Ajker Patrika

নেইমার ফিরছেন, তবে...

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২২, ২১: ২০
নেইমার ফিরছেন, তবে...

বিশ্বকাপ শুরুর পর থেকেই একের পর এক চোটে বেশ কয়েকজন ফুটবলারকে হারিয়েছে ব্রাজিল। তবে এমন দুসময়ের মাঝেও দলটি একটি সুসংবাদ পেয়েছে। দলটির তারকা ফুটবলার নেইমার সুস্থ হয়ে উঠেছেন। তাঁর সুস্থতার বিষয়টি ব্রাজিল কোচ তিতে নিজেই জানিয়েছেন। তবে ব্রাজিলিয়ান তারকাকে শেষ ষোলোর ম্যাচে পাওয়া যাবে কি না, তা কোচের বক্তব্যে নিশ্চিত হওয়া যায়নি।

গ্রুপ পর্ব থেকে ছিটকে যাওয়া গতকাল নেইমার অনুশীলন শুরু করেছেন। ফলে শেষ ষোলোর ম্যাচ তাঁকে রেখে একাদশ সাজানোর পরিকল্পনাও করছেন কোচ তিতে। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচকে সামনে রেখে সংবাদ সম্মেলনে এমনটিই জানিয়েছেন তিনি। সব কিছু ঠিক থাকলে তাঁকে নিয়েই শেষ ষোলোয় খেলবেন এমন আশ্বাস দিয়েছেন ব্রাজিল কোচ।

তিতে বলেছেন,‘জানতাম আপনারা আমাকে নেইমার নিয়ে প্রশ্ন করবেন। নেইমার গতকাল অনুশীলন করেছে। আজকেও তার একটা বিশেষ অনুশীলন আছে। সব ঠিক থাকলে আগামীকাল সে খেলবে। তবে আমি আপনাদের কোনো মিথ্যা তথ্য দিতে চাই না। আমার সারাজীবনেও আমি এই কাজ করিনি। আমি আবারও বলতে চাই আজকের অনুশীলনটা যদি তাঁর ঠিকঠাক হয় তবে সে আগামীকাল সে অবশ্যই খেলবে।’

সার্বিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে চোট পেয়ে মাঠ ছাড়েন নেইমার। পরে জানা যায়, চোটে গ্রুপ পর্ব থেকে ছিটকে গেছেন তিনি। তবে শেষ ষোলোয় তাঁকে পাওয়া যাবে বলে তখন জানিয়েছিল দলীয় চিকিৎসক রদ্রিগো লাসমার। তাঁর কথার প্রমাণ মিলতেছে এবার। এখন পর্যন্ত মোট ৫ জন খেলোয়াড় চোটে পড়েছে ব্রাজিল। এর মধ্যে ফরোয়ার্ড গাব্রিয়েল জেসুস ও ডিফেন্ডার আলেক্স তেলেস পুরো টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত