চমক দেখানো যেন এই মৌসুমে একরকম নিয়ম বানিয়ে ফেলেছে আর্সেনাল। ইংলিশ প্রিমিয়ার লিগ, এফএ কাপ—সবখানেই আর্সেনালের জাদুকরী পারফরম্যান্স দেখা যাচ্ছে। গতকাল এমিরেটস স্টেডিয়ামে শেষ মুহূর্তের গোলে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারায় গানার্সরা। বিস্ময়কর গানার্সদের তাই প্রশংসায় ভাসিয়েছেন মিকেল আর্তেতা।
এমিরেটস স্টেডিয়ামে প্রিমিয়ার লিগে ম্যানইউর বিপক্ষে খেলার আগে আর্সেনালের পয়েন্ট ছিল ৪৭। ইউনাইটেডকে ৩-২ গোলে হারালে গানার্সদের পয়েন্ট দাঁড়ায় ৫০। এই ফিফটি করতে গানার্সরা খেলেছে ১৯ ম্যাচ। মৌসুমের অর্ধেক ম্যাচ খেলে প্রথমবারের মতো ৫০ পয়েন্ট পেল আর্সেনাল। শিষ্যদের পারফরম্যান্সে মুগ্ধ আর্তেতা বলেন, ‘অসাধারণ। এর চেয়ে ভালো আর কিছু হতে পারে না। প্রাপ্য পয়েন্টই আমরা পেয়েছি। যথেষ্ট ভালো খেলেই আমরা বেশির ভাগ ম্যাচ জিতেছি। আক্রমণভাগ ও রক্ষণভাগ—এই দুটো জায়গা আরও ভালো করাই আমাদের লক্ষ্য।’
আর্সেনাল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ গতকাল একসময় ছিল ২-২ সমতায়। ড্র-ই যখন ম্যাচের পরিণত মনে হচ্ছিল, তখনই ব্যবধান বাড়ান এডি এনকিতা। ৯০ মিনিটে করা এনকিতার গোলে ৩-২ ব্যবধানে জয় পায় গানার্সরা। তার আগে ২৪ মিনিটে আরও একটি গোল করেছিলেন তিনি। জোড়া গোল করা এনকিতার প্রশংসা করে আর্তেতা বলেন, ‘এডি যা করছে, তা অবিশ্বাস্য। গ্যাব্রিয়েল জেসুসের চোটে আমরা বড় ধাক্কা খেয়েছি। তবে এডি দারুণ পারফরম্যান্স করছে। ক্লাবের সবাই তাকে (এডি) পছন্দ করে। সে আর্সেনালের হৃদয়। সে আসলেই দারুণ খেলছে।’
চমক দেখানো যেন এই মৌসুমে একরকম নিয়ম বানিয়ে ফেলেছে আর্সেনাল। ইংলিশ প্রিমিয়ার লিগ, এফএ কাপ—সবখানেই আর্সেনালের জাদুকরী পারফরম্যান্স দেখা যাচ্ছে। গতকাল এমিরেটস স্টেডিয়ামে শেষ মুহূর্তের গোলে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারায় গানার্সরা। বিস্ময়কর গানার্সদের তাই প্রশংসায় ভাসিয়েছেন মিকেল আর্তেতা।
এমিরেটস স্টেডিয়ামে প্রিমিয়ার লিগে ম্যানইউর বিপক্ষে খেলার আগে আর্সেনালের পয়েন্ট ছিল ৪৭। ইউনাইটেডকে ৩-২ গোলে হারালে গানার্সদের পয়েন্ট দাঁড়ায় ৫০। এই ফিফটি করতে গানার্সরা খেলেছে ১৯ ম্যাচ। মৌসুমের অর্ধেক ম্যাচ খেলে প্রথমবারের মতো ৫০ পয়েন্ট পেল আর্সেনাল। শিষ্যদের পারফরম্যান্সে মুগ্ধ আর্তেতা বলেন, ‘অসাধারণ। এর চেয়ে ভালো আর কিছু হতে পারে না। প্রাপ্য পয়েন্টই আমরা পেয়েছি। যথেষ্ট ভালো খেলেই আমরা বেশির ভাগ ম্যাচ জিতেছি। আক্রমণভাগ ও রক্ষণভাগ—এই দুটো জায়গা আরও ভালো করাই আমাদের লক্ষ্য।’
আর্সেনাল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ গতকাল একসময় ছিল ২-২ সমতায়। ড্র-ই যখন ম্যাচের পরিণত মনে হচ্ছিল, তখনই ব্যবধান বাড়ান এডি এনকিতা। ৯০ মিনিটে করা এনকিতার গোলে ৩-২ ব্যবধানে জয় পায় গানার্সরা। তার আগে ২৪ মিনিটে আরও একটি গোল করেছিলেন তিনি। জোড়া গোল করা এনকিতার প্রশংসা করে আর্তেতা বলেন, ‘এডি যা করছে, তা অবিশ্বাস্য। গ্যাব্রিয়েল জেসুসের চোটে আমরা বড় ধাক্কা খেয়েছি। তবে এডি দারুণ পারফরম্যান্স করছে। ক্লাবের সবাই তাকে (এডি) পছন্দ করে। সে আর্সেনালের হৃদয়। সে আসলেই দারুণ খেলছে।’
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) সাকিব আল হাসান ফিরলেন তিন বছর পর। কিন্তু দীর্ঘদিন পর ওয়েস্ট ইন্ডিজের এই ফ্র্যাঞ্চাইজি লিগে ফিরেও রাঙাতে পারলেন না তিনি। ব্যাটিং-বোলিং কোথাও তিনি পারফরম্যান্সের ছাপ রাখতে পারেননি। এমনকি বাংলাদেশের অলরাউন্ডার মেজাজও হারিয়েছেন তাঁর সিপিএলে ফেরার দিনে।
৩৫ মিনিট আগেশেষ হতে চলেছে চলতি বছরে বিসিবির হাইপারফরম্যান্স (এইচপি) দলের ক্যাম্প। ক্যাম্প ঠিকঠাক আয়োজনে যথেষ্ট ব্যয় ও সুযোগ-সুবিধা দেওয়ার ক্ষেত্রে বিসিবির কৃপণতা নেই। কিন্তু দীর্ঘ ক্যাম্প শেষে লক্ষ্য কতটা পূরণ হলো এইচপির, সে প্রশ্ন এসে যাচ্ছে।
১ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-১৭ মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ। তাই আরও একটি অনূর্ধ্ব-১৭ মেয়েদের সাফ খেলতে যাওয়ার আগে শিরোপা ধরে রাখার কথাই বললেন বাংলাদেশ দলের অধিনায়ক অর্পিতা বিশ্বাস। ঢাকায় আজ সংবাদ সম্মেলনে অর্পিতা বললেন, ‘আপনাদের আমরা একটি ভালো টুর্নামেন্ট উপহার দিতে চাই।
১৩ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বিপিএলের ফ্র্যাঞ্চাইজি চিটাগং কিংসের মধ্যে দীর্ঘদিনের টানাপোড়েন এখন চরমে। সমঝোতার সব দরজা বন্ধ হয়ে যাওয়ায় বিসিবি ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে চুক্তি বাতিল করেছে। চিটাগং কিংসের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান এস. কিউ. স্পোর্টস এন্টারপ্রাইজ লিমিটেডের কাছে বিসিবির পাওনা ৩৭ লাখ ৮২
১৫ ঘণ্টা আগে