Ajker Patrika

যে রেকর্ডে পেলেকে ছাড়িয়ে গেলেন এমবাপ্পে 

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২২, ১৭: ২২
যে রেকর্ডে পেলেকে ছাড়িয়ে গেলেন এমবাপ্পে 

কাতার বিশ্বকাপে দারুণ ছন্দে আছেন কিলিয়ান এমবাপ্পে। নিজে গোল করছেন আর সতীর্থদের দিয়েও গোল করিয়ে নিচ্ছেন ফ্রান্সের এই ফুটবলার। গতকাল আল থুমামা স্টেডিয়ামে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে জোড়া গোল করলেন এমবাপ্পে। তাতে ফরাসি এই ফুটবলার এক রেকর্ডে ছাড়িয়ে গেলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলেকে।

পোল্যান্ডের বিপক্ষে গতকাল নিজের প্রথম গোলটি এমবাপ্পে পেয়েছেন দ্বিতীয়ার্ধে। প্রতি আক্রমণ থেকে ৭৪ মিনিটে উসমান দেম্বেলের পাস খুজে পায় বক্সের কোণায় দাঁড়িয়ে থাকা এমবাপ্পেকে। ডান পায়ে দুর্দান্ত এক শটে পোল্যান্ড গোলরক্ষক ভয়চেক সেজনিকে বোকা বানিয়ে লক্ষ্যভেদ করেন এমবাপ্পে।

অতিরিক্ত সময়ে নিজের দ্বিতীয় গোল করেন ফরাসি এই তারকা ফুটবলার। মার্কাস থুরামের অ্যাসিস্টে দারুণ শটে এবার গোল করেন এমবাপ্পে। তাতে দুই বিশ্বকাপ মিলিয়ে ১১ ম্যাচে ফরাসি ফরোয়ার্ডের গোল এখন ৯ টি। ২৩ বছর ৩৪৯ দিন বয়সে বিশ্বকাপে ৯ গোল করেন এমবাপ্পে। ১৯৬৬ বিশ্বকাপে পেলে যখন ৮ গোল করেন, তখন পেলের বয়স ২৬ বছর।

ফ্রান্সের হয়ে এখন পর্যন্ত ৬৩ ম্যাচ খেলেছেন এমবাপ্পে। গোল করেছেন ৩৩ এবং অ্যাসিস্ট করেছেন ২৩ গোলে। বিশ্বকাপে ১১ ম্যাচে ৯ গোলের পাশাপাশি অ্যাসিস্ট করেছেন ৩ গোলে। যেখানে এবারের বিশ্বকাপে ৫ গোল করে গোল্ডেন বুটের দৌঁড়ে তিনি আছেন শীর্ষে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

‘তুমি ঘুমাও কীভাবে’, সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের বিস্ময়

বিদায় বিশ্বের দরিদ্রতম প্রেসিডেন্ট

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত