বিশ্বকাপের আয়োজক হওয়ার পর থেকেই কাতারের নানা সমালোচনা চলছে। শুরুটা হয়েছিল বিশ্বকাপের সময় সূচিতে পরিবর্তন আনা নিয়ে। সাধারণত বিশ্বকাপ হয় জুন-জুলাইয়ে। কিন্তু এ সময় কাতারে আবহাওয়া প্রচণ্ড গরম থাকে বিধায় প্রথমবারের মতো এবার নভেম্বর-ডিসেম্বরে হচ্ছে বিশ্বকাপ।
এ নিয়ে এর আগে অনেক কোচ ও ফুটবল বিশ্লেষকরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। এবার বিশ্বকাপের সময় সূচি নিয়ে সমালোচনায় যুক্ত হয়েছেন ব্রুনো ফার্নান্দেজ। সেটিও আবার বিশ্বকাপ শুরুর হাত ছোঁয়া দূরত্বে। তাঁর মতে, এবারের বিশ্বকাপ নিয়ে খুশি নয় ফুটবলাররা।
৫ দিন পরেই শুরু হচ্ছে ফুটবল মহারণ। এমন সময়ই সমালোচনা করলেন পর্তুগিজ তারকা ফার্নান্দেজ। ফুলহামের বিপক্ষে ২-১ গোলের জয়ের পর তিনি বলেছেন, ‘এই সময়ে আমরা বিশ্বকাপ খেলতে চাইনি। মনে করি খেলোয়াড়, দর্শক ও সকলের জন্যই এটা সেরা সময় নয়। বাচ্চারা স্কুলে থাকবে, লোকজন কাজের মধ্যে থাকবে। লোকদের ক্ষেত্রে খেলা দেখার এটা ভালো সময় নয়।’
ম্যানচেস্টার ইউনাইটেডের মিডফিল্ডার ফার্নান্দেজ আরও বলেছেন, ‘আমরা চাই ফুটবল সবার হোক। প্রত্যেকেই বিশ্বকাপের সঙ্গে জড়িত থাকবে। কেননা বিশ্বকাপ তো বিশ্বের সবার জন্য। একটি বিশ্বকাপ ফুটবলের চেয়েও বড় কিছু। সমর্থক, খেলোয়াড়দের জন্য এটি একটি উৎসব। এটি এমন কিছু যা দেখা আনন্দের। তাই আরও ভালো উপায়ে করা উচিত ছিল।’
সূচি সমালোচনার সঙ্গে আবার যুক্ত হয়েছে সমকামী, মানবাধিকার ও অভিবাসী শ্রমিকদের সঙ্গে বিশ্বকাপ আয়োজকদের বৈষম্য। সব মিলিয়ে এবারের বিশ্বকাপটা নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে। প্রথম দল হিসেবে অস্ট্রেলিয়া প্রকাশ্যে কাতারের সমালোচনা করেছে। এ ছাড়া অন্যান্য দলও আয়োজক দেশকে নিয়ে খুশি নয়।
কিছুদিন আগে এই সব সমালোচনা বন্ধের জন্য বিশ্বমঞ্চে সুযোগ পাওয়া ৩২ দলকে অনুরোধ করেছিল ফিফা। ফিফা দলগুলোকে অনুরোধ করেছিল, রাজনীতিকে এক পাশে রেখে বিশ্বকাপে মনোযোগ রাখতে। সংস্থাটির অনুরোধের পরও কাতারের সমালোচনা করা থামেনি।
বিশ্বকাপের আয়োজক হওয়ার পর থেকেই কাতারের নানা সমালোচনা চলছে। শুরুটা হয়েছিল বিশ্বকাপের সময় সূচিতে পরিবর্তন আনা নিয়ে। সাধারণত বিশ্বকাপ হয় জুন-জুলাইয়ে। কিন্তু এ সময় কাতারে আবহাওয়া প্রচণ্ড গরম থাকে বিধায় প্রথমবারের মতো এবার নভেম্বর-ডিসেম্বরে হচ্ছে বিশ্বকাপ।
এ নিয়ে এর আগে অনেক কোচ ও ফুটবল বিশ্লেষকরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। এবার বিশ্বকাপের সময় সূচি নিয়ে সমালোচনায় যুক্ত হয়েছেন ব্রুনো ফার্নান্দেজ। সেটিও আবার বিশ্বকাপ শুরুর হাত ছোঁয়া দূরত্বে। তাঁর মতে, এবারের বিশ্বকাপ নিয়ে খুশি নয় ফুটবলাররা।
৫ দিন পরেই শুরু হচ্ছে ফুটবল মহারণ। এমন সময়ই সমালোচনা করলেন পর্তুগিজ তারকা ফার্নান্দেজ। ফুলহামের বিপক্ষে ২-১ গোলের জয়ের পর তিনি বলেছেন, ‘এই সময়ে আমরা বিশ্বকাপ খেলতে চাইনি। মনে করি খেলোয়াড়, দর্শক ও সকলের জন্যই এটা সেরা সময় নয়। বাচ্চারা স্কুলে থাকবে, লোকজন কাজের মধ্যে থাকবে। লোকদের ক্ষেত্রে খেলা দেখার এটা ভালো সময় নয়।’
ম্যানচেস্টার ইউনাইটেডের মিডফিল্ডার ফার্নান্দেজ আরও বলেছেন, ‘আমরা চাই ফুটবল সবার হোক। প্রত্যেকেই বিশ্বকাপের সঙ্গে জড়িত থাকবে। কেননা বিশ্বকাপ তো বিশ্বের সবার জন্য। একটি বিশ্বকাপ ফুটবলের চেয়েও বড় কিছু। সমর্থক, খেলোয়াড়দের জন্য এটি একটি উৎসব। এটি এমন কিছু যা দেখা আনন্দের। তাই আরও ভালো উপায়ে করা উচিত ছিল।’
সূচি সমালোচনার সঙ্গে আবার যুক্ত হয়েছে সমকামী, মানবাধিকার ও অভিবাসী শ্রমিকদের সঙ্গে বিশ্বকাপ আয়োজকদের বৈষম্য। সব মিলিয়ে এবারের বিশ্বকাপটা নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে। প্রথম দল হিসেবে অস্ট্রেলিয়া প্রকাশ্যে কাতারের সমালোচনা করেছে। এ ছাড়া অন্যান্য দলও আয়োজক দেশকে নিয়ে খুশি নয়।
কিছুদিন আগে এই সব সমালোচনা বন্ধের জন্য বিশ্বমঞ্চে সুযোগ পাওয়া ৩২ দলকে অনুরোধ করেছিল ফিফা। ফিফা দলগুলোকে অনুরোধ করেছিল, রাজনীতিকে এক পাশে রেখে বিশ্বকাপে মনোযোগ রাখতে। সংস্থাটির অনুরোধের পরও কাতারের সমালোচনা করা থামেনি।
৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ দলের পাকিস্তান সফর শুরু হচ্ছে আগামী ২১ মে। তার আগে আরব আমিরাতে একটি দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশ সবশেষ দ্বিপক্ষীয় সিরিজ খেলেছে ২০২২ সালের সেপ্টেম্বরে।
৪ ঘণ্টা আগেআর্চারি ফেডারেশনের অ্যাডহক কমিটি নিয়ে বিতর্ক যেন কাটছেই না। এবার এই কমিটিকে স্বীকৃতি দিতে নারাজ বিশ্ব আর্চারি সংস্থা। গত ২৮ এপ্রিল অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক তানভীর আহমেদকে পাঠানো চিঠিতে এমনটা জানায় তারা।
৫ ঘণ্টা আগেসকালের সূর্যোদয় দেখলেই বোঝা যায় দিনটা কেমন যাবে। স্প্যানিশ বিস্ময় বালক লামিন ইয়ামাল মাত্র ১৭ বছর বয়সেই স্পেনের হয়ে ইউরো জিতেছেন। লা লিগার এবারের মৌসুমেই নিয়মিত আলো ছড়াচ্ছেন প্রতি ম্যাচেই। তাঁর পারফরম্যান্স নজর কেড়েছে কিংবদন্তিদেরও। লিওনেল মেসি থেকে ক্রিস্টিয়ানো রোনালদো সবার মুখেই প্রশংসা
৫ ঘণ্টা আগেচট্টগ্রাম টেস্টের তৃতীয় সেশনেই ৮ উইকেট হারিয়েছে জিম্বাবুয়ে। বাংলাদেশের সম্মিলিত স্পিন আক্রমণে দিশেহারা হয়ে উঠে তাদের ব্যাটিং অর্ডার। ম্যাচশেষে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, খেলা আজই শেষ করতে চেয়েছেন তাঁরা। চতুর্থ দিন না গড়াতে কঠিন বল করে গেছেন বোলাররা।
৫ ঘণ্টা আগে