Ajker Patrika

নেইমার ফিরছেন, তবে...

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২২, ২১: ২০
নেইমার ফিরছেন, তবে...

বিশ্বকাপ শুরুর পর থেকেই একের পর এক চোটে বেশ কয়েকজন ফুটবলারকে হারিয়েছে ব্রাজিল। তবে এমন দুসময়ের মাঝেও দলটি একটি সুসংবাদ পেয়েছে। দলটির তারকা ফুটবলার নেইমার সুস্থ হয়ে উঠেছেন। তাঁর সুস্থতার বিষয়টি ব্রাজিল কোচ তিতে নিজেই জানিয়েছেন। তবে ব্রাজিলিয়ান তারকাকে শেষ ষোলোর ম্যাচে পাওয়া যাবে কি না, তা কোচের বক্তব্যে নিশ্চিত হওয়া যায়নি।

গ্রুপ পর্ব থেকে ছিটকে যাওয়া গতকাল নেইমার অনুশীলন শুরু করেছেন। ফলে শেষ ষোলোর ম্যাচ তাঁকে রেখে একাদশ সাজানোর পরিকল্পনাও করছেন কোচ তিতে। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচকে সামনে রেখে সংবাদ সম্মেলনে এমনটিই জানিয়েছেন তিনি। সব কিছু ঠিক থাকলে তাঁকে নিয়েই শেষ ষোলোয় খেলবেন এমন আশ্বাস দিয়েছেন ব্রাজিল কোচ।

তিতে বলেছেন,‘জানতাম আপনারা আমাকে নেইমার নিয়ে প্রশ্ন করবেন। নেইমার গতকাল অনুশীলন করেছে। আজকেও তার একটা বিশেষ অনুশীলন আছে। সব ঠিক থাকলে আগামীকাল সে খেলবে। তবে আমি আপনাদের কোনো মিথ্যা তথ্য দিতে চাই না। আমার সারাজীবনেও আমি এই কাজ করিনি। আমি আবারও বলতে চাই আজকের অনুশীলনটা যদি তাঁর ঠিকঠাক হয় তবে সে আগামীকাল সে অবশ্যই খেলবে।’

সার্বিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে চোট পেয়ে মাঠ ছাড়েন নেইমার। পরে জানা যায়, চোটে গ্রুপ পর্ব থেকে ছিটকে গেছেন তিনি। তবে শেষ ষোলোয় তাঁকে পাওয়া যাবে বলে তখন জানিয়েছিল দলীয় চিকিৎসক রদ্রিগো লাসমার। তাঁর কথার প্রমাণ মিলতেছে এবার। এখন পর্যন্ত মোট ৫ জন খেলোয়াড় চোটে পড়েছে ব্রাজিল। এর মধ্যে ফরোয়ার্ড গাব্রিয়েল জেসুস ও ডিফেন্ডার আলেক্স তেলেস পুরো টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত