ইরানকে দিয়ে চক্রপূরণ হলো এশিয়ান কাপ কোয়ার্টার ফাইনালের। গতকাল রোমাঞ্চকর ম্যাচে সিরিয়াকে টাইব্রেকারে হারায় তারা। আগামী পরশু সেমিফাইনালে ওঠার লড়াইয়ে ইরানের প্রতিপক্ষ টুর্নামেন্টের সর্বোচ্চ চারবারের চ্যাম্পিয়ন জাপান। তবে এই ম্যাচের আগে দুঃসংবাদ শুনল জাপানিজরা।
উইঙ্গার জুনায়া ইতোর বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ তুলেছেন দুই নারী। অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছেন তিনি। তবে গতকাল জাপান ফুটবল অ্যাসোসিয়েশন (জেএফএ) জানিয়েছে, জুনায়া কাতারে থাকা এশিয়ান কাপের স্কোয়াড ছেড়েছেন।
সংবাদমাধ্যমে জুনায়ার বিরুদ্ধে অভিযোগের খবর প্রকাশিত হওয়ার পর এক বিবৃতি দেয় জেএফএ। তারা জানায়, ইতো ‘তার মানসিক এবং শারীরিক সুস্থতার জন্য বিবেচনার বাইরে’ চলে গেছেন। তারা বলেছে, ‘জুনায়া ইতো কাতারে থাকা এশিয়ান কাপের দল ছেড়ে চলে যাচ্ছেন।’
ওসাকার পুলিশের এক মুখপাত্র এএফপি বলেছেন, ‘আমরা তার (জুনায়া) বিরুদ্ধে একটি ফৌজদারি অভিযোগ পেয়েছি এবং সেটির তদন্ত শুরু করেছি।’
৩০ বছর বয়সী জুনায়া ইতো খেলেন ফরাসি ক্লাব রেইমসের হয়ে। জাপানের জার্সিতে ৫৪ ম্যাচে ১৩ গোল করেছেন তিনি।
স্বস্তিতে নেই এশিয়ান ফুটবলের আরেক পরাশক্তি দক্ষিণ কোরিয়াও। থাকবে কী করে! শেষ চারের পথে যে তাদের প্রতিপক্ষ সাবেক চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। পরশু সৌদি আরবের বিপক্ষে অতিরিক্ত সময়ের গোলে সমতায় ফেরার পর টাইব্রেকারে জিতে শেষ আট নিশ্চিত করেছেন সন হিয়ুং-মিনরা। তবে সকারুদের সামনে দলকে আরও বেশি ভুগতে হবে মনে করেন দ. কোরিয়ার কোচ ইয়ুর্গেন ক্লিন্সমান, ‘আপনি যদি বড় কোনো টুর্নামেন্টের নকআউট পর্বে যেতে চান, তবে আপনাকে ভুগতে হবে। আপনাকে ভোগান্তির জন্য প্রস্তুত হতে হবে। আমাকে কষ্টের সঙ্গে মোকাবিলা করতে হবে।’
সন মিনের নেতৃত্বে শুরুটা ধীর হলেও ১৯৬০ সালের পর এশিয়ান কাপ জয়ের স্বপ্ন দেখছে কোরিয়ানরা। সেমিতে উঠলে তাঁরা পেতে পারে জর্ডান বা তাজিকিস্তানকে। আগামীকাল শেষ আটের প্রথম ম্যাচে মুখোমুখি হবে এ দুই দল।
ইরানকে দিয়ে চক্রপূরণ হলো এশিয়ান কাপ কোয়ার্টার ফাইনালের। গতকাল রোমাঞ্চকর ম্যাচে সিরিয়াকে টাইব্রেকারে হারায় তারা। আগামী পরশু সেমিফাইনালে ওঠার লড়াইয়ে ইরানের প্রতিপক্ষ টুর্নামেন্টের সর্বোচ্চ চারবারের চ্যাম্পিয়ন জাপান। তবে এই ম্যাচের আগে দুঃসংবাদ শুনল জাপানিজরা।
উইঙ্গার জুনায়া ইতোর বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ তুলেছেন দুই নারী। অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছেন তিনি। তবে গতকাল জাপান ফুটবল অ্যাসোসিয়েশন (জেএফএ) জানিয়েছে, জুনায়া কাতারে থাকা এশিয়ান কাপের স্কোয়াড ছেড়েছেন।
সংবাদমাধ্যমে জুনায়ার বিরুদ্ধে অভিযোগের খবর প্রকাশিত হওয়ার পর এক বিবৃতি দেয় জেএফএ। তারা জানায়, ইতো ‘তার মানসিক এবং শারীরিক সুস্থতার জন্য বিবেচনার বাইরে’ চলে গেছেন। তারা বলেছে, ‘জুনায়া ইতো কাতারে থাকা এশিয়ান কাপের দল ছেড়ে চলে যাচ্ছেন।’
ওসাকার পুলিশের এক মুখপাত্র এএফপি বলেছেন, ‘আমরা তার (জুনায়া) বিরুদ্ধে একটি ফৌজদারি অভিযোগ পেয়েছি এবং সেটির তদন্ত শুরু করেছি।’
৩০ বছর বয়সী জুনায়া ইতো খেলেন ফরাসি ক্লাব রেইমসের হয়ে। জাপানের জার্সিতে ৫৪ ম্যাচে ১৩ গোল করেছেন তিনি।
স্বস্তিতে নেই এশিয়ান ফুটবলের আরেক পরাশক্তি দক্ষিণ কোরিয়াও। থাকবে কী করে! শেষ চারের পথে যে তাদের প্রতিপক্ষ সাবেক চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। পরশু সৌদি আরবের বিপক্ষে অতিরিক্ত সময়ের গোলে সমতায় ফেরার পর টাইব্রেকারে জিতে শেষ আট নিশ্চিত করেছেন সন হিয়ুং-মিনরা। তবে সকারুদের সামনে দলকে আরও বেশি ভুগতে হবে মনে করেন দ. কোরিয়ার কোচ ইয়ুর্গেন ক্লিন্সমান, ‘আপনি যদি বড় কোনো টুর্নামেন্টের নকআউট পর্বে যেতে চান, তবে আপনাকে ভুগতে হবে। আপনাকে ভোগান্তির জন্য প্রস্তুত হতে হবে। আমাকে কষ্টের সঙ্গে মোকাবিলা করতে হবে।’
সন মিনের নেতৃত্বে শুরুটা ধীর হলেও ১৯৬০ সালের পর এশিয়ান কাপ জয়ের স্বপ্ন দেখছে কোরিয়ানরা। সেমিতে উঠলে তাঁরা পেতে পারে জর্ডান বা তাজিকিস্তানকে। আগামীকাল শেষ আটের প্রথম ম্যাচে মুখোমুখি হবে এ দুই দল।
জয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্যটা কি খুব বড় ছিল? মোটেও না। কিন্তু মাঝারি মানের এই লক্ষ্যতাড়ায় শুরু থেকেই বাংলাদেশের ব্যাটাররা যে অস্থিরতা দেখালেন, স্ট্যাম্পের বাইরের বল চেজ করে খেলতে গিয়ে আত্মাহুতি দিলেন নিজেদের, তাতে ম্যাচটি যাঁরা দেখেছেন তাঁদের উপলব্ধি এটাই—এই দলের শেখার এখনো অনেক বাকি!
৮ ঘণ্টা আগেরাজস্থান রয়্যালসের প্রধান কোচের ভূমিকায় এর আগেও ছিলেন কুমার সাঙ্গাকারা। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটিতে পুরোনো দায়িত্বে ফিরছেন শ্রীলঙ্কার এই কিংবদন্তি ক্রিকেটার। এমনটাই জানিয়েছে ভারতের ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
৯ ঘণ্টা আগেআগের দিন বাংলাদেশকে হারিয়ে ফাইনালে নাম লেখায় ভারত। তাই আজ বাংলাদেশ-পাকিস্তানের সুপার ফোরের লড়াইটি হয়ে দাঁড়ায় এশিয়া কাপের অলিখিত সেমিফাইনাল। যে দল জিতবে সে দলই নাম লেখাবে ফাইনাল।
১০ ঘণ্টা আগেমোস্তাফিজুর রহমানের বল সালমান আলী আগার ব্যাট ছুঁয়ে চলে গিয়েছিল উইকেটের পেছনে থাকা জাকের আলীর গ্লাভসে। বোলার-ফিল্ডাররা আবেদন করলেও আউট দেননি আম্পায়ার। তবে রিভিউ নিয়ে জয়ী হয়েছে বাংলাদেশ। দলের বিপর্যয়ে যখন ব্যাটিং দৃঢ়তা দেখানোর কথা, তখনই দলের বিপদ বাড়িয়ে ফিরে গেলেন অধিনায়ক সালমান।
১১ ঘণ্টা আগে