Ajker Patrika

ইংল্যান্ড কোচ হতে পারেন টুখেল

ইংল্যান্ড কোচ হতে পারেন টুখেল

চেলসির কোচের পদ থেকে কিছুদিন আগেই বরখাস্ত হয়েছেন টমাস টুখেল। তবে শিগগিরই ইংল্যান্ডে ফেরার সুযোগও রয়েছে এই জার্মান কোচের। গুঞ্জন উঠেছে ইংল্যান্ড জাতীয় দলের দায়িত্ব পেতে পারেন এই কোচ। গত ছয় বছর ধরে ইংলিশদের কোচ হিসেবে আছেন গ্যারেথ সাউথ গেট। বিশ্বকাপের আগে টানা ছয় ম্যাচ জয় পাচ্ছে না ইংলিশরা। সাউথ গেটের চাকরি নির্ভর করছে বিশ্বকাপে ইংল্যান্ড দলের সাফল্যের ওপর।

ইংলিশদের কোচ হিসেবে আরও বেশ কয়েকজনের নাম জড়িয়ে গুঞ্জন জোরালো হচ্ছে। তবে দৌড়ে এগিয়ে রয়েছেন টমাস টুখেলই। চেলসির হয়ে চার মাসেই চ্যাম্পিয়নস লিগ বিজয়ের সাফল্যই সবচেয়ে এগিয়ে রাখবে তাঁকে। তবে বিশ্বকাপেও ইংলিশদের কোচ হতে পারেন তিনি। সে সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না ইংলিশ সংবাদমাধ্যম। যদিও সাউথ গেটের সঙ্গে ইংলিশ এফএ’র চুক্তি ২০২৪ পর্যন্ত। সাউথ গেট ছাড়াও এডি হাউ, মাওরোসিও পচেত্তিনো এবং স্টিভ কুপারের নাম শোনা যাচ্ছে।

উয়েফা চ্যাম্পিয়নস লিগে সফলতা না পাওয়ারই পিএসজি থেকে বরখাস্ত হয়েছিলেন। পিএসজি থেকে ছাঁটাই হওয়ার এক মাসের মধ্যেই চেলসির দায়িত্ব পান। আর প্রথম সিজনেই চেলসিকে জেতান ইউরোপীয় ক্লাব ফুটবলে শ্রেষ্ঠত্বের শিরোপা। ইংলিশ দলের দায়িত্ব নিলে এটিই হবে তার প্রথম জাতীয় দলের কোচ হওয়া।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

পুলিশের এডিসিকে ছুরি মেরে পালিয়ে গেল ছিনতাইকারী

রিটার্ন না দিলে গ্যাস-বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

উত্তরায় বকশীগঞ্জের সাবেক মেয়র নজরুল ইসলাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত