয়েছিলেন কোচ জাভি হার্নান্দেজ।
কিন্তু তা করতে গিয়ে বুমেরাং হয়েছে বার্সেলোনার। গ্রুপ পর্বের শেষ ম্যাচে অ্যান্টওয়ার্পের কাছে ৩–২ গোলে হেরেছে কাতালান ক্লাব। অখ্যাত বেলজিয়াম ক্লাবের কাছে হার স্বাভাবিকভাবেই চাপ বাড়িয়েছে কোচ জাভির। কেননা, অনেক দিন ধরেই অনেকের সমালোচনা সহ্য করে আসছেন তিনি।
অন্যরা সমালোচনা করলেও জাভি পাশে পাচ্ছেন ক্লাবের কর্মকর্তা থেকে শুরু করে নিজের শিষ্যদেরও। গতকাল চ্যাম্পিয়নস লিগের ম্যাচে হারার পর যেমন গুরুর পাশে দাঁড়িয়েছেন ফেরান তোরেস, সঙ্গে স্প্যানিশ ফরোয়ার্ড এমনটিও জানিয়েছেন যে বার্সা ধ্বংস হোক অনেকে এমনটা চায়।
প্রতিপক্ষের মাঠে শেষ মুহূর্তের গোলে হেরে যাওয়ার পর তোরেস বলেছেন, ‘আমরা শেষ পর্যন্ত কোচ এবং তার পরিকল্পনার সঙ্গে আছি। কোচের সমালোচনা করা খুব সহজ। কিন্তু খেলোয়াড়েরা মাঠে খেলে। আমরা জানি বার্সায় কীভাবে কাজ করা হয়। বাইরের লোকেরা আমাদের ধ্বংস করার চেষ্টা করে, নার্ভাস করতে চায়। তবে আমরা সবকিছু ঘুরিয়ে ফেলব। সব সময় বাইরের অনেক গোলযোগ থাকলেও এসবের মধ্যে আমাদের থাকতে হবে।’
গতকাল শেষ মুহূর্তের গোলে অ্যান্টওয়ার্পের কাছে ৩–২ গোলে হেরেছে বার্সেলোনা। এর মধ্যে আবার শুরুর দুই গোলেই ভুল করে বসেন রক্ষণাত্মক মিডফিল্ডার ওরিওল রোমেউ। পরে ম্যাচে ফিরলেও শেষে হেরে যায় বার্সা। হারলেও ‘এইচ’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে শেষ ষোলো নিশ্চিত করেছে লা লিগার বর্তমান চ্যাম্পিয়নরা।
জয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্যটা কি খুব বড় ছিল? মোটেও না। কিন্তু মাঝারি মানের এই লক্ষ্যতাড়ায় শুরু থেকেই বাংলাদেশের ব্যাটাররা যে অস্থিরতা দেখালেন, স্ট্যাম্পের বাইরের বল চেজ করে খেলতে গিয়ে আত্মাহুতি দিলেন নিজেদের, তাতে ম্যাচটি যাঁরা দেখেছেন তাঁদের উপলব্ধি এটাই—এই দলের শেখার এখনো অনেক বাকি!
৭ ঘণ্টা আগেরাজস্থান রয়্যালসের প্রধান কোচের ভূমিকায় এর আগেও ছিলেন কুমার সাঙ্গাকারা। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটিতে পুরোনো দায়িত্বে ফিরছেন শ্রীলঙ্কার এই কিংবদন্তি ক্রিকেটার। এমনটাই জানিয়েছে ভারতের ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
৮ ঘণ্টা আগেআগের দিন বাংলাদেশকে হারিয়ে ফাইনালে নাম লেখায় ভারত। তাই আজ বাংলাদেশ-পাকিস্তানের সুপার ফোরের লড়াইটি হয়ে দাঁড়ায় এশিয়া কাপের অলিখিত সেমিফাইনাল। যে দল জিতবে সে দলই নাম লেখাবে ফাইনাল।
১০ ঘণ্টা আগেমোস্তাফিজুর রহমানের বল সালমান আলী আগার ব্যাট ছুঁয়ে চলে গিয়েছিল উইকেটের পেছনে থাকা জাকের আলীর গ্লাভসে। বোলার-ফিল্ডাররা আবেদন করলেও আউট দেননি আম্পায়ার। তবে রিভিউ নিয়ে জয়ী হয়েছে বাংলাদেশ। দলের বিপর্যয়ে যখন ব্যাটিং দৃঢ়তা দেখানোর কথা, তখনই দলের বিপদ বাড়িয়ে ফিরে গেলেন অধিনায়ক সালমান।
১০ ঘণ্টা আগে