ক্রীড়া ডেস্ক

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে হারলেও দ্বিতীয়টিতে ঘুরে দাঁড়িয়েছে নিউজিল্যান্ড। রাজকোটে আজ ভারতের বিপক্ষে ৭ উইকেটের জয়ে সিরিজে ১-১ ব্যবধানে সমতা ফিরিয়েছে সফরকারীরা। ১১৭ বলে ১১ চার ও ২ ছক্কায় হার না মানা ১৩১ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন কিউই অলরাউন্ডার ড্যারিল মিচেল। ম্লান করে দেন লোকেশ রাহুলের সেঞ্চুরি।
টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ২৮৪ রানের সংগ্রহ দাঁড় করায় ভারত। ১১ চার ও ১ ছক্কায় ৯২ বলে ১১২ রানে অপরাজিত থাকেন রাহুল। ওয়ানডে ক্যারিয়ারে এটি তাঁর অষ্টম সেঞ্চুরি। অধিনায়ক শুবমান গিলের ব্যাট থেকে আসে ৫৬ রান। সফরকারীদের হয়ে ৮ ওভারে ৫৬ রান দিয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন ক্রিস্টিয়ান ক্লার্ক।
তাড়া করতে নেমে ৪৬ রানের ভেতর দুই ওপেনার ডেভন কনওয়ে (১৬) ও হেনরি নিকোলসকে (১০) হারায় নিউজিল্যান্ড। এরপর আর পথ হারাতে দেননি মিচেল ও উইল ইয়াং। তৃতীয় উইকেট জুটিতে ১৬২ রান যোগ করেন তাঁরা। ইয়াং অবশ্য সেঞ্চুরির আগেই কাটা পড়েন। ৯৮ বলে ৭ চারে ৮৭ রান করেন তিনি। তবে মিচেল ঠিকই তুলে নেন ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি। গ্লেন ফিলিপসের সঙ্গে অবিচ্ছিন্ন ৭৮ রানের জুটিতে ১৫ বল হাতে রেখে জয় নিশ্চিত করেন তিনি। ২৫ বলে ৩২ রানে অপরাজিত থাকেন ফিলিপস। ভারতের হয়ে উইকেট তিনটি নিয়েছেন হর্ষিত রানা, প্রসিদ্ধ কৃষ্ণা ও কুলদীপ যাদব।
ভারত-নিউজিল্যান্ড তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এখন ১-১ সমতায়। সিরিজ নির্ধারণী লড়াইয়ে ইন্দোরে রোববার শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল। এর আগে প্রথম ওয়ানডেতে ৪ উইকেটের জয় পেয়েছে স্বাগতিক ভারত।

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে হারলেও দ্বিতীয়টিতে ঘুরে দাঁড়িয়েছে নিউজিল্যান্ড। রাজকোটে আজ ভারতের বিপক্ষে ৭ উইকেটের জয়ে সিরিজে ১-১ ব্যবধানে সমতা ফিরিয়েছে সফরকারীরা। ১১৭ বলে ১১ চার ও ২ ছক্কায় হার না মানা ১৩১ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন কিউই অলরাউন্ডার ড্যারিল মিচেল। ম্লান করে দেন লোকেশ রাহুলের সেঞ্চুরি।
টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ২৮৪ রানের সংগ্রহ দাঁড় করায় ভারত। ১১ চার ও ১ ছক্কায় ৯২ বলে ১১২ রানে অপরাজিত থাকেন রাহুল। ওয়ানডে ক্যারিয়ারে এটি তাঁর অষ্টম সেঞ্চুরি। অধিনায়ক শুবমান গিলের ব্যাট থেকে আসে ৫৬ রান। সফরকারীদের হয়ে ৮ ওভারে ৫৬ রান দিয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন ক্রিস্টিয়ান ক্লার্ক।
তাড়া করতে নেমে ৪৬ রানের ভেতর দুই ওপেনার ডেভন কনওয়ে (১৬) ও হেনরি নিকোলসকে (১০) হারায় নিউজিল্যান্ড। এরপর আর পথ হারাতে দেননি মিচেল ও উইল ইয়াং। তৃতীয় উইকেট জুটিতে ১৬২ রান যোগ করেন তাঁরা। ইয়াং অবশ্য সেঞ্চুরির আগেই কাটা পড়েন। ৯৮ বলে ৭ চারে ৮৭ রান করেন তিনি। তবে মিচেল ঠিকই তুলে নেন ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি। গ্লেন ফিলিপসের সঙ্গে অবিচ্ছিন্ন ৭৮ রানের জুটিতে ১৫ বল হাতে রেখে জয় নিশ্চিত করেন তিনি। ২৫ বলে ৩২ রানে অপরাজিত থাকেন ফিলিপস। ভারতের হয়ে উইকেট তিনটি নিয়েছেন হর্ষিত রানা, প্রসিদ্ধ কৃষ্ণা ও কুলদীপ যাদব।
ভারত-নিউজিল্যান্ড তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এখন ১-১ সমতায়। সিরিজ নির্ধারণী লড়াইয়ে ইন্দোরে রোববার শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল। এর আগে প্রথম ওয়ানডেতে ৪ উইকেটের জয় পেয়েছে স্বাগতিক ভারত।

কদিন আগে তামিম ইকবালকে ‘পরীক্ষিত ভারতীয় দালাল’ বলেছিলেন বিসিবি পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম। সেই বিতর্কিত মন্তব্যের রেশ না কাটতেই আবারও দৃশ্যপটে নাজমুল। আজ বিকেলে মিরপুরে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন বিসিবির অর্থ বিভাগের চেয়ারম্যান।
২ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেললে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কোনো ক্ষতি হবে না, ক্রিকেটারদের কাছ থেকে কি আমরা টাকা ফেরত চাচ্ছি—বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম আজ খালেদা জিয়ার স্মরণে বিসিবিতে দোয়া মাহফিল শেষে বিকেলে সাংবাদিকদের এমন কথা বলেছিলেন।
৩ ঘণ্টা আগে
নায়ক হওয়ার সুবর্ণ সুযোগ ছিল রিশাদ হোসেনের সামনে। শেষ বলে ছক্কা মারলেই হোবার্ট হারিকেনস পেত রোমাঞ্চকর এক জয়। কিন্তু বোলিংয়ে মুগ্ধতা ছড়ানো রিশাদ ব্যাটিংয়ে সেটা করে দেখাতে পারেননি। শেষ পর্যন্ত ব্রিসবেন হিটের কাছে ৩ রানে হেরে গেছে হোবার্ট হারিকেনস।
৩ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ খেলতে যাবে কি না, সেই অনিশ্চয়তা এখনো কাটেনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলামের মতে লিটন দাস-তানজিদ হাসান তামিমরা বিশ্বকাপ না খেলতে পারলে বোর্ডের কোনো ক্ষতি হবে না।
৪ ঘণ্টা আগে