এএফসি কাপে বসুন্ধরা কিংসের শুরুটা হয়েছে দারুণ। মালদ্বীপের চ্যাম্পিয়ন মাজিয়া স্পোর্টসের বিপক্ষে জয় পাওয়া বাংলাদেশ চ্যাম্পিয়নরা আগামীকাল এটিকে মোহনবাগানের বিপক্ষে জয় পেলে ইন্টার জোনাল সেমিফাইনালের পথে এগিয়ে থাকবে এক ধাপ।
‘ডি’ গ্রুপ থেকে পরের পর্ব নিশ্চিত করতে মোহনবাগানের বিপক্ষে সল্টলেকে আগামীকালের ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ বসুন্ধরার জন্য। আগের মৌসুমে এই মোহনবাগানের সঙ্গে ড্র করেই ইন্টার জোনাল সেমিফাইনালে খেলা হয়নি বসুন্ধরার। প্রতিশোধের ম্যাচের আগে প্রতিপক্ষ শিবির থেকে সুসংবাদ পাচ্ছে অস্কার ব্রুজোনের দল। চোটে পুরো মৌসুমের জন্য ছিটকে গেছেন স্প্যানিশ ডিফেন্ডার তিরি।
গ্রুপপর্বের প্রথম ম্যাচে স্বদেশি গোকুলম কেরালার ৪-২ গোলে হেরে কোণঠাসা মোহনবাগান। সেই ম্যাচের প্রথমার্ধে চোট পেয়ে মাঠ ছাড়েন তিরি। স্প্যানিশ ডিফেন্ডার উঠে যেতেই রক্ষণে বিশাল ফোকর তৈরি হয়েছিল মোহনবাগানের। সেই ফাঁক গলেই চারবার বল জালে জড়িয়েছে কেরালা। কেরালার মতো সুযোগটাকে কাজে লাগাতে পারলে জয়ের সুযোগ থাকছে বসুন্ধরার সামনেও।
শুধু তিরিই নন, চোটের কারণে বসুন্ধরার ম্যাচে মাঠে নামতে পারছেন একই দলের ফরাসি অ্যাটাকিং মিডফিল্ডার হুগো বুমোস। প্লে-অফে আবাহনীকে বেশ যন্ত্রণায় ফেলা এই ফুটবলারের না থাকাটা বসুন্ধরার জন্য বড় রকমের স্বস্তির কারণ হতে পারে। চোটে আগেই ছিটকে গেছেন মোহনবাগানের ভারতীয় ডিফেন্ডার সন্দেশ জিঙ্ঘান।
সব মিলিয়ে মোহনবাগানের দলে এখন চার বিদেশি ফুটবলার। উল্টোপিঠে গতকাল বসুন্ধরার স্কোয়াডে যোগ দিয়েছেন নাইজেরিয়ান অ্যাটাকিং মিডফিল্ডার চিনেদু ম্যাথিউ। প্রতিপক্ষের অস্বস্তিকে কাজে লাগাতে পারলেই পরের পর্বের ওঠার লড়াইয়ে এগিয়ে থাকবে বসুন্ধরা।
এএফসি কাপে বসুন্ধরা কিংসের শুরুটা হয়েছে দারুণ। মালদ্বীপের চ্যাম্পিয়ন মাজিয়া স্পোর্টসের বিপক্ষে জয় পাওয়া বাংলাদেশ চ্যাম্পিয়নরা আগামীকাল এটিকে মোহনবাগানের বিপক্ষে জয় পেলে ইন্টার জোনাল সেমিফাইনালের পথে এগিয়ে থাকবে এক ধাপ।
‘ডি’ গ্রুপ থেকে পরের পর্ব নিশ্চিত করতে মোহনবাগানের বিপক্ষে সল্টলেকে আগামীকালের ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ বসুন্ধরার জন্য। আগের মৌসুমে এই মোহনবাগানের সঙ্গে ড্র করেই ইন্টার জোনাল সেমিফাইনালে খেলা হয়নি বসুন্ধরার। প্রতিশোধের ম্যাচের আগে প্রতিপক্ষ শিবির থেকে সুসংবাদ পাচ্ছে অস্কার ব্রুজোনের দল। চোটে পুরো মৌসুমের জন্য ছিটকে গেছেন স্প্যানিশ ডিফেন্ডার তিরি।
গ্রুপপর্বের প্রথম ম্যাচে স্বদেশি গোকুলম কেরালার ৪-২ গোলে হেরে কোণঠাসা মোহনবাগান। সেই ম্যাচের প্রথমার্ধে চোট পেয়ে মাঠ ছাড়েন তিরি। স্প্যানিশ ডিফেন্ডার উঠে যেতেই রক্ষণে বিশাল ফোকর তৈরি হয়েছিল মোহনবাগানের। সেই ফাঁক গলেই চারবার বল জালে জড়িয়েছে কেরালা। কেরালার মতো সুযোগটাকে কাজে লাগাতে পারলে জয়ের সুযোগ থাকছে বসুন্ধরার সামনেও।
শুধু তিরিই নন, চোটের কারণে বসুন্ধরার ম্যাচে মাঠে নামতে পারছেন একই দলের ফরাসি অ্যাটাকিং মিডফিল্ডার হুগো বুমোস। প্লে-অফে আবাহনীকে বেশ যন্ত্রণায় ফেলা এই ফুটবলারের না থাকাটা বসুন্ধরার জন্য বড় রকমের স্বস্তির কারণ হতে পারে। চোটে আগেই ছিটকে গেছেন মোহনবাগানের ভারতীয় ডিফেন্ডার সন্দেশ জিঙ্ঘান।
সব মিলিয়ে মোহনবাগানের দলে এখন চার বিদেশি ফুটবলার। উল্টোপিঠে গতকাল বসুন্ধরার স্কোয়াডে যোগ দিয়েছেন নাইজেরিয়ান অ্যাটাকিং মিডফিল্ডার চিনেদু ম্যাথিউ। প্রতিপক্ষের অস্বস্তিকে কাজে লাগাতে পারলেই পরের পর্বের ওঠার লড়াইয়ে এগিয়ে থাকবে বসুন্ধরা।
দুবাইয়ে গত রাতে বাংলাদেশ-পাকিস্তান সুপার ফোরের ম্যাচে ছিল না কোনো জটিল সমীকরণের খেলা। অলিখিত সেমিফাইনালের বাধা যে টপকতে পারবে, সেই দল কাটবে ফাইনালের টিকিট। বাংলাদেশ সেখানে নিজেদের হাতে থাকা ম্যাচ ফস্কেছে বলে মনে করেন ওয়াসিম আকরাম।
২৩ মিনিট আগেজয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্যটা কি খুব বড় ছিল? মোটেও না। কিন্তু মাঝারি মানের এই লক্ষ্যতাড়ায় শুরু থেকেই বাংলাদেশের ব্যাটাররা যে অস্থিরতা দেখালেন, স্ট্যাম্পের বাইরের বল চেজ করে খেলতে গিয়ে আত্মাহুতি দিলেন নিজেদের, তাতে ম্যাচটি যাঁরা দেখেছেন তাঁদের উপলব্ধি এটাই—এই দলের শেখার এখনো অনেক বাকি!
১০ ঘণ্টা আগেরাজস্থান রয়্যালসের প্রধান কোচের ভূমিকায় এর আগেও ছিলেন কুমার সাঙ্গাকারা। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটিতে পুরোনো দায়িত্বে ফিরছেন শ্রীলঙ্কার এই কিংবদন্তি ক্রিকেটার। এমনটাই জানিয়েছে ভারতের ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
১১ ঘণ্টা আগেআগের দিন বাংলাদেশকে হারিয়ে ফাইনালে নাম লেখায় ভারত। তাই আজ বাংলাদেশ-পাকিস্তানের সুপার ফোরের লড়াইটি হয়ে দাঁড়ায় এশিয়া কাপের অলিখিত সেমিফাইনাল। যে দল জিতবে সে দলই নাম লেখাবে ফাইনাল।
১২ ঘণ্টা আগে