আন্তর্জাতিক বিরতির পর আবার ফিরছে ক্লাব ফুটবলের ব্যস্ততা। গত রাতে মাঠে নেমে হোঁচট খেতে বসেছিল প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। যদিও শেষ পর্যন্ত ঘুরে দাঁড়িয়ে অঁজের বিপক্ষে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে ফরাসি জায়ান্টরা।
বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ শেষে গত রাতে দলের সঙ্গে যোগ দিলেও মাঠে নামেননি লিওনেল মেসি আর নেইমার। দুই তারকাকে ছাড়াই পিএসজির জয়ের নায়ক কিলিয়ান এমবাপ্পে। নিজে এক গোল করেছেন, আরেকটি করিয়েছেন।
শুরু থেকে অবশ্য আধিপত্য দেখিয়েছে পিএসজি। একের পর এক আক্রমণে কোণঠাসা করে তুলেছিল অঁজের রক্ষণ। তবে দারুণ এক পাল্টা আক্রমণ থেকে ম্যাচে প্রথম এগিয়ে যায় অঁজে। ৩৬ মিনিটের সময় বাঁ পায়ের দারুণ এক শটে পোস্টে বল পাঠান ফুলগিনি। চেষ্টা করেও বল ঠেকাতে পারেননি পিএসজি গোলরক্ষক দোন্নারুম্মা।
এক গোলে পিছিয়ে থাকায় দ্বিতীয়ার্ধে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে পিএসজি। ৬৮ মিনিটে এমবাপ্পের ক্রস থেকে হেডে ফরাসি জায়ান্টদের সমতায় ফেরান পর্তুগিজ মিডফিল্ডার পেরেইরা। জয়সূচক দ্বিতীয় গোলটি আসে ম্যাচের অন্তিম মুহূর্তে। ৮৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করে লিগ ওয়ানে চার ম্যাচ পর জালের দেখা পেলেন এমবাপ্পে।
১০ ম্যাচে ৯ জয়ে ২৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে পিএসজি। এক ম্যাচ কম খেলা লঁস ১৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে। চ্যাম্পিয়নস লিগে আগামী মঙ্গলবার লাইপজিগের মুখোমুখি হবে পিএসজি।
আন্তর্জাতিক বিরতির পর আবার ফিরছে ক্লাব ফুটবলের ব্যস্ততা। গত রাতে মাঠে নেমে হোঁচট খেতে বসেছিল প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। যদিও শেষ পর্যন্ত ঘুরে দাঁড়িয়ে অঁজের বিপক্ষে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে ফরাসি জায়ান্টরা।
বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ শেষে গত রাতে দলের সঙ্গে যোগ দিলেও মাঠে নামেননি লিওনেল মেসি আর নেইমার। দুই তারকাকে ছাড়াই পিএসজির জয়ের নায়ক কিলিয়ান এমবাপ্পে। নিজে এক গোল করেছেন, আরেকটি করিয়েছেন।
শুরু থেকে অবশ্য আধিপত্য দেখিয়েছে পিএসজি। একের পর এক আক্রমণে কোণঠাসা করে তুলেছিল অঁজের রক্ষণ। তবে দারুণ এক পাল্টা আক্রমণ থেকে ম্যাচে প্রথম এগিয়ে যায় অঁজে। ৩৬ মিনিটের সময় বাঁ পায়ের দারুণ এক শটে পোস্টে বল পাঠান ফুলগিনি। চেষ্টা করেও বল ঠেকাতে পারেননি পিএসজি গোলরক্ষক দোন্নারুম্মা।
এক গোলে পিছিয়ে থাকায় দ্বিতীয়ার্ধে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে পিএসজি। ৬৮ মিনিটে এমবাপ্পের ক্রস থেকে হেডে ফরাসি জায়ান্টদের সমতায় ফেরান পর্তুগিজ মিডফিল্ডার পেরেইরা। জয়সূচক দ্বিতীয় গোলটি আসে ম্যাচের অন্তিম মুহূর্তে। ৮৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করে লিগ ওয়ানে চার ম্যাচ পর জালের দেখা পেলেন এমবাপ্পে।
১০ ম্যাচে ৯ জয়ে ২৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে পিএসজি। এক ম্যাচ কম খেলা লঁস ১৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে। চ্যাম্পিয়নস লিগে আগামী মঙ্গলবার লাইপজিগের মুখোমুখি হবে পিএসজি।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার রান তাড়া করে জয়ের রেকর্ড ছিল ১৫৮। ২০০৯ সালে ব্রিসবেনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এবং ২০২২ সালে পার্থে শ্রীলঙ্কার বিপক্ষে এই রান তাড়া করে জিতেছিল অস্ট্রেলিয়া। সেই রেকর্ড ভেঙে গতকাল কেয়ার্নসে নতুন রেকর্ড গড়ল অস্ট্রেলিয়া।
১২ ঘণ্টা আগেপাকিস্তান শাহিনসের কাছে বাজেভাবে হেরে অস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছিল বাংলাদেশ ‘এ’। তবে দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। আজ ডারউইনে নেপাল জাতীয় দলকে হারিয়েছে ৩২ রানে।
১৪ ঘণ্টা আগেআসছে অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতে সাদা বলের সিরিজ খেলবে বাংলাদেশ। ৩টি টি-টোয়েন্টি ও সমান ম্যাচের একটি ওয়ানডে সিরিজের সূচিও গতকাল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।
১৫ ঘণ্টা আগেএএফসি চ্যাম্পিয়নস লিগে একই গ্রুপে পড়েছে ভারতীয় ক্লাব এফসি গোয়া ও সৌদি ক্লাব আল নাসর। সব ঠিক থাকলে ভারতে আসছেন ক্রিস্টিয়ানো রোনালদো। সেজন্য ম্যাচটি রূপ নিয়েছে ঐতিহাসিকে। এফসি গোয়ার প্রধান নির্বাহী রবি পুষ্কুরের কাছে তা জীবনে একবার আসার মতো মুহূর্ত।
১৬ ঘণ্টা আগে