
উয়েফা নেশনস লিগের নতুন মৌসুমের শুরুটা কী দাপটের সঙ্গে করল জার্মানি ও নেদারল্যান্ডস। প্রতিপক্ষ দলগুলোর সঙ্গে রীতিমতো ছেলেখেলা করল জার্মান-ডাচরা। গোলবন্যার দুই ম্যাচে দল দুটি ৫টি করে গোল দিয়েছে প্রতিপক্ষের জালে।
নেশনস লিগে গত রাতে জার্মানি-নেদারল্যান্ডস খেলেছে ভিন্ন দুই ম্যাচে। ফিলিপস স্টেডিয়ামে বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনাকে ৫-২ গোলে হারিয়েছে ডাচরা। বসনিয়া তো তাও ২ গোল শোধ করতে পেরেছে। মার্কার স্পাইল অ্যারেনায় হাঙ্গেরিকে সেই সুযোগটাও দেয়নি জার্মানি। ৫-০ গোলে জিতেছে জার্মানরা। সব মিলে যে ১০ গোল হয়েছে, গোল করেছেন ভিন্ন ১০ ফুটবলার। বল কুড়াতে কুড়াতেই সময় কেটে গেছে বসনিয়া ও হাঙ্গেরির গোলরক্ষকদের।
ফ্লোরিয়ান উইর্টজ, জামাল মুসিয়ালা, কাই হ্যাভার্টজের মতো তরুণদের নিয়ে গড়া জার্মানি গত রাতে খেলেছে দুর্দান্ত। তারুণ্যে ভরপুর জার্মানি নাচিয়ে ছেড়েছে হাঙ্গেরিকে। গোলের বন্যা শুরু হয় ২৭ মিনিটে নিকোলাস ফুলক্রুগের গোলে। অ্যাসিস্ট করেন মুসিয়ালা। ৫৭ মিনিটে এই মুসিয়ালাই করেন দলের দ্বিতীয় গোল। অ্যাসিস্ট করেন উইর্টজ।
উইর্টজ-মুসিয়ালা জুটি ৬৬ মিনিটে জার্মানিকে এনে দেয় তৃতীয় গোল। এবার উইর্টজকে গোল করতে সহায়তা করেন মুসিয়ালা। ৭৭ মিনিটে মুসিয়ালা গোল করিয়েছেন আলেক্সান্ডার প্যাভলোভিচ। যেখানে ৬০ মিনিটে প্যাভলোভিচ নামেন প্যাসকেল গ্রোবের বদলি হিসেবে। পঞ্চম গোল ৮১ মিনিটে পেনাল্টি থেকে করেন হ্যাভার্টজ।
ফিলিপস স্টেডিয়ামে ১৩ মিনিটেই শুরু হয়েছে ‘কমলা নাচন’। বসনিয়ার বিপক্ষে প্রথম গোলটি করেন ডাচ স্ট্রাইকার হোশুয়া জার্কজি। সমতায় ফিরতে খুব একটা সময় নেয়নি বসনিয়া। ২৭ মিনিটে সমতাসূচক গোল করেন বসনিয়ার স্ট্রাইকার এরমেদিন দেমিরোভিচ। এরপর প্রথমার্ধ শেষ হওয়ার আগে আগে অতিরিক্ত দ্বিতীয় মিনিটে ডাচদের এগিয়ে নেন টিজ্জানি রেন্ডার্স। ৫৬ মিনিটে ডাচদের তৃতীয় গোলটি এনে দেন কোডি গাকপো। ৭৩ মিনিটে বসনিয়ার এডিন জেকো ব্যবধান কমালেও কোনো লাভ হয়নি। শেষের দিকে ডাচদের আরও দুই গোল করেন ভাউট ওয়েগহোর্স্ট ও জাভি সিমন্স।
জার্মানি, নেদারল্যান্ডস—গোলবন্যায় ভাসিয়ে টুর্নামেন্ট শুরু করা দল দুটিই এরপর একে অপরের মুখোমুখি হবে। ইয়োহান ক্রুইফ অ্যারেনায় মঙ্গলবার মুখোমুখি হচ্ছে দল দুটি। জার্মানি-নেদারল্যান্ডস ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে।

উয়েফা নেশনস লিগের নতুন মৌসুমের শুরুটা কী দাপটের সঙ্গে করল জার্মানি ও নেদারল্যান্ডস। প্রতিপক্ষ দলগুলোর সঙ্গে রীতিমতো ছেলেখেলা করল জার্মান-ডাচরা। গোলবন্যার দুই ম্যাচে দল দুটি ৫টি করে গোল দিয়েছে প্রতিপক্ষের জালে।
নেশনস লিগে গত রাতে জার্মানি-নেদারল্যান্ডস খেলেছে ভিন্ন দুই ম্যাচে। ফিলিপস স্টেডিয়ামে বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনাকে ৫-২ গোলে হারিয়েছে ডাচরা। বসনিয়া তো তাও ২ গোল শোধ করতে পেরেছে। মার্কার স্পাইল অ্যারেনায় হাঙ্গেরিকে সেই সুযোগটাও দেয়নি জার্মানি। ৫-০ গোলে জিতেছে জার্মানরা। সব মিলে যে ১০ গোল হয়েছে, গোল করেছেন ভিন্ন ১০ ফুটবলার। বল কুড়াতে কুড়াতেই সময় কেটে গেছে বসনিয়া ও হাঙ্গেরির গোলরক্ষকদের।
ফ্লোরিয়ান উইর্টজ, জামাল মুসিয়ালা, কাই হ্যাভার্টজের মতো তরুণদের নিয়ে গড়া জার্মানি গত রাতে খেলেছে দুর্দান্ত। তারুণ্যে ভরপুর জার্মানি নাচিয়ে ছেড়েছে হাঙ্গেরিকে। গোলের বন্যা শুরু হয় ২৭ মিনিটে নিকোলাস ফুলক্রুগের গোলে। অ্যাসিস্ট করেন মুসিয়ালা। ৫৭ মিনিটে এই মুসিয়ালাই করেন দলের দ্বিতীয় গোল। অ্যাসিস্ট করেন উইর্টজ।
উইর্টজ-মুসিয়ালা জুটি ৬৬ মিনিটে জার্মানিকে এনে দেয় তৃতীয় গোল। এবার উইর্টজকে গোল করতে সহায়তা করেন মুসিয়ালা। ৭৭ মিনিটে মুসিয়ালা গোল করিয়েছেন আলেক্সান্ডার প্যাভলোভিচ। যেখানে ৬০ মিনিটে প্যাভলোভিচ নামেন প্যাসকেল গ্রোবের বদলি হিসেবে। পঞ্চম গোল ৮১ মিনিটে পেনাল্টি থেকে করেন হ্যাভার্টজ।
ফিলিপস স্টেডিয়ামে ১৩ মিনিটেই শুরু হয়েছে ‘কমলা নাচন’। বসনিয়ার বিপক্ষে প্রথম গোলটি করেন ডাচ স্ট্রাইকার হোশুয়া জার্কজি। সমতায় ফিরতে খুব একটা সময় নেয়নি বসনিয়া। ২৭ মিনিটে সমতাসূচক গোল করেন বসনিয়ার স্ট্রাইকার এরমেদিন দেমিরোভিচ। এরপর প্রথমার্ধ শেষ হওয়ার আগে আগে অতিরিক্ত দ্বিতীয় মিনিটে ডাচদের এগিয়ে নেন টিজ্জানি রেন্ডার্স। ৫৬ মিনিটে ডাচদের তৃতীয় গোলটি এনে দেন কোডি গাকপো। ৭৩ মিনিটে বসনিয়ার এডিন জেকো ব্যবধান কমালেও কোনো লাভ হয়নি। শেষের দিকে ডাচদের আরও দুই গোল করেন ভাউট ওয়েগহোর্স্ট ও জাভি সিমন্স।
জার্মানি, নেদারল্যান্ডস—গোলবন্যায় ভাসিয়ে টুর্নামেন্ট শুরু করা দল দুটিই এরপর একে অপরের মুখোমুখি হবে। ইয়োহান ক্রুইফ অ্যারেনায় মঙ্গলবার মুখোমুখি হচ্ছে দল দুটি। জার্মানি-নেদারল্যান্ডস ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে।

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে হারলেও দ্বিতীয়টিতে ঘুরে দাঁড়িয়েছে নিউজিল্যান্ড। রাজকোটে আজ ভারতের বিপক্ষে ৭ উইকেটের জয়ে সিরিজে ১-১ ব্যবধানে সমতা ফিরিয়েছে সফরকারীরা। ১১৭ বলে ১১ চার ও ২ ছক্কায় হার না মানা ১৩১ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন কিউই অলরাউন্ডার ড্যারিল মিচেল।
৪ ঘণ্টা আগে
কদিন আগে তামিম ইকবালকে ‘পরীক্ষিত ভারতীয় দালাল’ বলেছিলেন বিসিবি পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম। সেই বিতর্কিত মন্তব্যের রেশ না কাটতেই আবারও দৃশ্যপটে নাজমুল। আজ বিকেলে মিরপুরে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন বিসিবির অর্থ বিভাগের চেয়ারম্যান।
৫ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেললে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কোনো ক্ষতি হবে না, ক্রিকেটারদের কাছ থেকে কি আমরা টাকা ফেরত চাচ্ছি—বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম আজ খালেদা জিয়ার স্মরণে বিসিবিতে দোয়া মাহফিল শেষে বিকেলে সাংবাদিকদের এমন কথা বলেছিলেন।
৫ ঘণ্টা আগে
নায়ক হওয়ার সুবর্ণ সুযোগ ছিল রিশাদ হোসেনের সামনে। শেষ বলে ছক্কা মারলেই হোবার্ট হারিকেনস পেত রোমাঞ্চকর এক জয়। কিন্তু বোলিংয়ে মুগ্ধতা ছড়ানো রিশাদ ব্যাটিংয়ে সেটা করে দেখাতে পারেননি। শেষ পর্যন্ত ব্রিসবেন হিটের কাছে ৩ রানে হেরে গেছে হোবার্ট হারিকেনস।
৬ ঘণ্টা আগে