Ajker Patrika

রোনালদোকে পিএসজির দরকার নেই

আপডেট : ১৩ জুলাই ২০২২, ১৪: ৫৬
রোনালদোকে পিএসজির দরকার নেই

চ্যাম্পিয়নস লিগ খেলার আশায় বুঁদ হয়ে আছেন ক্রিস্টিয়ানো রোনালদো। সে কারণে ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার ইচ্ছে অনেক আগেই জানিয়ে দিয়েছেন তিনি। 

রোনালদোর সবুজ সংকেত পেয়েই তাঁর জন্য নতুন ক্লাব খোঁজা শুরু করে দেন হোর্হে মেন্দেস। মিনো রাইওলার মৃত্যুর পর ‘নতুন সুপার এজেন্ট’ তকমা পাওয়া মেন্দেস সর্বশেষ প্রস্তাব নিয়ে গিয়েছিলেন প্যারিস সেন্ট জার্মেইয়ে (পিএসজি)। কিন্তু তাঁর প্রস্তাব ফিরিয়ে দিয়েছে ফরাসি চ্যাম্পিয়নরা। 

পিএসজি সভাপতি নাসের আল খেলাইফি ও নতুন ক্রীড়া পরিচালক লুইস কাম্পোসের সঙ্গে মেন্দেস দেখা করতে গেলে তাঁরা সাফ জানিয়ে দেন, এই মুহূর্তে রোনালদোকে পিএসজির দরকার নেই। উচ্চ বেতনভোগী কোনো খেলোয়াড়কে কেনা তাদের পক্ষে সম্ভব নয় বলেও জানায় ক্লাব কর্তৃপক্ষ। 

রোনালদোকে না কেনার পেছনে পিএসজির নতুন কোচ ক্রিস্তফ গালতিয়ের চাওয়াও কাজ করেছে। লিওনেল মেসি, নেইমার জুনিয়র ও কিলিয়ান এমবাপ্পেকে দিয়েই নতুন মৌসুমে আক্রমণভাগ সাজাচ্ছেন গালতিয়ে। ত্রিফলার কোনো একজনকে বসিয়ে রোনালদোকে খেলানোর কোনো যৌক্তিকতা খুঁজে পাচ্ছিলেন না তিনি। 

তা ছাড়া মেসিও কদিন আগে নাকি পিএসজি কর্তৃপক্ষকে জানিয়েছেন, রোনালদো এলে ক্লাব ছেড়ে চলে যাবেন তিনি। 

পিএসজিই রোনালদোকে ‘না’ বলে দেওয়া প্রথম ক্লাব নয়। এর আগে বায়ার্ন মিউনিখও তাঁর প্রস্তাব নাকচ করে দিয়েছে। চেলসিতে যাওয়ার জোর গুঞ্জন উঠলেও দলটির কোচ থমাস টুখেলও এরই মধ্যে পর্তুগিজ ফরোয়ার্ডকে নিয়ে নিজের অনাগ্রহের কথা জানিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাস্তি পাচ্ছেন বিটিআরসির মহাপরিচালকসহ ৩০ জনের বেশি কর্মকর্তা

ভূমি অফিসের কাণ্ড: এসি ল্যান্ড দপ্তরের নামে দেড় কোটি টাকা আদায়

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

বরখাস্ত সৈনিককে অস্ত্র দিয়েছেন বিএনপি নেতা, অডিও নিয়ে তোলপাড়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত