Ajker Patrika

রোনালদোর মতে টুর্নামেন্ট সেরা হবেন এমবাপ্পে

রোনালদোর মতে টুর্নামেন্ট সেরা হবেন এমবাপ্পে

কিলিয়ান এমবাপ্পের বয়স এখনো ২৪ পেরোয়নি। তার আগেই ভেঙেচুড়ে দিচ্ছেন অনেক রেকর্ড। কাতার বিশ্বকাপে দারুণ ছন্দে আছেন ফরাসি এই ফুটবলার। ব্রাজিলিয়ান তারকা ফুটবলার রোনালদোর মতে, এবারের বিশ্বকাপের সেরা খেলোয়াড় হবেন এমবাপ্পে।

২০২২ বিশ্বকাপে ফ্রান্সের ৫ ম্যাচের মধ্যে ৫ ম্যাচেই খেলেছেন এমবাপ্পে। ৫ গোল করে এবারের বিশ্বকাপে এখনও শীর্ষ গোলদাতা। অ্যাসিস্ট করেছেন ২ গোলে। ফ্রান্স দলও উঠে গেছে সেমিফাইনালে। আগামীকাল আল-বায়েত স্টেডিয়ামে ফ্রান্সের প্রতিপক্ষ মরক্কো। এমবাপ্পের সঙ্গে ফ্রান্সকেও এবারের বিশ্বকাপের ফেভরিট মনে করছেন রোনালদো। ব্রাজিলিয়ান এই তারকা ফুটবলার বলেন, ‘আমার মতে, ফ্রান্স এবার বিশ্বকাপ জয়ের জন্য ফেভরিট। বিশ্বকাপ শুরুর আগেই এটা আমি বলেছি। এমবাপ্পে এই বিশ্বকাপের সেরা খেলোয়াড় হতে যাচ্ছে।’

এমবাপ্পের দ্রুত গতিতে দৌড়ানো দেখে রোনালদো যেন নস্টালজিক হয়ে পড়লেন। ব্রাজিলিয়ান এই তারকা যেন ফিরে গেলেন ১০ বছরেরও আগের সময়ে, যখন তিনি আন্তর্জাতিক ফুটবল খেলতেন। এমবাপ্পে সম্পর্কে রোনালদো বলেন, ‘সে খুব দ্রুত দৌঁড়ায়। যখন আমি খেলতাম, তখন সে আমার কথা মনে করিয়ে দিচ্ছে। সে জানে নিজের যোগ্যতা কীভাবে কাজে লাগাতে হয়। অন্য খেলোয়াড়ের চেয়ে সে অনেক দ্রুত দৌঁড়ায় এবং স্কোর করা বা অ্যাসিস্ট করছে।’

ফ্রান্সের হয়ে এখন পর্যন্ত ৬৩ ম্যাচে এমবাপ্পে করেছেন ৩৩ গোল এবং অ্যাসিস্ট করেছেন ২৩ গোলে। বিশ্বকাপে ১১ ম্যাচে ৯ গোলের পাশাপাশি অ্যাসিস্ট করেছেন ৩ গোলে।  আর ব্রাজিলের হয়ে রোনালদো ৯৯ ম্যাচে করেছেন ৬২ গোল, অ্যাসিস্ট করেন ১৭ গোলে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত