Ajker Patrika

রোনালদোর গোলের রেকর্ড ভেঙে শীর্ষে মেসি

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৩, ১৪: ৫৪
রোনালদোর গোলের রেকর্ড ভেঙে শীর্ষে মেসি

ফুটবলে আর কোনো কিছু পাওয়ার অপূর্ণতা নেই লিওনেল মেসির। যা ছিল, সেটিও পেয়েছেন কাতার বিশ্বকাপের ১৮ ডিসেম্বরের ফাইনালে। এখন শুধু নিজেকে ও অন্যদের রেকর্ড ছাড়িয়ে যাওয়ার পালা।

সেই কাজটা ইতিমধ্যে শুরু করে দিয়েছেন মেসি। গতকাল মঁপিয়েলের বিপক্ষে ১ গোল করে ছাড়িয়ে গেলেন ক্রিস্টিয়ানো রোনালদোকে। ইউরোপের শীর্ষ পাঁচ লিগে চিরপ্রতিদ্বন্দ্বীর করা সর্বোচ্চ গোলের রেকর্ড ভেঙে দিয়েছেন খুদে জাদুকর। গতকালের ম্যাচ খেলতে নামার আগে ৬৯৬ গোল নিয়ে পর্তুগিজ তারকার সঙ্গে একই বিন্দুতে ছিলেন আর্জেন্টাইন সুপারস্টার।

এখন ৬৯৭ গোল নিয়ে সবার শীর্ষে মেসি। গোলের এই রেকর্ড যে আরো বাড়বে, তা বলার অপেক্ষা রাখে না। এখনো প্রায় অর্ধেক মৌসুম বাকি। মেসির বাড়লেও গোল বাড়ানোর সুযোগ পাচ্ছেন না রোনালদো। 

সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগ দেওয়ায় ইউরোপ অধ্যায় শেষ হয়েছে রোনালদোর। তবে মিরাকল কিছু ঘটলে সুযোগ পেতে পারেন তিনি। আর সেই মিরাকলটি হচ্ছে নিউক্যাসল, যদি আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে সুযোগ পায়। কেননা, তাঁর ক্লাবের মালিকই হচ্ছেন প্রিমিয়ার লিগের দলটির মালিক। তবে সেটিও অনেক যদি-কিন্তুর হিসাবের ওপর নির্ভর করবে। 

৬৯৭ গোলের মধ্যে বার্সেলোনার হয়ে ৬৭২ গোল করেছেন মেসি। আর বাকি ২৫ গোল হচ্ছে পিএসজির হয়ে। অন্যদিকে রোনালদোর করা ৬৯৬ গোল হচ্ছে রিয়াল মাদ্রিদের হয়ে ৪৫০, ম্যানচেস্টার ইউনাইটেডের ১৪৫ ও জুভেন্টাসের ১০১ গোলের সমষ্টি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাহজালালে তৃতীয় টার্মিনাল চালুতে বাধা, রাজস্ব ভাগাভাগি নিয়ে টানাপোড়েন

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

ঝুঁকিপূর্ণ সম্পদ নিয়ে হাবুডুবু খাচ্ছে এবি ব্যাংক

রাশিয়া খুবই বড় শক্তি, চুক্তি ছাড়া ইউক্রেনের কোনো গতি নেই: ট্রাম্প

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত