Ajker Patrika

৬৯৫ কোটি টাকায় নেইমারের সাবেক ক্লাবে ‘ইতালিয়ান জিনিয়াস’

ক্রীড়া ডেস্ক    
ইন্টার মিলান ছেড়ে আল হিলালের কোচ হয়েছেন সিমোন ইনজাঘি। ছবি: ফেসবুক
ইন্টার মিলান ছেড়ে আল হিলালের কোচ হয়েছেন সিমোন ইনজাঘি। ছবি: ফেসবুক

ক্লাব বিশ্বকাপে যাওয়ার আগেই নতুন কোচ পেল নেইমারের সাবেক ক্লাব আল হিলাল। দুই বছরের চুক্তিতে ডাগআউটের দায়িত্ব দিয়েছে সিমোন ইনজাঘির কাঁধে। গত মাসে জর্জ জেসুসকে ছাঁটাই করার পর ইনজাঘির প্রতিই চোখ রেখেছিল সৌদি আরবের ক্লাবটি।

ইনজাঘিও পারেননি লোভনীয় প্রস্তাব ফেরাতে। গুঞ্জন আছে, দুই মৌসুমে ৫ কোটি ইউরো (৬৯৫ কোটি টাকা) বেতন পাবেন তিনি। তিন দিন আগেও তিনি ছিলেন ইন্টার মিলানের কোচ। কিন্তু চ্যাম্পিয়নস লিগ ফাইনালে পিএসজির কাছে ৫-০ গোলে বিধ্বস্ত হওয়ার পর পারস্পরিক সমঝোতার ভিত্তিতে ইন্টার ছাড়েন। এর আগে থেকেই অবশ্য তাঁর আল হিলালে যাওয়ার গুঞ্জন চলছিল।

৪৯ বছর বয়সী ইনজাঘিকে স্বাগত জানিয়ে আল হিলাল সামাজিক মাধ্যমে লিখেছে, ‘ইতালিয়ান জিনিয়াস চলে এসেছেন।’ এক ভিডিও বার্তায় ইনজাঘি বলেন, ‘আমি সিমোন ইনজাঘি এবং আল হিলালের সঙ্গে নিজের গল্প শুরু করছি আজ থেকে।’

ইন্টার মিলানে চার বছর কোচিং করিয়ে একবার সিরি আ, দুবার কোপা ইতালিয়া, তিনবার ইতালিয়ান সুপার কাপ জিতেছেন ইনজাঘি। দুবার চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠলেও শিরোপার দেখা পাননি। এর আগে খেলোয়াড়ি জীবনে নিজের সাবেক ক্লাব লাৎসিওর কোচ ছিলেন ৫ বছর।

১৫ জুন থেকে যুক্তরাষ্ট্রে শুরু হবে ক্লাব বিশ্বকাপ। গ্রুপ ‘এইচে’ আল হিলাল ছাড়াও রয়েছে পাচুকা, সালজবুর্গ ও রিয়াল মাদ্রিদ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

মোবাইলে সর্বত্র ইন্টারনেট সংযোগ দেবে স্টারলিংকের ডাইরেক্ট-টু-সেল

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

মৌচাকে হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেট কার থেকে উদ্ধার দুই মরদেহের পরিচয় মিলেছে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত