
ইরানকে দিয়ে চক্রপূরণ হলো এশিয়ান কাপ কোয়ার্টার ফাইনালের। গতকাল রোমাঞ্চকর ম্যাচে সিরিয়াকে টাইব্রেকারে হারায় তারা। আগামী পরশু সেমিফাইনালে ওঠার লড়াইয়ে ইরানের প্রতিপক্ষ টুর্নামেন্টের সর্বোচ্চ চারবারের চ্যাম্পিয়ন জাপান। তবে এই ম্যাচের আগে দুঃসংবাদ শুনল জাপানিজরা।
উইঙ্গার জুনায়া ইতোর বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ তুলেছেন দুই নারী। অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছেন তিনি। তবে গতকাল জাপান ফুটবল অ্যাসোসিয়েশন (জেএফএ) জানিয়েছে, জুনায়া কাতারে থাকা এশিয়ান কাপের স্কোয়াড ছেড়েছেন।
সংবাদমাধ্যমে জুনায়ার বিরুদ্ধে অভিযোগের খবর প্রকাশিত হওয়ার পর এক বিবৃতি দেয় জেএফএ। তারা জানায়, ইতো ‘তার মানসিক এবং শারীরিক সুস্থতার জন্য বিবেচনার বাইরে’ চলে গেছেন। তারা বলেছে, ‘জুনায়া ইতো কাতারে থাকা এশিয়ান কাপের দল ছেড়ে চলে যাচ্ছেন।’
ওসাকার পুলিশের এক মুখপাত্র এএফপি বলেছেন, ‘আমরা তার (জুনায়া) বিরুদ্ধে একটি ফৌজদারি অভিযোগ পেয়েছি এবং সেটির তদন্ত শুরু করেছি।’
৩০ বছর বয়সী জুনায়া ইতো খেলেন ফরাসি ক্লাব রেইমসের হয়ে। জাপানের জার্সিতে ৫৪ ম্যাচে ১৩ গোল করেছেন তিনি।
স্বস্তিতে নেই এশিয়ান ফুটবলের আরেক পরাশক্তি দক্ষিণ কোরিয়াও। থাকবে কী করে! শেষ চারের পথে যে তাদের প্রতিপক্ষ সাবেক চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। পরশু সৌদি আরবের বিপক্ষে অতিরিক্ত সময়ের গোলে সমতায় ফেরার পর টাইব্রেকারে জিতে শেষ আট নিশ্চিত করেছেন সন হিয়ুং-মিনরা। তবে সকারুদের সামনে দলকে আরও বেশি ভুগতে হবে মনে করেন দ. কোরিয়ার কোচ ইয়ুর্গেন ক্লিন্সমান, ‘আপনি যদি বড় কোনো টুর্নামেন্টের নকআউট পর্বে যেতে চান, তবে আপনাকে ভুগতে হবে। আপনাকে ভোগান্তির জন্য প্রস্তুত হতে হবে। আমাকে কষ্টের সঙ্গে মোকাবিলা করতে হবে।’
সন মিনের নেতৃত্বে শুরুটা ধীর হলেও ১৯৬০ সালের পর এশিয়ান কাপ জয়ের স্বপ্ন দেখছে কোরিয়ানরা। সেমিতে উঠলে তাঁরা পেতে পারে জর্ডান বা তাজিকিস্তানকে। আগামীকাল শেষ আটের প্রথম ম্যাচে মুখোমুখি হবে এ দুই দল।

ইরানকে দিয়ে চক্রপূরণ হলো এশিয়ান কাপ কোয়ার্টার ফাইনালের। গতকাল রোমাঞ্চকর ম্যাচে সিরিয়াকে টাইব্রেকারে হারায় তারা। আগামী পরশু সেমিফাইনালে ওঠার লড়াইয়ে ইরানের প্রতিপক্ষ টুর্নামেন্টের সর্বোচ্চ চারবারের চ্যাম্পিয়ন জাপান। তবে এই ম্যাচের আগে দুঃসংবাদ শুনল জাপানিজরা।
উইঙ্গার জুনায়া ইতোর বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ তুলেছেন দুই নারী। অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছেন তিনি। তবে গতকাল জাপান ফুটবল অ্যাসোসিয়েশন (জেএফএ) জানিয়েছে, জুনায়া কাতারে থাকা এশিয়ান কাপের স্কোয়াড ছেড়েছেন।
সংবাদমাধ্যমে জুনায়ার বিরুদ্ধে অভিযোগের খবর প্রকাশিত হওয়ার পর এক বিবৃতি দেয় জেএফএ। তারা জানায়, ইতো ‘তার মানসিক এবং শারীরিক সুস্থতার জন্য বিবেচনার বাইরে’ চলে গেছেন। তারা বলেছে, ‘জুনায়া ইতো কাতারে থাকা এশিয়ান কাপের দল ছেড়ে চলে যাচ্ছেন।’
ওসাকার পুলিশের এক মুখপাত্র এএফপি বলেছেন, ‘আমরা তার (জুনায়া) বিরুদ্ধে একটি ফৌজদারি অভিযোগ পেয়েছি এবং সেটির তদন্ত শুরু করেছি।’
৩০ বছর বয়সী জুনায়া ইতো খেলেন ফরাসি ক্লাব রেইমসের হয়ে। জাপানের জার্সিতে ৫৪ ম্যাচে ১৩ গোল করেছেন তিনি।
স্বস্তিতে নেই এশিয়ান ফুটবলের আরেক পরাশক্তি দক্ষিণ কোরিয়াও। থাকবে কী করে! শেষ চারের পথে যে তাদের প্রতিপক্ষ সাবেক চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। পরশু সৌদি আরবের বিপক্ষে অতিরিক্ত সময়ের গোলে সমতায় ফেরার পর টাইব্রেকারে জিতে শেষ আট নিশ্চিত করেছেন সন হিয়ুং-মিনরা। তবে সকারুদের সামনে দলকে আরও বেশি ভুগতে হবে মনে করেন দ. কোরিয়ার কোচ ইয়ুর্গেন ক্লিন্সমান, ‘আপনি যদি বড় কোনো টুর্নামেন্টের নকআউট পর্বে যেতে চান, তবে আপনাকে ভুগতে হবে। আপনাকে ভোগান্তির জন্য প্রস্তুত হতে হবে। আমাকে কষ্টের সঙ্গে মোকাবিলা করতে হবে।’
সন মিনের নেতৃত্বে শুরুটা ধীর হলেও ১৯৬০ সালের পর এশিয়ান কাপ জয়ের স্বপ্ন দেখছে কোরিয়ানরা। সেমিতে উঠলে তাঁরা পেতে পারে জর্ডান বা তাজিকিস্তানকে। আগামীকাল শেষ আটের প্রথম ম্যাচে মুখোমুখি হবে এ দুই দল।

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে হারলেও দ্বিতীয়টিতে ঘুরে দাঁড়িয়েছে নিউজিল্যান্ড। রাজকোটে আজ ভারতের বিপক্ষে ৭ উইকেটের জয়ে সিরিজে ১-১ ব্যবধানে সমতা ফিরিয়েছে সফরকারীরা। ১১৭ বলে ১১ চার ও ২ ছক্কায় হার না মানা ১৩১ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন কিউই অলরাউন্ডার ড্যারিল মিচেল।
৬ ঘণ্টা আগে
কদিন আগে তামিম ইকবালকে ‘পরীক্ষিত ভারতীয় দালাল’ বলেছিলেন বিসিবি পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম। সেই বিতর্কিত মন্তব্যের রেশ না কাটতেই আবারও দৃশ্যপটে নাজমুল। আজ বিকেলে মিরপুরে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন বিসিবির অর্থ বিভাগের চেয়ারম্যান।
৭ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেললে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কোনো ক্ষতি হবে না, ক্রিকেটারদের কাছ থেকে কি আমরা টাকা ফেরত চাচ্ছি—বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম আজ খালেদা জিয়ার স্মরণে বিসিবিতে দোয়া মাহফিল শেষে বিকেলে সাংবাদিকদের এমন কথা বলেছিলেন।
৭ ঘণ্টা আগে
নায়ক হওয়ার সুবর্ণ সুযোগ ছিল রিশাদ হোসেনের সামনে। শেষ বলে ছক্কা মারলেই হোবার্ট হারিকেনস পেত রোমাঞ্চকর এক জয়। কিন্তু বোলিংয়ে মুগ্ধতা ছড়ানো রিশাদ ব্যাটিংয়ে সেটা করে দেখাতে পারেননি। শেষ পর্যন্ত ব্রিসবেন হিটের কাছে ৩ রানে হেরে গেছে হোবার্ট হারিকেনস।
৮ ঘণ্টা আগে