বায়ার্ন মিউনিখের আধিপত্যে ভেঙে দিতে বুন্দেসলিগায় দুরন্ত গতিতে ছুটছে বেয়ার লেভারকুসেন। রেকর্ড টানা ১১ মৌসুম ধরে শিরোপা জেতা বায়ার্নকে হটিয়ে এবার প্রথমবার চ্যাম্পিয়ন হওয়ার পথে লেভারকুসেন। শিরোপার মতো আরও একটি জায়গায় বায়ার্নের আধিপত্য ছিনিয়ে নিয়েছে জাবি আলোনসোর অধীনে চমক দেখানো দলটি।
জার্মান দলের মধ্যে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ম্যাচ অপরাজিত থাকার। সর্বশেষ ম্যাচে হাইডেনহাইমকে ২-১ গোলে হারিয়ে বায়ার্নের টানা ৩২ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডকে স্পর্শ করেছিল লেভারকুসেন। গতকাল রেকর্ডটা এককভাবে নিজেদের করে নেওয়ার মিশনে নেমেছিল লিগের পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা দলটি। ঘরের মাঠে নেমে তাতে সফলও হয়েছে তারা।
বেএরেনায় খেলতে নেমে মাইনজের বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে লেভারকুসেন। এ জয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৩৩ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়েছে তারা। লিগের ১৯ তম জয়ের বিপরীতে সব মিলিয়ে ২৯ তম। সাবেক কোচ হান্সি ফ্লিকের অধীনে ২০১৮-১৯ ও ২০১৯-২০ মৌসুম মিলিয়ে টানা ৩২ ম্যাচ অপরাজিত ছিল বায়ার্ন। সামনে লেভারকুসেনের সংখ্যাটা যে আরও বাড়ার সুযোগ থাকছে সেটা না বললেও চলে।
তবে রেকর্ড গড়ার ম্যাচে শুরুতেই এগিয়ে যায় লেভারকুসেন। দলকে তৃতীয় মিনিটে লিড এনে দেন গ্রানিত জাকা। কিন্তু লিডটা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি লেভারকুসেন। ৭ মিনিটে ম্যাচে সমতায় ফেরে মাইনজ। ডমিনিক কোহর দলকে সমতায় ফেরালেও মাইনজের হার এড়াতে পারেননি। ৬৮ মিনিটে লেভারকুসেনকে জয়সূচক গোল এনে দেন রবার্ট আন্ডরিখ।
এ জয়ে চ্যাম্পিয়নের আরও কাছে লেভারকুসেন। ২৩ ম্যাচে ৬১ পয়েন্টে শীর্ষে তারা। অন্যদিকে ২২ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে দুইয়ে বায়ার্ন। রেকর্ড গড়ার মূল কারিগর অবশ্য এ নিয়ে তেমন ভাবেন না বলেই জানিয়েছেন। তবে রেকর্ড হওয়ার পর আনন্দিত হওয়ার কথাও জানিয়েছেন জাবি।
রেকর্ডের বিষয়ে জাবি বলেছেন, ‘হওয়ার আগে এটা (রেকর্ড) নিয়ে ভাবি না। কিন্তু একবার হয়ে গেলে আমি খুবই আনন্দিত হই। এটা দুর্দান্ত ব্যাপার যে আমার মাইলফলকটি অর্জন করেছি। এটা নিশ্চিত যে আপনি এর জন্য কোনো পদক পাবেন না কিন্তু এর মধ্যে দিয়ে এগিয়ে যাওয়া দুর্দান্ত! আমরা দারুণ কিছু অর্জন করছি। তবে এখানেই থামতে চাই না।’
বায়ার্ন মিউনিখের আধিপত্যে ভেঙে দিতে বুন্দেসলিগায় দুরন্ত গতিতে ছুটছে বেয়ার লেভারকুসেন। রেকর্ড টানা ১১ মৌসুম ধরে শিরোপা জেতা বায়ার্নকে হটিয়ে এবার প্রথমবার চ্যাম্পিয়ন হওয়ার পথে লেভারকুসেন। শিরোপার মতো আরও একটি জায়গায় বায়ার্নের আধিপত্য ছিনিয়ে নিয়েছে জাবি আলোনসোর অধীনে চমক দেখানো দলটি।
জার্মান দলের মধ্যে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ম্যাচ অপরাজিত থাকার। সর্বশেষ ম্যাচে হাইডেনহাইমকে ২-১ গোলে হারিয়ে বায়ার্নের টানা ৩২ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডকে স্পর্শ করেছিল লেভারকুসেন। গতকাল রেকর্ডটা এককভাবে নিজেদের করে নেওয়ার মিশনে নেমেছিল লিগের পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা দলটি। ঘরের মাঠে নেমে তাতে সফলও হয়েছে তারা।
বেএরেনায় খেলতে নেমে মাইনজের বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে লেভারকুসেন। এ জয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৩৩ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়েছে তারা। লিগের ১৯ তম জয়ের বিপরীতে সব মিলিয়ে ২৯ তম। সাবেক কোচ হান্সি ফ্লিকের অধীনে ২০১৮-১৯ ও ২০১৯-২০ মৌসুম মিলিয়ে টানা ৩২ ম্যাচ অপরাজিত ছিল বায়ার্ন। সামনে লেভারকুসেনের সংখ্যাটা যে আরও বাড়ার সুযোগ থাকছে সেটা না বললেও চলে।
তবে রেকর্ড গড়ার ম্যাচে শুরুতেই এগিয়ে যায় লেভারকুসেন। দলকে তৃতীয় মিনিটে লিড এনে দেন গ্রানিত জাকা। কিন্তু লিডটা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি লেভারকুসেন। ৭ মিনিটে ম্যাচে সমতায় ফেরে মাইনজ। ডমিনিক কোহর দলকে সমতায় ফেরালেও মাইনজের হার এড়াতে পারেননি। ৬৮ মিনিটে লেভারকুসেনকে জয়সূচক গোল এনে দেন রবার্ট আন্ডরিখ।
এ জয়ে চ্যাম্পিয়নের আরও কাছে লেভারকুসেন। ২৩ ম্যাচে ৬১ পয়েন্টে শীর্ষে তারা। অন্যদিকে ২২ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে দুইয়ে বায়ার্ন। রেকর্ড গড়ার মূল কারিগর অবশ্য এ নিয়ে তেমন ভাবেন না বলেই জানিয়েছেন। তবে রেকর্ড হওয়ার পর আনন্দিত হওয়ার কথাও জানিয়েছেন জাবি।
রেকর্ডের বিষয়ে জাবি বলেছেন, ‘হওয়ার আগে এটা (রেকর্ড) নিয়ে ভাবি না। কিন্তু একবার হয়ে গেলে আমি খুবই আনন্দিত হই। এটা দুর্দান্ত ব্যাপার যে আমার মাইলফলকটি অর্জন করেছি। এটা নিশ্চিত যে আপনি এর জন্য কোনো পদক পাবেন না কিন্তু এর মধ্যে দিয়ে এগিয়ে যাওয়া দুর্দান্ত! আমরা দারুণ কিছু অর্জন করছি। তবে এখানেই থামতে চাই না।’
চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে গত রাতে যুজবেন্দ্র চাহালের অপেক্ষা যেন ফুরোচ্ছিল না। মাত্র কয়েক সেকেন্ডের জন্য আকাশে বল ভেসে থাকলেও সেই মুহূর্ত অনেক দীর্ঘ মনে হচ্ছিল চাহালের। অবশেষে লং অনে মার্কো ইয়ানসেন ক্যাচটা ধরতেই হ্যাটট্রিক হয়ে গেল চাহালের।
১ সেকেন্ড আগেসিরিজ শুরুর আগে সিলেটে সংবাদ সম্মেলনে অধিনায়ক শান্ত বলেছিলেন, প্রস্তুতি ভালো ছিল এবং সিরিজ জেতার লক্ষ্য নিয়েই খেলবেন। সিলেট টেস্টে হারের পর দৃশ্য বদলে গেছে। শান্তদের ওপর উল্টো জেঁকে বসে রাজ্যের চাপ। সিলেট টেস্টে হেরে নিজের ব্যাটিংকে দায়ী করেছিলেন বাংলাদেশ অধিনায়ক।
১ ঘণ্টা আগেমার্চে সৌদি আরবের ক্যাম্প শেষে প্রবাসী ফুটবলার ফাহামিদুল ইসলামের জাতীয় দল থেকে বাদ পড়ার অভিযোগের তির সবচেয়ে বেশি ছিল মেহেদী হাসান শ্রাবণের দিকে। সেই অভিযোগ ভিত্তিহীন বলেই দাবি করেছেন তিনি। তবু প্রতিনিয়ত সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন এই গোলরক্ষক।
২ ঘণ্টা আগেসময়ের সঙ্গে সঙ্গে পরিণত হয়ে উঠছেন লামিনে ইয়ামাল। বড় মঞ্চে কীভাবে জ্বলে উঠতে হয়, সেটা যেন ভালো করেই জানেন তিনি। ইন্টার মিলানের বিপক্ষে গত রাতে চোখ ধাঁধানো এক গোল করেছেন। সেটাও চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ মঞ্চে।
২ ঘণ্টা আগে