Ajker Patrika

পিএসজিতে জাদু হারিয়েছেন নেইমার

আপডেট : ২৬ জুলাই ২০২২, ১৯: ৪১
পিএসজিতে জাদু হারিয়েছেন নেইমার

সান্তোসে থাকতেই বিশ্বজুড়ে নাম ছড়িয়ে পড়েছিল নেইমারের। বার্সেলোনাতে এসেও নিজের জাত চেনান তিনি। ক্যাম্প ন্যুয়ে লিওনেল মেসির মতো তারকার আলোতেও ছিলেন উজ্জ্বল। হয়ে উঠেছিলেন  কাতালান জায়ান্টদের অন্যতম অস্ত্র।

তবে ২০১৭ সালে বার্সা ছেড়ে বিশ্ব রেকর্ড গড়ে পিএসজিতে যাওয়ার পর থেকে যেন মলিন নেইমার। পার্ক দে প্রিন্সেসে আনতে পারেননি বার্সার ফর্ম। ফরাসি জায়ান্টদের হয়ে গত পাঁচ বছরে ১৫০ ম্যাচেরও কম খেলেছেন তিনি। অবশ্য তার বড় কারণ চোট।

ব্রাজিলিয়ান সুপারস্টারের ফর্ম নিয়ে হতাশ তাঁর সাবেক সতীর্থ থমাস মুনিয়েরও। দুজনে তিন বছর একসঙ্গে খেলেছেন পিএসজির জার্সিতে। দুই বছর আগে প্যারিস ছেড়ে বরুসিয়া ডর্টমুন্ডে যোগ দেন মুনিয়ের। নেইমারেরও বেশ কয়েকবার পিএসজি ছাড়ার গুঞ্জন উঠেছিল।

তবে ৩০ বছর বয়সী তারকা এখনো পার্ক দে প্রিন্সেসে আছেন। পিএসজিতে থাকতে নেইমারের সঙ্গে বেশ ভালো সম্পর্ক গড়ে উঠেছিল মুনিয়েরের। তাঁর চেয়ে ভালো ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে কে বা চিনবে? মুনিয়ের মনে করেন, পিএসজিতে যোগ দেওয়ার পর থেকে নিজের জাদু হারিয়েছেন নেইমার।

সম্প্রতি জার্মান আউটলেট ‘কিকার’কে এক সাক্ষাৎকার দিয়েছেন বেলজিয়ান ডিফেন্ডার। সাবেক সতীর্থ সম্পর্কে তাঁর মন্তব্য, ফ্রান্সে আসার পর নিজের লেভেলের ফুটবল খেলতে পারেননি নেইমার। ব্রাজিলিয়ান তারকার ভক্ত মুনিয়ের বলেন, ‘আমি জানাতে চাই, যখন থেকে সে বার্সেলোনার হয়ে খেলছে তখন থেকে আমি নেইমারের ফ্যান। যা হোক, আমার দৃষ্টিকোণ থেকে প্যারিসে সে তাঁর জাদু হারিয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত