Ajker Patrika

বার্সেলোনায় ফিরেছেন মেসি, চুক্তি স্বাক্ষরের অপেক্ষা

বার্সেলোনায় ফিরেছেন মেসি, চুক্তি স্বাক্ষরের অপেক্ষা

ছুটি কাটিয়ে ইবিজা থেকে বার্সেলোনায় ফিরেছেন লিওনেল মেসি। সবার চোখ এখন বার্সেলোনার সঙ্গে তাঁর ঝুলে থাকা চুক্তিটির দিকে। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা বলছে, দুই পক্ষের চুক্তি স্বাক্ষর হওয়ার বিষয়টি এখন সময়ের ব্যাপার মাত্র। ধারণা করা হচ্ছে, আগামী রোববারের জোয়ান গাম্পার ট্রফির ম্যাচে জুভেন্টাসের বিপক্ষে মাঠে নামবেন মেসি। 

কয়েক সপ্তাহ আগেই নতুন চুক্তির ব্যাপারে ঐকমত্যে পৌঁছেছিল মেসি ও বার্সেলোনা। চুক্তি অনুযায়ী আগামী পাঁচ বছর বার্সায় থাকছেন মেসি। এমনকি নতুন চুক্তিতে মেসির বেতনও কমছে ৫০ শতাংশ। ইউরোপিয়ান সংবাদমাধ্যমগুলোতে এই খবর প্রকাশিত হওয়ার পর মেসির ক্লাব ছাড়ার গুঞ্জনও থেমে যায়। তারপরও ক্লাব ফুটবলে দলবদলে শেষ কথা বলে কিছু নেই। আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষরিত না হওয়ায় আশঙ্কাও ছিল অনেক বার্সা সমর্থকদের মনে। তবে সেই আশঙ্কাও শিগগির দূর করতে যাচ্ছেন মেসি। 

এর আগে চুক্তি নবায়ন না হওয়ায় জুলাইয়ের শুরু থেকেই ফ্রি এজেন্ট হয়ে পড়েন মেসি। এরপরই পিএসজি–ম্যানসিটিসহ একাধিক ক্লাবে মেসির চলে যাওয়ার গুঞ্জন সামনে আসে। কিন্তু ১৪ জুলাই এই সব গুঞ্জন থেমে যায়। জানা যায়, বার্সা ও মেসি নতুন চুক্তির ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছেন। 

সে সময় এক টুইটে ইতালিয়ান ট্রান্সফার মার্কেট বিশ্লেষক ফাবরিজিউ রোমানো লিখেন, ‘লিওনেল মেসির বার্সেলোনায় থাকা নিয়ে আর কোনো সন্দেহ নেই। এক শ ভাগ নিশ্চিত যে মেসি বার্সাতেই থাকছেন। খুব শিগগির আনুষ্ঠানিক ঘোষণা আসবে, তবে অন্য ক্লাবগুলোর জন্য আর কোনো সুযোগ নেই। লিও (মেসি) বার্সাতেই থাকতে চায়, বার্সাও তাকে রাখতে চায়। চুক্তি এখন সময়ের ব্যাপার মাত্র।’ সে সময়টাই হয়তো এবার শেষ হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গভর্নর আমাকে বাধ্যতামূলক ছুটি দেওয়ার কে: বিএফআইইউর প্রধান শাহীনুল

সেই রুহুল আমিনের বসুন্ধরা, বনানী ও উত্তরার জমিসহ ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

ঠাকুরগাঁওয়ের ৩টি আসনেই জয়ী হবে জামায়াত: মাওলানা হালিম

৬১৫ কোটি টাকা আত্মসাৎ: এক্সিম ব্যাংকের নজরুল ইসলাম মজুমদারসহ ৩০ জনের নামে মামলা

আক্কেলপুরে ‘একঘরে’ করে রাখা দিনমজুরকে মারধর, থানায় মামলা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত