Ajker Patrika

সময়টা শুধুই আর্জেন্টিনার

আপডেট : ০৭ জুলাই ২০২৪, ১৭: ১৭
সময়টা শুধুই আর্জেন্টিনার

আর্জেন্টিনা, আর্জেন্টিনা—২০২৪ কোপা আমেরিকায় শুধু একটা নামই শোনা যাচ্ছে। টুর্নামেন্টে দুর্দান্ত খেলছে বর্তমান চ্যাম্পিয়নরা। তেমনি আর্জেন্টাইন কোচরাও ছড়ি ঘোরাচ্ছেন এবারের কোপায়। তাঁদের কৌশলের সঙ্গে যে পেরে উঠছে না প্রতিপক্ষ দলগুলো। 

ব্রাজিল-উরুগুয়ে ম্যাচ দিয়ে আজ শেষ হয়েছে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল। অ্যালিজিয়েন্ট স্টেডিয়ামে পেনাল্টি শুটআউটে ৪-২ গোলে জিতে চতুর্থ দল হিসেবে সেমিফাইনালে উঠেছে উরুগুয়ে। আর্জেন্টিনা, কানাডা, উরুগুয়ে, কলম্বিয়া—যে চার দল সেমির টিকিট কেটেছে, একমাত্র কানাডা ছাড়া বাকি তিন দলের কোচ আর্জেন্টাইন। কানাডার কোচের দায়িত্বে আছেন যুক্তরাষ্ট্রের হেসে মার্শ। 

আর্জেন্টিনা, উরুগুয়ে—এই দল দুটি চার ম্যাচের চারটিতে জিতে উঠেছে সেমিফাইনালে। দুটি দলই হজম করেছে একটি করে গোল। যেখানে আজ অ্যালিজিয়েন্ট স্টেডিয়ামে ৪-২-৩-১ ফরম্যাশনে  ব্রাজিলের বিপক্ষে খেলিয়েছেন উরুগুয়ের কোচ মার্সেলো বিয়েলসা। ব্রাজিলের রক্ষণদুর্গে ঘন ঘন হানা দিয়েছে উরুগুইয়ানরা। এমনকি ৭৪ মিনিটে নাহিতান নান্দেজ লাল কার্ড দেখলে উরুগুয়ে ১০ জনের দলে পরিণত হলেও দমে যায়নি। গোলশূন্য ড্রয়ের পর টাইব্রেকারে উঠলে গোলরক্ষক সার্জিও রোচেত যেন চীনের মহাপ্রাচীর বনে যান। ব্রাজিলের এদের মিলিতাও ও ডগলাস লুইসের নিশ্চিত দুটি গোল বাঁচিয়ে উরুগুয়েকে সেমিতে তুলতে অসামান্য অবদান রাখেন রোচেত। কোয়ার্টার ফাইনালে ছিটকে গেলেও বিয়েলসার উরুগুয়েকে প্রশংসায় ভাসিয়েছেন  ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র, ‘আমি মনে করি, উরুগুয়ে জাতীয় দল একটা সাজানো-গোছানো পরিকল্পনায় খেলেছে। তারা দীর্ঘদিন ধরে কাজ করছে।’

আক্রমণভাগ ও রক্ষণভাগের মিশেলে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা খেলছে দুর্দান্ত। আরও স্পষ্ট করে বললে লিওনেল স্কালোনির দলে রাজ করছেন মার্তিনেজরা। টুর্নামেন্টে আর্জেন্টিনার ৬ গোলের ৪টিই করেছেন লাওতারো মার্তিনেজ। একটি করে গোল করেছেন লিসান্দ্রো মার্তিনেজ ও হুলিয়ান আলভারেজ। গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ যেন ‘চীনের মহাপ্রাচীর’। মূল ম্যাচে যেমনই হোক, টাইব্রেকারে এমি থাকা মানেই যেন আর্জেন্টিনার জয়। হিউস্টনে পরশু আর্জেন্টিনা-ইকুয়েডর কোয়ার্টার ফাইনালের মূল ম্যাচ ১-১ গোলে ড্র হলে টাইব্রেকারে চলে যায়। পেনাল্টি শুটআউটে ইকুয়েডরের নিশ্চিত দুটি শট ঠেকিয়ে দিয়েছেন এমি। একমাত্র দুশ্চিন্তা বলতে আর্জেন্টিনার প্রাণভোমরা লিওনেল মেসির অফফর্ম। গোলরক্ষককে একা পেয়েও কাজে লাগাতে পারছেন না। এমনকি পেনাল্টি শুটআউটে গোলের সুযোগ হাতছাড়া করেছেন। 

মার্সেলো বিয়েলসার উরুগুয়েও আছে দারুণ ছন্দে। ব্রাজিলকে টাইব্রেকারে হারিয়ে উঠেছে  সেমিফাইনালেনেস্তর লরেঞ্জোর কলম্বিয়াও টুর্নামেন্টে এখন পর্যন্ত অপরাজিত। চার ম্যাচের মধ্যে জিতেছে তিন ম্যাচ, এক ম্যাচ ড্র করেছে। ড্রটা করেছে গ্রুপ পর্বে ব্রাজিলের বিপক্ষে। নকআউট পর্বে উঠে কলম্বিয়া আরও বিধ্বংসী হয়ে উঠেছে। আরিজোনার ইউনিভার্সিটি অব ফোনিক্স স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালে পানামাকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে কলম্বিয়া। জন কর্ডোবা, হামেস রদ্রিগেজ, লুইস দিয়াজ, রিকার্ড রিওস, মিগুয়েল বোর্হা—কলম্বিয়ার এই পাঁচ ফুটবলার করেছেন একটি করে গোল। 

২০২৪ কোপা আমেরিকা শেষ হতে এখন বাকি মাত্র ৩ ম্যাচ। ১০ ও ১১  জুলাই দু্ই সেমিফাইনালের পর ১৫ জুলাই হবে ফাইনাল। প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা-কানাডা। নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ৬টায় মুখোমুখি হবে দল দুটি। নর্থ ক্যারোলিনায় ব্যাংক অব আমেরিকায় পরশু উরুগুয়ের বিপক্ষে খেলবে কলম্বিয়া। এই ম্যাচটিও হবে বাংলাদেশ সময় সকাল ৬টায়। এবারও আর্জেন্টিনা শিরোপা ধরে রাখতে পারে কি না সেটা সময়ই বলে দেবে।                          


২০২৪ কোপা আমেরিকার সেমিফাইনালের সূচি
                                                          তারিখ                  ম্যাচ শুরু (বাংলাদেশ সময়)
আর্জেন্টিনা-কানাডা                           ১০ জুলাই                     সকাল ৬টা
উরুগুয়ে-কলম্বিয়া                              ১১ জুলাই                     সকাল ৬টা

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় প্রতিযোগিতা আয়োজন করতে পারছে না পাকিস্তান

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
২০২৬ সালেও পাকিস্তানে হচ্ছে না এসএ গেমস। ছবি: সংগৃহীত
২০২৬ সালেও পাকিস্তানে হচ্ছে না এসএ গেমস। ছবি: সংগৃহীত

হওয়ার কথা ছিল ২০২৩ সালে, হয়নি। ২০২৪-২০২৫ এমনকি ২০২৬ সালেও এসএ গেমস আয়োজন করতে পারছে না পাকিস্তান। দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় প্রতিযোগিতাটি নিয়ে বারবার স্থগিতের ঘোষণা জানাচ্ছে তারা।

আদৌ আসরটি হবে কি না, তা নিয়েও রয়েছে সংশয়। আগামী বছরের জানুয়ারিতে তিন শহরে এসএ গেমস আয়োজনের কথা ছিল পাকিস্তানের জাতীয় অলিম্পিক কমিটির। ৩ মাস আগেও গেমস নিয়ে তাদের কোনো প্রস্তুতিই দেখা যায়। অথচ এই বছরের ফেব্রুয়ারিতে ঘটা করে তারা জানিয়েছিল আগামী জানুয়ারিতে আয়োজনের কথা।

বাংলাদেশের বিভিন্ন ফেডারেশনও এসএ গেমসের জন্য শুরু করে ক্যাম্প। তা বাতিল করতে হয় অনিশ্চয়তা কারণে। গতকাল বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) মহাপরিচালক ব্রি. জেনারেল এ বি এম শেফাউল কবীর (অব.) বলেন, ‘পাকিস্তান ৩০ নভেম্বরের মধ্যে নিশ্চিত করবে ২০২৬ সালের জানুয়ারিতে এসএ গেমস হবে না।’

৩০ ডিসেম্বরের মধ্যে পাকিস্তানকে জানাতেও হবে ২০২৭ সালের মধ্যে আয়োজন করতে পারবে কি না। এসএ গেমস সর্বশেষ হয়েছে ২০১৯ সালে নেপালে। এরপর থেকে ক্রমশই হিমাগারের দিকে ছুঁটছে গেমসটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

জাহানারার যৌন নীপিড়নের অভিযোগ খতিয়ে দেখবে বিসিবি

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ০৬ নভেম্বর ২০২৫, ২১: ২৮
জাহানারা আলমের অভিযোগে অস্বস্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
জাহানারা আলমের অভিযোগে অস্বস্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

বাংলাদেশ নারী দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম গত দুই দিনে একাধিক সাক্ষাৎকারে সতীর্থ, অধিনায়ক, কোচিং স্টাফ, নির্বাচক, বিসিবির সাবেক নারী বিভাগের প্রধানের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক নির্বাচক, টিম ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জু ও বিসিবির নারী বিভাগের প্রয়াত সাবেক ইনচার্জ তৌহিদুর রহমানের বিরুদ্ধে যৌন নীপিড়নের মতো গুরুতর, স্পর্শকাতর অভিযোগ এসেছে তাঁর সাক্ষাৎকারে। বিষয়টি নিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

জাহানারার অভিযোগ নিয়ে বিসিবির নারী বিভাগের প্রধান আবদুর রাজ্জাক জানিয়েছেন, তাঁর বিষয়টি খতিয়ে দেখবেন। আজ রাতে রাজ্জাক আজকের পত্রিকাকে বলেন, ‘অবশ্যই আমরা জানার চেষ্টা করব। এত মানুষের বিরুদ্ধে অভিযোগ। আবার এখানে একটা প্রশ্ন, সবাই খারাপ, এটা হয় কীভাবে? অনেক সময় যারা দল থেকে বাদ পড়ে, তাদের ক্ষোভ থাকে। কিন্তু সে যে সব অভিযোগ তুলেছে, এটা ভয়াবহ। এখন বোর্ডের কী করা উচিত, আমাদের আলোচনা করতে হবে। সে শুধু বলতে থাকবে, আমরা শুনতে থাকব? এটা আমার পর্যায়ে নেই, বোর্ডের সবাই মিলিয়ে আলোচনা করতে হবে।’

বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল আইসিসির সভায় যোগ দিতে এই মুহূর্তে দুবাইয়ে আছেন। তাঁর দেশে ফেরার কথা পরশু। রাজ্জাক বলেন, ‘আমি এরই মধ্যে বুলবুল ভাইকে বিষয়টি জানিয়েছি। তিনি ফিরলে আমরা আলোচনা করব।’

বাংলাদেশের হয়ে ৫২ ওয়ানডে ও ৮৩ টি-টোয়েন্টি খেলা জাহানারা সবশেষ আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন গত বছর ডিসেম্বরে। এরপর থেকে ৩২ বছর বয়সী পেসার আছেন অস্ট্রেলিয়ায়। জাহানারার বিস্ফোরক অভিযোগ ভাবমূর্তি সংকটে বিসিবি, বিশেষ করে নারী ক্রিকেটে। এ ধরনের অভিযোগের সুষ্ঠু তদন্ত না হলে দেশের নারী ক্রিকেটের বড় ক্ষতি হবে বলে আশঙ্কা করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

সহজ জয়ে এগিয়ে গেল ভারত

ক্রীড়া ডেস্ক    
শেষ ম্যাচে জিততেই হবে অস্ট্রেলিয়াকে। ছবি: ক্রিকইনফো
শেষ ম্যাচে জিততেই হবে অস্ট্রেলিয়াকে। ছবি: ক্রিকইনফো

প্রথম তিন টি-টোয়েন্টি শেষে ১-১ সমতায় ছিল অস্ট্রেলিয়া ও ভারত। সিরিজ জেতার জন্য তাই চতুর্থ ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠে দুই দলের জন্য। যেখানে বাজিমাত করেছে সূর্যকুমার যাদবের দল। অজিদের ৪৮ রানে হারিয়ে সিরিজে এগিয়ে গেল সফরকারীরা।

কুইন্সল্যান্ডের হেরিটেজ ব্যাংক স্টেডিয়ামে অস্ট্রেলিয়াকে হারাতে বেগ পেতে হয়নি ভারতের। গৌতম গম্ভীরের দলের করা ১৬৭ রানের জবাবে ১১৯ রানে গুটিয়ে গেছে স্বাগতিকরা। শেষ টি-টোয়েন্টিতে আগামী ৮ নভেম্বর গ্যাবাতে খেলতে নামবে দুই দল। সিরিজ বাঁচাতে চাইলে ম্যাচটি জিততেই হবে মিচেল মার্শের দলকে।

লক্ষ্য তাড়ায় মার্শ ও ম্যাথু শর্ট ছাড়া অস্ট্রেলিয়ার আর কোনো ব্যাটারই চাহিদা মেনে ব্যাট চালাতে পারেননি। উল্টো নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে বিপদ বাড়ায় তারা। তাই পুরো ২০ ওভার ব্যাট করতে পারেনি অস্ট্রেলিয়া। ১৮.২ ওভারে অলআউট হয় সাবেক চ্যাম্পিয়নরা।

তাদের হয়ে ২৪ বলে ৩০ রান করেন মার্শ। ২৫ রান আসে শর্টের ব্যাট থেকে। বাকিরা থেমেছেন ২০ এর নিচেই। ভারতের হয়ে এদিন মাত্র ১.২ ওভার বল করেন ওয়াশিংটন সুন্দর। ৩ রান খরচায় সমান উইকেট নেন সুন্দর। এছাড়া আকসার প্যাটেল ও শিভম দুবে সমান দুটি করে উইকেট ঝুলিতে পুরেন। দুজনেই দেন সমান ২০ রান করে।

যৌথ প্রচেষ্টায় লড়াকু পুঁজি পায় ভারত। সর্বোচ্চ ৪৬ রান এনে দেন শুবমান গিল। ২৮ রান করেন অভিষেক শর্মা। এছাড়া দুবে ২২, প্যাটেল ২১ ও সূর্যকুমারের অবদান ২০ রান। অস্ট্রেলিয়ার হয়ে বল হাতে সবচেয়ে সফল নাথান এলিস। ২১ রানের বিনিময়ে ৩ ব্যাটারকে ফেরান এই পেসার। ৩ উইকেট নিতে ৪৫ রান দেন অ্যাডাম জাম্পা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

রুবেলের কটাক্ষের জবাব দিলেন আশরাফুল

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ০৬ নভেম্বর ২০২৫, ২০: ০৩
আশরাফুলকে নিয়ে কটাক্ষ করে বার্তা দিয়েছিলেন রুবেল হোসেন। ছবি: সংগৃহীত
আশরাফুলকে নিয়ে কটাক্ষ করে বার্তা দিয়েছিলেন রুবেল হোসেন। ছবি: সংগৃহীত

আয়ারল্যান্ড সিরিজে মোহাম্মদ আশরাফুলের ব্যাটিং কোচ হওয়া নিয়ে কটাক্ষ করেছিলেন রুবেল হোসেন। সেই কটাক্ষের জবাব দিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক। এসব নিয়ে চিন্তিত নন তিনি।

চলতি মাসে নিজেদের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ। আসন্ন সিরিজে লিটন দাস, মুশফিকুর রহিমদের ব্যাটিং কোচ হিসেবে সম্প্রতি আশরাফুলের নাম ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে দুটি পোস্টের মাধ্যমে আশরাফুলকে কটাক্ষ করেন রুবেল।

নিজের ভেরিফাইড ফেসবুকে পেজে রুবেল লেখেন, ‘দায় মুক্ত হলো ক্রিকেট বোর্ড।’ আশরাফুলকে ইঙ্গিত করে তাঁর আরেকটি পোস্ট ছিল এমন, ‘যে মাঠ একসময় বিশ্বাস হারিয়েছে, সেই মাঠেই আবার শিক্ষা দিতে আসা, জীবনটা আসলেই সিনেমা। সময় সত্যিই অদ্ভুত! যাদের একসময় উদাহরণ হিসেবে বাদ দেওয়া হয়েছিল, আজ তারা উদাহরণ দিতে এসেছে। শুনুন, নামের পাশে ‘কোচ’ লেখা মানে দায়িত্ব, গর্ব না।’ আশরাফুলকে নিয়ে পোস্ট করে তোপের মুখে পড়েন রুবেল। কমেন্ট বক্সে তাঁকে ধুয়ে দেয় সাধারণ মানুষ।

আজ বিসিবি অফিসে আসেন আশরাফুল। এরপর সংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘যার যার ব্যক্তিগত মতামত দিতেই পারে। এটা নিয়ে আমার বলার কিছুই নেই। সে আমার অধীনে খেলেছে। আমি তখন অধিনায়ক ছিলাম। সে মানুষ হিসেবেও ভালো। ওর মন্তব্য নিয়ে আমার কিছু বলার নেই। আপনি যেটাই করতে যান না কেন, চাপ থাকবেই। ভালো ফলাফলের জন্য কাজ করতে গেলে আপনাকে চাপ সহ্য করতেই হবে।’

ক্রিকেট ক্যারিয়ারে কালো অধ্যায় পার করে এসেছেন আশরাফুল। সে চাপের কাছে কোচ হওয়ার পর রুবেলের এমন মন্তব্য খুবই ছোট মনে হচ্ছে তাঁর কাছে, ‘আমি যেহেতু ১৩ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলেছি, তাই অনেক চাপ সহ্য করার অভিজ্ঞতা আছে আমার। আমার লাইফে যে ঘটনা ঘটেছিল, সেটা থেকেও কিন্তু ফিরে এসেছি। তাই এটা নিয়ে আসলে আমি এত চিন্তিত না। আমি যেটাই করি, অনেস্টলি করার চেষ্টা করি। আমার শতভাগ দেওয়ার চেষ্টা করি। এবারও সেটাই চেষ্টা করব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত