ক্রীড়া ডেস্ক
সান্তোস গোলরক্ষক গ্যাব্রিয়েল ব্রাজাও আজ বেশ অসহায় হয়ে পড়লেন। ভাস্কো দা গামার আক্রমণ ঠেকানোর যে কোনো উপায়ই তাঁর জানা ছিল না। নেইমারের সান্তোস রীতিমতো নাকানিচুবানি খেয়েছে। বাজে হারের পর সান্তোসের কোচ ক্লেবার হাভিয়েরকে বরখাস্ত করা হয়েছে।
বাংলাদেশ সময় আজ সকালে ব্রাজিলিয়ান লিগ সিরি ‘আ’ তে মুখোমুখি হয়েছে সান্তোস-ভাস্কো দা গামা। মরুম্বিস স্টেডিয়ামে সান্তোসকে ৬-০ গোলে হারিয়েছে সান্তোস। লজ্জাজনক হারের কিছুক্ষণ পরই প্রধান কোচ হাভিয়েরকে বরখাস্ত করার কথা নিশ্চিত করেছে সান্তোস ক্লাব। এদিকে হারের পর নিজের আবেগ যেন সামলাতেই পারছিলেন না নেইমার। সতীর্থরা এসে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেও ব্রাজিল ফরোয়ার্ড তখনই কাঁদতে শুরু করলেন। ম্যাচ শেষে নেইমার বলেন, ‘আমি লজ্জিত। নিজেদের পারফরম্যান্সে বেশ হতাশ। সহিংসতা বাদ দিয়ে সমর্থকেরা প্রতিবাদ করতে পারবেন। গালি দেওয়া, অপমান করার অধিকারও তাঁদের আছে।’
ভাস্কো দা গামার কাছে ৬-০ গোলে হারটাই নেইমারের ক্যারিয়ারে সবচেয়ে বড় হার। এর আগে দুইবারই তিনি ৪-০ গোলে হারের স্বাদ পেয়েছিলেন। ২০১১ সালে ক্লাব বিশ্বকাপে বার্সেলোনার বিপক্ষে হেরেছিলেন নেইমার। তখন তিনি খেলেছিলেন সান্তোসের হয়ে। ২০১৭ সালে বার্সার হয়ে চ্যাম্পিয়নস লিগে ফের ৪-০ গোলে হারের স্বাদ পেয়েছিলেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। এবার তাঁর প্রতিপক্ষ ছিল পিএসজি।
ক্যারিয়ারে সবচেয়ে বড় ব্যবধানে হারের দুঃখ ভোলা তো এত সহজ নয়। নেইমারের কণ্ঠেও বারবার ঝরেছে ৬-০ গোলে হারের তীব্র হাহাকার। ম্যাচ শেষে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড বলেন, ‘চরম লজ্জাজনক অনুভূতি এটা। এমনটা জীবনে কখনো হয়নি। দুর্ভাগ্যবশত ঘটল এবার। পুরো ব্যাপারটাই ছিল একেবারে জঘন্য।’
নেইমারের দল সান্তোসের বিপক্ষে আজ প্রথমার্ধে এক গোল দেয় ভাস্কো দা গামা। ১৮ মিনিটে গোলটি করেন ভাস্কো দা গামার ডিফেন্ডার লুকাস পিলটন। দ্বিতীয়ার্ধেই গোলের বন্যা বইয়ে দেয় দলটি। ভাস্কো দা গামার ৬ গোলের মধ্যে জোড়া গোল করেন ফিলিপ কুতিনহো। ৫৪ ও ৬২ মিনিটে তিনি গোল দুটি করেছেন। পিলটনের মতো একটি করে গোল করেন ডেভিড কোরেয়া দা ফনসেকা, রায়ান ও দানিলো নেভেস। ৬০ মিনিটে রায়ান গোল করেন পেনাল্টি থেকে।
৬-০ গোলের জয়ে অবনমন অঞ্চল থেকে ওপরে উঠে এসেছে ভাস্কো দা গামা। ১৮ ম্যাচে ৫ জয়, ৪ ড্র ও ৯ হারে ১৯ পয়েন্ট নিয়ে ১৬ নম্বরে এখন দলটি। তাদের ঠিক ওপরেই সান্তোস। নেইমারদের দলের পয়েন্ট ২১ পয়েন্ট। তারা খেলেছে ১৯ ম্যাচ।
সান্তোস গোলরক্ষক গ্যাব্রিয়েল ব্রাজাও আজ বেশ অসহায় হয়ে পড়লেন। ভাস্কো দা গামার আক্রমণ ঠেকানোর যে কোনো উপায়ই তাঁর জানা ছিল না। নেইমারের সান্তোস রীতিমতো নাকানিচুবানি খেয়েছে। বাজে হারের পর সান্তোসের কোচ ক্লেবার হাভিয়েরকে বরখাস্ত করা হয়েছে।
বাংলাদেশ সময় আজ সকালে ব্রাজিলিয়ান লিগ সিরি ‘আ’ তে মুখোমুখি হয়েছে সান্তোস-ভাস্কো দা গামা। মরুম্বিস স্টেডিয়ামে সান্তোসকে ৬-০ গোলে হারিয়েছে সান্তোস। লজ্জাজনক হারের কিছুক্ষণ পরই প্রধান কোচ হাভিয়েরকে বরখাস্ত করার কথা নিশ্চিত করেছে সান্তোস ক্লাব। এদিকে হারের পর নিজের আবেগ যেন সামলাতেই পারছিলেন না নেইমার। সতীর্থরা এসে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেও ব্রাজিল ফরোয়ার্ড তখনই কাঁদতে শুরু করলেন। ম্যাচ শেষে নেইমার বলেন, ‘আমি লজ্জিত। নিজেদের পারফরম্যান্সে বেশ হতাশ। সহিংসতা বাদ দিয়ে সমর্থকেরা প্রতিবাদ করতে পারবেন। গালি দেওয়া, অপমান করার অধিকারও তাঁদের আছে।’
ভাস্কো দা গামার কাছে ৬-০ গোলে হারটাই নেইমারের ক্যারিয়ারে সবচেয়ে বড় হার। এর আগে দুইবারই তিনি ৪-০ গোলে হারের স্বাদ পেয়েছিলেন। ২০১১ সালে ক্লাব বিশ্বকাপে বার্সেলোনার বিপক্ষে হেরেছিলেন নেইমার। তখন তিনি খেলেছিলেন সান্তোসের হয়ে। ২০১৭ সালে বার্সার হয়ে চ্যাম্পিয়নস লিগে ফের ৪-০ গোলে হারের স্বাদ পেয়েছিলেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। এবার তাঁর প্রতিপক্ষ ছিল পিএসজি।
ক্যারিয়ারে সবচেয়ে বড় ব্যবধানে হারের দুঃখ ভোলা তো এত সহজ নয়। নেইমারের কণ্ঠেও বারবার ঝরেছে ৬-০ গোলে হারের তীব্র হাহাকার। ম্যাচ শেষে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড বলেন, ‘চরম লজ্জাজনক অনুভূতি এটা। এমনটা জীবনে কখনো হয়নি। দুর্ভাগ্যবশত ঘটল এবার। পুরো ব্যাপারটাই ছিল একেবারে জঘন্য।’
নেইমারের দল সান্তোসের বিপক্ষে আজ প্রথমার্ধে এক গোল দেয় ভাস্কো দা গামা। ১৮ মিনিটে গোলটি করেন ভাস্কো দা গামার ডিফেন্ডার লুকাস পিলটন। দ্বিতীয়ার্ধেই গোলের বন্যা বইয়ে দেয় দলটি। ভাস্কো দা গামার ৬ গোলের মধ্যে জোড়া গোল করেন ফিলিপ কুতিনহো। ৫৪ ও ৬২ মিনিটে তিনি গোল দুটি করেছেন। পিলটনের মতো একটি করে গোল করেন ডেভিড কোরেয়া দা ফনসেকা, রায়ান ও দানিলো নেভেস। ৬০ মিনিটে রায়ান গোল করেন পেনাল্টি থেকে।
৬-০ গোলের জয়ে অবনমন অঞ্চল থেকে ওপরে উঠে এসেছে ভাস্কো দা গামা। ১৮ ম্যাচে ৫ জয়, ৪ ড্র ও ৯ হারে ১৯ পয়েন্ট নিয়ে ১৬ নম্বরে এখন দলটি। তাদের ঠিক ওপরেই সান্তোস। নেইমারদের দলের পয়েন্ট ২১ পয়েন্ট। তারা খেলেছে ১৯ ম্যাচ।
এক দিন বিরতির পর আজ মাঠে নামছে পাকিস্তান শাহিনস। ডারউইনে বাংলাদেশ সময় বেলা ২টা ৩০ মিনিটে শুরু হবে পাকিস্তান শাহিনস-মেলবোর্ন রেনেগেডস একাডেমি ম্যাচ। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস। ইংল্যান্ডের ‘দ্য হান্ড্রেড’-এরও ম্যাচ রয়েছে। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
১৩ মিনিট আগেডি বক্সের বেশ বাইরে থেকে ফ্রি-কিক পেলেন হুলিয়ান আলভারেজ। ডান পায়ে বাঁকানো এক শট নিলেন তিনি। এসপানিওলের ডিফেন্ডাররা তো বটেই। তাদের গোলরক্ষক মার্কো দিমিত্রোভিচ ডান দিকে ঝাঁপিয়েও বলের নাগাল পাননি। আলভারেজের বল জালে জড়াতেই উদযাপন শুরু আতলেতিকো মাদ্রিদের ফুটবলারদের।
৪১ মিনিট আগেএশিয়া কাপ, আইসিসি ইভেন্ট ছাড়া ভারত-পাকিস্তানের এখন মুখোমুখি হওয়ার কোনো সুযোগই নেই। সাম্প্রতিক পারফরম্যান্সে দুই দলের মধ্যে আকাশ-পাতাল তফাৎ। তবু দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ নিয়ে উত্তাপ না ছড়িয়ে কি পারে! মাঠে নামার আগেই দুই দলের ক্রিকেটারদের মধ্যে জমে ওঠে কথার লড়াই।
১ ঘণ্টা আগেমিরপুরে চলছে এশিয়া কাপ ও নেদারল্যান্ডস সিরিজ সামনে রেখে বাংলাদেশ দলের জোর প্রস্তুতি। গত তিন দিনে লিটনদের স্কিল ক্যাম্পে প্রধান কোচ ফিল সিমন্স ও পেস বোলিং কোচ শন টেইট তো ছিলেনই, গতকাল যোগ দিয়েছেন স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ।
২ ঘণ্টা আগে