ক্লাব ক্যারিয়ারে বার্সেলোনার ১০ নম্বর জার্সিটি অনন্য উচ্চতায় নিয়ে গেছেন লিওনেল মেসি। মেসি বার্সা ছাড়ার পর স্বাভাবিকভাবেই তাই প্রশ্ন উঠছে কার গায়ে উঠবে এই আইকোনিক জার্সি?
২০০৮ সালে ন্যু ক্যাম্প থেকে রোনালদিনহোর বিদায়ের পর ১০ নম্বর জার্সিটি ওঠে মেসির গায়ে। এরপর গত এক দশকের বেশি সময় ধরে বার্সার ১০ নম্বর জার্সির ভার বয়েছেন মেসি। এই সময়ে ১০ নম্বর জার্সি গায়ে জড়িয়ে বার্সাকে একের পর এক শিরোপা জিতিয়েছেন। নিজেও ভেসেছেন অসংখ্য ব্যক্তিগত সাফল্যে। ১০ নম্বর জার্সির সঙ্গে মেসি এতটাই মিশে গিয়েছিলেন যে জার্সি নম্বরের সঙ্গে মিলিয়ে তাঁকে ডাকা হতো ‘এলএম টেন’ নামে।
বার্সেলোনা থেকে মেসির বিদায়ের পর এখন পর্যন্ত ১০ নম্বর জার্সিটি কাউকে দেয়নি ক্লাবটি। জুভেন্টাসের বিপক্ষে হুয়ান গাম্পার ট্রফিতেও ১০ নম্বর জার্সিটি পরতে কাউকে দেখা যায়নি। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার প্রতিবেদন বলছে, ধারণা করা হচ্ছে পুরো মৌসুমেই ১০ নম্বর জার্সি ছাড়াই খেলতে পারে বার্সেলোনা।
বার্সেলোনায় মেসির সময়ের আগ পর্যন্ত ১০ নম্বর জার্সি পরেছেন একাধিকজন। স্প্যানিশ ক্লাবটিতে গত ২৬ বছরে ১০ নম্বর জার্সি পরেছেন সাতজন। অ্যাঞ্জেল কুয়েলার (১৯৯৫-৯৬), জিওভান্নি (১৯৯৬-৯৭), জারি লিটমানেন (১৯৯৯-২০০০), রিভালদো (২০০০-২০০২), হুয়ান রিকুয়েলমে (২০০২-২০০৩), রোনালদিনহো (২০০৩-২০০৮) আর সর্বশেষ মেসি ১০ নম্বর জার্সি পরেছেন (২০০৮-২০২১)।
ক্লাব ক্যারিয়ারে বার্সেলোনার ১০ নম্বর জার্সিটি অনন্য উচ্চতায় নিয়ে গেছেন লিওনেল মেসি। মেসি বার্সা ছাড়ার পর স্বাভাবিকভাবেই তাই প্রশ্ন উঠছে কার গায়ে উঠবে এই আইকোনিক জার্সি?
২০০৮ সালে ন্যু ক্যাম্প থেকে রোনালদিনহোর বিদায়ের পর ১০ নম্বর জার্সিটি ওঠে মেসির গায়ে। এরপর গত এক দশকের বেশি সময় ধরে বার্সার ১০ নম্বর জার্সির ভার বয়েছেন মেসি। এই সময়ে ১০ নম্বর জার্সি গায়ে জড়িয়ে বার্সাকে একের পর এক শিরোপা জিতিয়েছেন। নিজেও ভেসেছেন অসংখ্য ব্যক্তিগত সাফল্যে। ১০ নম্বর জার্সির সঙ্গে মেসি এতটাই মিশে গিয়েছিলেন যে জার্সি নম্বরের সঙ্গে মিলিয়ে তাঁকে ডাকা হতো ‘এলএম টেন’ নামে।
বার্সেলোনা থেকে মেসির বিদায়ের পর এখন পর্যন্ত ১০ নম্বর জার্সিটি কাউকে দেয়নি ক্লাবটি। জুভেন্টাসের বিপক্ষে হুয়ান গাম্পার ট্রফিতেও ১০ নম্বর জার্সিটি পরতে কাউকে দেখা যায়নি। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার প্রতিবেদন বলছে, ধারণা করা হচ্ছে পুরো মৌসুমেই ১০ নম্বর জার্সি ছাড়াই খেলতে পারে বার্সেলোনা।
বার্সেলোনায় মেসির সময়ের আগ পর্যন্ত ১০ নম্বর জার্সি পরেছেন একাধিকজন। স্প্যানিশ ক্লাবটিতে গত ২৬ বছরে ১০ নম্বর জার্সি পরেছেন সাতজন। অ্যাঞ্জেল কুয়েলার (১৯৯৫-৯৬), জিওভান্নি (১৯৯৬-৯৭), জারি লিটমানেন (১৯৯৯-২০০০), রিভালদো (২০০০-২০০২), হুয়ান রিকুয়েলমে (২০০২-২০০৩), রোনালদিনহো (২০০৩-২০০৮) আর সর্বশেষ মেসি ১০ নম্বর জার্সি পরেছেন (২০০৮-২০২১)।
পেশাদার কারিয়ারে সবচেয়ে বেশি ফুটবল ম্যাচ খেলার রেকর্ড কার? এই প্রশ্নে এখন নাম নিতে হবে ব্রাজিলের অভিজ্ঞ গোলরক্ষক ফ্যাবিওর। ৪৪ বছর বয়সী এই খেলোয়াড় সবচেয়ে বেশি ১ হাজার ৩৯১টি ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন। এই রেকর্ডে তিনি পেছনে ফেলেছেন ইংল্যান্ডের কিংবদন্তি গোলকিপার পিটার শিলটনকে।
১০ ঘণ্টা আগেএপ্রিলে এএইচএফ কাপে ছিলেন দলের অধিনায়ক। অথচ হকি এশিয়া কাপের দলে সুযোগ পাননি পুষ্কর খীসা মিমো। শুধু তা-ই নয়, বাদ পড়েছেন মঈনুল ইসলাম কৌশিক ও নাঈম উদ্দিন। মিমোর দাবি, সিনিয়রদের পূর্বপরিকল্পিতভাবে বাদ দেওয়া হয়েছে। দল নির্বাচনে হকি ফেডারেশনে গতকাল বাগ্বিতণ্ডাও হয়েছে খেলোয়াড় ও কর্মকর্তাদের মধ্যে।
১০ ঘণ্টা আগেদারুণ জয়ে সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ শুরু করেছে বাংলাদেশ। স্বাগতিক ভুটানকে আজ ৩-১ গোলে হারিয়েছে অর্পিতা বিশ্বাসের দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন আলপি আক্তার।
১২ ঘণ্টা আগেবিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের নেওয়া ‘শেয়ার অ্যান্ড কেয়ার’ উদ্যোগের প্রশংসায় করছেন মুশফিকুর রহিম। কিন্তু এই উদ্যোগের ভালো দিকগুলো যত দিন না বাস্তবায়ন করা হবে, তত দিন কোনো ফল আসবে না বলে মনে করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক।
১৩ ঘণ্টা আগে