বার্সেলোনায় সোনালি সময় পার করেছেন লিওনেল মেসি-নেইমার-লুইস সুয়ারেজ জুটি, যার নাম দেওয়া হয়েছিল ‘এমএসএন’। সময়ের পরিক্রমায় সেসব এখন শুধুই অতীত। মেসি বার্সা ছেড়ে পিএসজিতে যাওয়ার পর এবার নতুন জুটি গড়েছেন নেইমার আর কিলিয়ান এমবাপ্পের সঙ্গে। এই জুটির নাম দেওয়া হয়েছে ‘এমএসএম’।
বার্সায় মেসি-নেইমার-সুয়ারেজের মধ্যে দুর্দান্ত রসায়ন গড়ে উঠেছিল। এমবাপ্পেকে সঙ্গে নিয়ে পিএসজিতে সেটা এখনো সেভাবে জমে ওঠেনি। মেসি নিজেও দুটোর মাঝে ভিন্নতা দেখছেন। ফ্রান্স ফুটবলে মেসির সাক্ষাৎকারে সেরকমই উঠে এসেছে।
দুই জুটির মধ্যে পার্থক্যটা কোথায় এমন প্রশ্নে মজার ছলেই মেসি উত্তর দিলেন, ‘প্রথমত, বয়স (হাসি) ! নেইমারের সঙ্গে যখন খেলা শুরু করেছিলাম, তখন বয়স আরও কম ছিল আমাদের। আর আজ আমাদের মধ্যে সবচেয়ে তরুণ হচ্ছে কিলিয়ান।’
পিএসজিতে নতুন জুটিতে শুধু একটি পরিবর্তন এসেছে। সুয়ারেজের জায়গাটা দখল করেছেন ফরাসি তারকা এমবাপ্পে। দুজনের মাঝে পার্থক্যটা মেসি তুলে ধরলেন এভাবে, ‘লুইস (সুয়ারেজ) আর কিলিয়ান (এমবাপ্পে) পুরোপুরি ভিন্ন ধরনের খেলোয়াড়। লুইস একেবারে নিখুঁত নাম্বার নাইন, একজন সেন্টার ফরোয়ার্ড, যে কি না বক্সে সবচেয়ে বেশি ভয়ংকর, অনেক গোল করতে পারে।’
বর্তমান সতীর্থ এমবাপ্পের ব্যাপারে মেসি বললেন, ‘কিলিয়ান বেশি সময় বল পায়ে রাখতে পছন্দ করে। ও অনেক শক্তিশালী এবং ভয়ংকর গতির একজন খেলোয়াড়। আপনি একটু জায়গা ছেড়ে দিলেন, তো ও আপনাকে খুন করে ফেলতে পারে! কিলিয়ানও অনেক অনেক গোল করতে পারে। দুজনই অসাধারণ খেলোয়াড়, তবে দুজনের দক্ষতা ভিন্ন।’
বার্সেলোনায় সোনালি সময় পার করেছেন লিওনেল মেসি-নেইমার-লুইস সুয়ারেজ জুটি, যার নাম দেওয়া হয়েছিল ‘এমএসএন’। সময়ের পরিক্রমায় সেসব এখন শুধুই অতীত। মেসি বার্সা ছেড়ে পিএসজিতে যাওয়ার পর এবার নতুন জুটি গড়েছেন নেইমার আর কিলিয়ান এমবাপ্পের সঙ্গে। এই জুটির নাম দেওয়া হয়েছে ‘এমএসএম’।
বার্সায় মেসি-নেইমার-সুয়ারেজের মধ্যে দুর্দান্ত রসায়ন গড়ে উঠেছিল। এমবাপ্পেকে সঙ্গে নিয়ে পিএসজিতে সেটা এখনো সেভাবে জমে ওঠেনি। মেসি নিজেও দুটোর মাঝে ভিন্নতা দেখছেন। ফ্রান্স ফুটবলে মেসির সাক্ষাৎকারে সেরকমই উঠে এসেছে।
দুই জুটির মধ্যে পার্থক্যটা কোথায় এমন প্রশ্নে মজার ছলেই মেসি উত্তর দিলেন, ‘প্রথমত, বয়স (হাসি) ! নেইমারের সঙ্গে যখন খেলা শুরু করেছিলাম, তখন বয়স আরও কম ছিল আমাদের। আর আজ আমাদের মধ্যে সবচেয়ে তরুণ হচ্ছে কিলিয়ান।’
পিএসজিতে নতুন জুটিতে শুধু একটি পরিবর্তন এসেছে। সুয়ারেজের জায়গাটা দখল করেছেন ফরাসি তারকা এমবাপ্পে। দুজনের মাঝে পার্থক্যটা মেসি তুলে ধরলেন এভাবে, ‘লুইস (সুয়ারেজ) আর কিলিয়ান (এমবাপ্পে) পুরোপুরি ভিন্ন ধরনের খেলোয়াড়। লুইস একেবারে নিখুঁত নাম্বার নাইন, একজন সেন্টার ফরোয়ার্ড, যে কি না বক্সে সবচেয়ে বেশি ভয়ংকর, অনেক গোল করতে পারে।’
বর্তমান সতীর্থ এমবাপ্পের ব্যাপারে মেসি বললেন, ‘কিলিয়ান বেশি সময় বল পায়ে রাখতে পছন্দ করে। ও অনেক শক্তিশালী এবং ভয়ংকর গতির একজন খেলোয়াড়। আপনি একটু জায়গা ছেড়ে দিলেন, তো ও আপনাকে খুন করে ফেলতে পারে! কিলিয়ানও অনেক অনেক গোল করতে পারে। দুজনই অসাধারণ খেলোয়াড়, তবে দুজনের দক্ষতা ভিন্ন।’
দুই দিনের ব্যবধানে আবাহনী-বসুন্ধরা কিংস আবারও মুখোমুখি হলো। আবাহনীর সামনে সুযোগ ছিল দারুণ কিছু করে ফেডারেশন কাপের ফাইনালে হারের দুঃখ কিছুটা মোচন করার। সেটি তো সম্ভব হলোই না, উল্টো বসুন্ধরার কাছে ২-০ গোলে হেরে বাংলাদেশ প্রিমিয়ার লিগের শিরোপাদৌড়ে কিছুটা পিছিয়েই পড়ল তারা। দুই অর্ধের শুরুতে দুটি গোলই
৮ ঘণ্টা আগেকাশ্মীরের পেহেলগাম হত্যাকাণ্ডে ভারত-পাকিস্তানের মধ্যে চলছে তুমুল উত্তেজনা। এর মধ্যেই ভারত সরকার পাকিস্তানের গুরুত্বপূর্ণ ব্যক্তি, সংবাদমাধ্যম, ইউটিউব চ্যানেল ব্লক করে দিয়েছে তাদের দেশে। রেহায় পায়নি ক্রীড়াঙ্গনের ব্যক্তিরাও। শোয়েব আখতারের ইউটিউব চ্যানেল ব্লক করেছে তারা। এবার ভারতীয় সংবাদমাধ্যমের প্রতি
৯ ঘণ্টা আগেসাম্প্রতিক রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, আগস্টে নির্ধারিত ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর নিয়ে কোনো ধরনের অনিশ্চয়তা নেই। বিসিবি আশাবাদী যে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ যথাসময়েই হবে।
১০ ঘণ্টা আগেতিনটি ওয়ানডে ও দুটি চার দিনের ম্যাচ খেলতে নিউজিল্যান্ড ‘এ’ দল এখন বাংলাদেশে। প্রথম দুই ওয়ানডের দলে প্রথমে মোস্তাফিজুর রহমানকে রাখা হলেও আজ তাঁকে সরিয়ে নিয়েছে বিসিবির নির্বাচক প্যানেল। তাঁর বদলি হিসেবে ‘এ’ দলের ওয়ানডে দলে নেওয়া হয়েছে আরেক পেসার খালেদ আহমেদকে। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জান
১১ ঘণ্টা আগে