Ajker Patrika

চলে গেলেন ইংল্যান্ড ও বার্সেলোনার সাবেক কোচ

চলে গেলেন ইংল্যান্ড ও বার্সেলোনার সাবেক কোচ

না ফেরার দেশে চলে গেলেন চেলসি, টটেনহাম ও কিউপিআরের হয়ে পাঁচ শরও বেশি ম্যাচ খেলা টেরি ভেনাবলস। ইংল্যান্ডের জার্সিতেও খেলেছেন দুটি ম্যাচ। 

তবে সাবেক মিডফিল্ডার হিসেবে নয়, ভেনাবলস বেশি পরিচিত কোচ হিসেবে। ১৯৯৪ ১৯৯৬ সাল পর্যন্ত তিনি কোচ থাকাকালীন নিজেদের মাটিতে ১৯৯৬ ইউরোর সেমিফাইনালে ওঠে ইংল্যান্ড। আর ১৯৮৪ থেকে ১৯৮৭ সাল পর্যন্ত ভেনাবলস ছিলেন বার্সলোনার কোচ। 

দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগে গতকাল ৮০ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন ভেনাবলস। এই সাবেক কোচের মৃত্যুতে তাঁর পরিবার এক বিবৃতিতে বলেছে, ‘আমরা একজন অসাধারণ স্বামী এবং বাবাকে হারিয়ে পুরোপুরি বিধ্বস্ত, তিনি দীর্ঘ অসুস্থতার পরে গতকাল শান্তিপূর্ণভাবে মৃত্যুবরণ করেছেন।’ 

ভেনাবলসের অধীনে বার্সা লা লিগা জিতেছে। খেলেছে ইউরোপিয়ান কাপের ফাইনালে। টটেনহামকে এফএ কাপও জেতান তিনি। খেলোয়াড় হিসেবে সাবেক এই মিডফিল্ডার ইংল্যান্ডের হয়ে দুটি ম্যাচ খেলেছেন। ১৯৬০ থেকে ১৯৭৫ পর্যন্ত পাঁচ শরও বেশি ম্যাচ খেলেছেন। 

খেলোয়াড়ি জীবন থেকে অবসরের পর ১৯৮০ সালে ক্রিস্টাল প্যালেসের হয়ে কোচিং ক্যারিয়ার শুরু করেন ভেনাবলস। ইংল্যান্ড, বার্সা ছাড়াও কিউপিআর, অস্ট্রেলিয়া, লিডস ইউনাইটেডের দায়িত্ব পালন করেছেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত