Ajker Patrika

মেসি-নেইমার-এমবাপ্পের গোলে পিএসজির বড় জয়

আপডেট : ০৪ এপ্রিল ২০২২, ১১: ২৫
মেসি-নেইমার-এমবাপ্পের গোলে পিএসজির বড় জয়

কিলিয়ান এমবাপ্পের ঝড়ে উড়ে গেল লরিয়েঁ। ম্যাচে গোল পেয়েছেন লিওনেল মেসি ও নেইমারও। এই প্রথম একই ম্যাচে গোল পেলেন এই ত্রয়ী। এই ত্রয়ীর দুর্দান্ত পারফরম্যান্সে গতরাতে লিগ ওয়ানে লরিয়েঁর বিপক্ষে ৫-১ গোলের বড় ব্যবধানে জিতেছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। দুটি করে গোল করেন এমবাপ্পে আর নেইমার। অন্যটি এসেছে মেসির পা থেকে। 

পয়েন্ট তালিকার ১৬ নম্বরে থাকা লরিয়েঁর বিপক্ষে গত ডিসেম্বরে ১-১ ড্র করেছিল পিএসজি। এবার তাদের উড়িয়ে পয়েন্ট টেবিলে শীর্ষস্থান আরও শক্ত করল ফরাসি জায়ান্টরা। 

ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত একেক আধিপত্য দেখিয়েছে পিএসজি। ১২ মিনিটে প্রথম গোল পায় মরিসিও পচেত্তিনোর দল। এই গোলে অবদান ছিল মেসি-নেইমার-এমবাপ্পে তিনজনেরও। তবে বল জালে জড়িয়েছে ব্রাজিলয়ান ফরোয়ার্ড। ২৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এমবাপ্পে। ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় দুই দল। 

 ৫৬ মিনিটে এবার পিএসজির জালে বল জড়ায় লরিয়েঁ। আশরাফ হাকিমির ব্যাক ভুলে টেরিম মফি গোল করলে ২-১ করে আশা জাগিয়েছিল লরিয়েঁ। কিন্তু ৬৭ মিনিটে এমবাপ্পে স্বপ্ন ভেঙে দেন অতিথিদের। ৬ মিনিট পর এবার মেসির ঝলক। গোল করে দলের জয় প্রায় নিশ্চিত করে ফেলেন আর্জেন্টাইন অধিনায়ক। নির্ধারিত সময়ের শেষ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান ৫-১ করেন নেইমার। 

পিএসজি সম্পর্কিত পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত