সতেরো বছর আগে আজকের দিনেই বার্সেলোনার হয়ে চ্যাম্পিয়নস লিগে নিজের প্রথম ম্যাচে খেলতে নেমেছিলেন লিওনেল মেসি। চ্যাম্পিয়নস লিগে অভিষেকের দিনে প্যারিস সেইন্ট জার্মেইয়ের জার্সিতে মেসি গড়লেন অনন্য এক কীর্তি। ঘরের মাঠ পার্ক দেস প্রিন্সেসে বেলজিয়ান ক্লাব ব্রুগার বিপক্ষে জোড়া গোল করে অফিশিয়াল গোলের হিসাবে কিংবদন্তি পেলেকে পেছনে ফেলেছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।
পেলে তাঁর ক্যারিয়ারে সব মিলিয়ে অফিশিয়াল গোল করেছিলেন ৭৫৭টি। অন্যদিকে গত রাতে ব্রুগার বিপক্ষে নামার আগে মেসির অফিশিয়াল গোলসংখ্যা ছিল ৭৫৬। ১ গোলে পিছিয়ে থাকা মেসি ম্যাচের ৩৮ মিনিটে প্রায় একক নৈপুণ্যে বল জালে জড়িয়ে ছুঁয়ে ফেলেন পেলেকে। পরে ৭৬ মিনিটে পেনাল্টিতে গোল করে ছাড়িয়ে যান তাঁকে।
ম্যাচে জোড়া গোল পেয়েছেন কিলিয়ান এমবাপ্পেও। এমবাপ্পের গোলেই শুরুর লিড পায় ফরাসি জায়ান্টরা। ২২ বছর বয়সি ফরাসি স্ট্রাইকার ৭ মিনিটের মধ্যে করেন ২ গোল। জোড়া গোল করে এমবাপ্পেও একটি রেকর্ড গড়েন এই ম্যাচে। সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে চ্যাম্পিয়ন লিগে ৩০ গোলের মাইলফলক স্পর্শ করেন।
মেসি-এমবাপ্পের রেকর্ডের দিনে বড় জয় পেয়েছে পিএসজি। ম্যাচের ৬৮ মিনিটে ব্রুগা ব্যবধান না কমালে ৪-০ গোলে জয় পেত পিএসজি। বেলজিয়ান সেন্টার মিডফিল্ডার মাটিস রিটা গোল ব্রুগার পক্ষে গোল করায় ৪-১ গোলের জয়েই খুশি থাকতে হয় মেসি-এম্বাপ্পেদের।
সতেরো বছর আগে আজকের দিনেই বার্সেলোনার হয়ে চ্যাম্পিয়নস লিগে নিজের প্রথম ম্যাচে খেলতে নেমেছিলেন লিওনেল মেসি। চ্যাম্পিয়নস লিগে অভিষেকের দিনে প্যারিস সেইন্ট জার্মেইয়ের জার্সিতে মেসি গড়লেন অনন্য এক কীর্তি। ঘরের মাঠ পার্ক দেস প্রিন্সেসে বেলজিয়ান ক্লাব ব্রুগার বিপক্ষে জোড়া গোল করে অফিশিয়াল গোলের হিসাবে কিংবদন্তি পেলেকে পেছনে ফেলেছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।
পেলে তাঁর ক্যারিয়ারে সব মিলিয়ে অফিশিয়াল গোল করেছিলেন ৭৫৭টি। অন্যদিকে গত রাতে ব্রুগার বিপক্ষে নামার আগে মেসির অফিশিয়াল গোলসংখ্যা ছিল ৭৫৬। ১ গোলে পিছিয়ে থাকা মেসি ম্যাচের ৩৮ মিনিটে প্রায় একক নৈপুণ্যে বল জালে জড়িয়ে ছুঁয়ে ফেলেন পেলেকে। পরে ৭৬ মিনিটে পেনাল্টিতে গোল করে ছাড়িয়ে যান তাঁকে।
ম্যাচে জোড়া গোল পেয়েছেন কিলিয়ান এমবাপ্পেও। এমবাপ্পের গোলেই শুরুর লিড পায় ফরাসি জায়ান্টরা। ২২ বছর বয়সি ফরাসি স্ট্রাইকার ৭ মিনিটের মধ্যে করেন ২ গোল। জোড়া গোল করে এমবাপ্পেও একটি রেকর্ড গড়েন এই ম্যাচে। সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে চ্যাম্পিয়ন লিগে ৩০ গোলের মাইলফলক স্পর্শ করেন।
মেসি-এমবাপ্পের রেকর্ডের দিনে বড় জয় পেয়েছে পিএসজি। ম্যাচের ৬৮ মিনিটে ব্রুগা ব্যবধান না কমালে ৪-০ গোলে জয় পেত পিএসজি। বেলজিয়ান সেন্টার মিডফিল্ডার মাটিস রিটা গোল ব্রুগার পক্ষে গোল করায় ৪-১ গোলের জয়েই খুশি থাকতে হয় মেসি-এম্বাপ্পেদের।
ভারত ম্যাচের আগ দিয়ে উন্মোচন হয়েছিল বাংলাদেশে অ্যাওয়ে জার্সি। আগামী ১০ জুন এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে লড়বে বাংলাদেশ। ম্যাচটি হবে ঢাকার জাতীয় স্টেডিয়ামে। তাই হোম জার্সি কেমন হবে সেটাই ছিল দেখার অপেক্ষা। আজ নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে সাদা রংয়ের হোম জার্সি উন্মোচন করল বাফুফের...
৪৪ মিনিট আগেআরামবাগ ক্রীড়া সংঘের নামের পাশে লেপ্টে আছে। ম্যাচ পাতানোর দায়ে ২০২১ সালে দুই বছর নিষিদ্ধ হয়েছিল ক্লাবটি। যদিও সেই নিষেধাজ্ঞার মেয়াদ কমে আসে এক বছরে। কিন্তু ফুটবলে ফিরতে গত বছর পর্যন্ত অপেক্ষা। সিনিয়র ডিভিশন লিগ ও চ্যাম্পিয়নশিপ লিগ মারিয়ে এসে চার বছর পর প্রিমিয়ার লিগের দরজা খুলল তারা।
২ ঘণ্টা আগেজাতীয় দলের নতুন পেস বোলিং কোচ শন টেইটকে ঘিরে আশাবাদী তাসকিন আহমেদ। অস্ট্রেলিয়ার সাবেক এই পেসারকে পেস বোলিং কোচ হিসেবে পাওয়াটাকে ইতিবাচক দৃষ্টিতেই দেখছেন তিনি। মিরপুরে আজ নিজের পুনর্বাসন সেশন শেষে সংবাদমাধ্যমকে তাসকিন বলেন, ‘আশা করছি টেইট আসায় ভালো কিছু হবে।
৩ ঘণ্টা আগেপ্রাইজমানি বেড়েছে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্রে। ২৪ লাখ মার্কিন ডলার থেকে এবার প্রাইজমানি বেড়ে দাঁড়িয়েছে ৫৭ লাখ ৬০ হাজার ডলার। অর্থাৎ দ্বিগুণেরও বেশি বেড়ে দাঁড়িয়েছে প্রাইজমানি। আর তাতে বাংলাদেশ দলেরও প্রাপ্য টাকা বেড়েছে।
৩ ঘণ্টা আগে