স্পেনের রাজা ষষ্ঠ ফেলিপ ও তাঁর কন্যা ইনফান্তা সোফিয়ার সঙ্গে শিরোপা উদ্যাপনের পর দানি কারভাহাল, অধিনায়ক আলভারো মোরাতা ও ফাইনালের নায়ক মিকেল ওইয়ারসাবালকে দেখা গেল পরিবার ও সন্তানদের সঙ্গে সময় কাটাতে। লামিনে ইয়ামাল অবশ্য সেলফিটা নিলেন তাঁর বাবার সঙ্গে। মা ও ছোট ভাইকে কোলে নিয়েও ফ্রেমবন্দী হলেন। দর্শক সারিতেও ছুটে যেতে দেখা গিয়েছিল তাঁকে। কৈশোরের সহজাত উদ্দীপনায় বেশ মজাও করলেন। ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক শিরোপা বলে কথা! সেটিও ১৭ বছরে পা রাখার দিন পর। এমন আনন্দ তো হবেই।
পরশু রাতে বার্লিনে ১২ বছর পর ইউরো জিতেছে স্পেন। ফাইনালে লুইস দে লা ফুয়েন্তের দল ২-১ গোলে হারিয়েছে ইংল্যান্ডকে। টানা দুই ফাইনাল খেলেও ইউরো না জেতা গ্যারেথ সাউথগেটের শিষ্যরা ম্যাচ শেষ হতেই হতাশায় শুয়ে পড়েন মাঠে। অন্যদিকে তখন লা রোহাদের উৎসব। রেকর্ড চতুর্থ ইউরো জয়ের পর সময় যে তখন স্প্যানিশদের গর্ব করার। গর্বের সঙ্গেই কোচ ফুয়েন্তে বললেন, ‘এখন সব আনন্দ, গর্বের এবং যে মুহূর্তটি পেয়েছি সেটি উপভোগ করা যাক। ফ্রিতে কেউ আমাদের কিছুই দেয়নি।’
স্পেনও শিরোপা জিতেছে লড়াই করে। ফাইনালে ৪৭ মিনিটে লামিনের পাস থেকে তাঁদের এগিয়ে দেন নিকো উইলিয়ামস। সেই গোল তাঁরা ধরে রাখতে পারেননি। ৭০ মিনিটে মাঠে নেমে ৩ মিনিট পর জুড বেলিংহামের দুর্দান্ত পাস থেকে ইংল্যান্ডকে সমতায় ফেরান কোল পালমার। তবে স্প্যানিশরা তাতে দমে যায়নি। আক্রমণভাগে ধার বাড়িয়ে ৮৬ মিনিটে পায় জয়সূচক গোল। মার্ক কুকুরেলার পাস থেকে সুইপ করে বল জালে পাঠান বদলি নামা ওইয়ারসাবাল।
এবারের ইউরোর কয়েক ম্যাচ যেতেই সমালোচনার মুখে পড়েন সাউথগেট। ইংলিশ কোচ সেসবে কান দিয়ে ইংল্যান্ডকে এনে দেন আরেকটি ইউরোর ফাইনালের টিকিট। তবে এবারও স্বপ্নভঙ্গ হতেই নিজ থেকেই নিজের ভবিষ্যতের কথা বললেন তিনি, ‘এখন আমার এ বিষয়ে (ভবিষ্যৎ) কথা বলার সময় হয়েছে। আমাদের সঠিক লোকদের সঙ্গে কথা বলতে হবে এবং নিজেকে আরেকটু সময় দিতে হবে। ফাইনালে ওঠা সৌভাগ্যের।’
আরেকটি ফাইনালে হারের যন্ত্রণায় পুড়ছেন হ্যারি কেইনও। ১৫ বছরের ক্লাব ও আন্তর্জাতিক ক্যারিয়ারে কখনো শিরোপা না জেতা ইংল্যান্ড অধিনায়ক বলেছেন, ‘ফাইনালে হার খুবই বেদনায়দায়ক। আমরা খুব করে শিরোপা জিততে চেয়েছিলাম।’ ১৯৬৬ বিশ্বকাপ জয়ের পর থেকে একটি শিরোপার আশায় ইংলিশরা। এত কাছে গিয়েও সেটি ছুঁতে না পারার কষ্ট তো হবেই। বেলিংহামও সেই কষ্ট থেকে বলেছেন, ‘আমরা ইংল্যান্ডের জনগণকে গর্বিত করতে চেয়েছিলাম। তবে পুরোপুরি করতে পারিনি।’
এবারের ব্যালন ডি’অর জয়ের সম্ভাব্য তালিকায় ওপরের দিকে আছে বেলিংহামের নাম। তবে ফুয়েন্তে মনে করেন, এই পুরস্কার ইউরোর গোল্ডেন বলজয়ী রদ্রির প্রাপ্য, ‘রদ্রিকে এখন ব্যালন ডি’অর দিন দয়া করে। সে এখন বিশ্বের সেরা।’
গতকাল কোপা আমেরিকা জিতেছে আর্জেন্টিনা। আগামী বছর স্পেনের সঙ্গে দুই মহাদেশীয় লড়াই ফিনালিসিমায় তারা মুখোমুখি হবে স্পেনের। সেই লড়াই দুই সময়ের দুই তারকা লিওনেল মেসির সঙ্গে ইয়ামালেরও। তবে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনির স্প্যানিশ স্ত্রী এলিসা সে সময় কোন দলকে সমর্থন জানাবেন সেটিই দেখার। আপাতত আর্জেন্টিনা ও স্পেনকে শিরোপা জিততে দেখেই খুশি তিনি, ‘আমি দ্বিগুণ খুশি। এটা এক বিশেষ রোববার ছিল।’
ফাইনালের দিন ইয়ামালের বয়স। ইউরোতে সবচেয়ে কম বয়সে এবং প্রথম খেলোয়াড় হিসেবে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনালে অ্যাসিস্টের কীর্তি গড়লেন তিনি। সবচেয়ে কম বয়সে মেজর টুর্নামেন্টে ফাইনাল খেলে পেলের (১৭ বছর ২৪৯ দিন) রেকর্ডও ভাঙলেন ইয়ামাল।
স্পেনের রাজা ষষ্ঠ ফেলিপ ও তাঁর কন্যা ইনফান্তা সোফিয়ার সঙ্গে শিরোপা উদ্যাপনের পর দানি কারভাহাল, অধিনায়ক আলভারো মোরাতা ও ফাইনালের নায়ক মিকেল ওইয়ারসাবালকে দেখা গেল পরিবার ও সন্তানদের সঙ্গে সময় কাটাতে। লামিনে ইয়ামাল অবশ্য সেলফিটা নিলেন তাঁর বাবার সঙ্গে। মা ও ছোট ভাইকে কোলে নিয়েও ফ্রেমবন্দী হলেন। দর্শক সারিতেও ছুটে যেতে দেখা গিয়েছিল তাঁকে। কৈশোরের সহজাত উদ্দীপনায় বেশ মজাও করলেন। ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক শিরোপা বলে কথা! সেটিও ১৭ বছরে পা রাখার দিন পর। এমন আনন্দ তো হবেই।
পরশু রাতে বার্লিনে ১২ বছর পর ইউরো জিতেছে স্পেন। ফাইনালে লুইস দে লা ফুয়েন্তের দল ২-১ গোলে হারিয়েছে ইংল্যান্ডকে। টানা দুই ফাইনাল খেলেও ইউরো না জেতা গ্যারেথ সাউথগেটের শিষ্যরা ম্যাচ শেষ হতেই হতাশায় শুয়ে পড়েন মাঠে। অন্যদিকে তখন লা রোহাদের উৎসব। রেকর্ড চতুর্থ ইউরো জয়ের পর সময় যে তখন স্প্যানিশদের গর্ব করার। গর্বের সঙ্গেই কোচ ফুয়েন্তে বললেন, ‘এখন সব আনন্দ, গর্বের এবং যে মুহূর্তটি পেয়েছি সেটি উপভোগ করা যাক। ফ্রিতে কেউ আমাদের কিছুই দেয়নি।’
স্পেনও শিরোপা জিতেছে লড়াই করে। ফাইনালে ৪৭ মিনিটে লামিনের পাস থেকে তাঁদের এগিয়ে দেন নিকো উইলিয়ামস। সেই গোল তাঁরা ধরে রাখতে পারেননি। ৭০ মিনিটে মাঠে নেমে ৩ মিনিট পর জুড বেলিংহামের দুর্দান্ত পাস থেকে ইংল্যান্ডকে সমতায় ফেরান কোল পালমার। তবে স্প্যানিশরা তাতে দমে যায়নি। আক্রমণভাগে ধার বাড়িয়ে ৮৬ মিনিটে পায় জয়সূচক গোল। মার্ক কুকুরেলার পাস থেকে সুইপ করে বল জালে পাঠান বদলি নামা ওইয়ারসাবাল।
এবারের ইউরোর কয়েক ম্যাচ যেতেই সমালোচনার মুখে পড়েন সাউথগেট। ইংলিশ কোচ সেসবে কান দিয়ে ইংল্যান্ডকে এনে দেন আরেকটি ইউরোর ফাইনালের টিকিট। তবে এবারও স্বপ্নভঙ্গ হতেই নিজ থেকেই নিজের ভবিষ্যতের কথা বললেন তিনি, ‘এখন আমার এ বিষয়ে (ভবিষ্যৎ) কথা বলার সময় হয়েছে। আমাদের সঠিক লোকদের সঙ্গে কথা বলতে হবে এবং নিজেকে আরেকটু সময় দিতে হবে। ফাইনালে ওঠা সৌভাগ্যের।’
আরেকটি ফাইনালে হারের যন্ত্রণায় পুড়ছেন হ্যারি কেইনও। ১৫ বছরের ক্লাব ও আন্তর্জাতিক ক্যারিয়ারে কখনো শিরোপা না জেতা ইংল্যান্ড অধিনায়ক বলেছেন, ‘ফাইনালে হার খুবই বেদনায়দায়ক। আমরা খুব করে শিরোপা জিততে চেয়েছিলাম।’ ১৯৬৬ বিশ্বকাপ জয়ের পর থেকে একটি শিরোপার আশায় ইংলিশরা। এত কাছে গিয়েও সেটি ছুঁতে না পারার কষ্ট তো হবেই। বেলিংহামও সেই কষ্ট থেকে বলেছেন, ‘আমরা ইংল্যান্ডের জনগণকে গর্বিত করতে চেয়েছিলাম। তবে পুরোপুরি করতে পারিনি।’
এবারের ব্যালন ডি’অর জয়ের সম্ভাব্য তালিকায় ওপরের দিকে আছে বেলিংহামের নাম। তবে ফুয়েন্তে মনে করেন, এই পুরস্কার ইউরোর গোল্ডেন বলজয়ী রদ্রির প্রাপ্য, ‘রদ্রিকে এখন ব্যালন ডি’অর দিন দয়া করে। সে এখন বিশ্বের সেরা।’
গতকাল কোপা আমেরিকা জিতেছে আর্জেন্টিনা। আগামী বছর স্পেনের সঙ্গে দুই মহাদেশীয় লড়াই ফিনালিসিমায় তারা মুখোমুখি হবে স্পেনের। সেই লড়াই দুই সময়ের দুই তারকা লিওনেল মেসির সঙ্গে ইয়ামালেরও। তবে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনির স্প্যানিশ স্ত্রী এলিসা সে সময় কোন দলকে সমর্থন জানাবেন সেটিই দেখার। আপাতত আর্জেন্টিনা ও স্পেনকে শিরোপা জিততে দেখেই খুশি তিনি, ‘আমি দ্বিগুণ খুশি। এটা এক বিশেষ রোববার ছিল।’
ফাইনালের দিন ইয়ামালের বয়স। ইউরোতে সবচেয়ে কম বয়সে এবং প্রথম খেলোয়াড় হিসেবে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনালে অ্যাসিস্টের কীর্তি গড়লেন তিনি। সবচেয়ে কম বয়সে মেজর টুর্নামেন্টে ফাইনাল খেলে পেলের (১৭ বছর ২৪৯ দিন) রেকর্ডও ভাঙলেন ইয়ামাল।
নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
৪ ঘণ্টা আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
৬ ঘণ্টা আগেযে দুটি ফ্র্যাঞ্চাইজি সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) বিতর্কিত করেছে, তার একটি চিটাগং কিংস। কিছুদিন আগে চিটাগংকে পাওনা ৪৬ কোটি টাকা চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছে বিসিবি। ফ্র্যাঞ্চাইজিটির স্বত্বাধিকারী সামির কাদের চৌধুরী মনে করেন, বিপিএলকে তাঁরা বিতর্কিত করেননি, করেছে খোদ বিসিবি!
৭ ঘণ্টা আগেফিফার সবশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে বড় চমক দেখিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। ২৪ ধাপ উন্নতি করে উঠে এসেছে ১০৪ নম্বরে। আর কোনো দলই এতটা বড় লাফ দিতে পারেনি। উন্নতির এই ধারা বজায় রাখতে চান কোচ পিটার বাটলার। বাংলাদেশকে সেরা ১০০ দলের ভেতর রাখতে কাজ চালিয়ে যাবেন তিনি।
৮ ঘণ্টা আগে