ক্রীড়া ডেস্ক
প্রযুক্তির উৎকর্ষতার যুগে সামাজিক মাধ্যমে খেলাধুলা নিয়ে যেকোনো তথ্যই ছড়িয়ে পড়ে মুহূর্তেই। অনেকে ফেসবুক, ইউটিউবে ম্যাচ নিয়ে লাইভ করে থাকেন। আর্জেন্টিনার ঘরোয়া এক ফুটবলে ইউটিউবার কাণ্ডে রীতিমতো তোলপাড় হয়ে গেছে। যা নিয়ে গভীর সন্দেহ দেখা গেছে দেশটির ফুটবলে।
ভেলেজ সার্সফিল্ডের বিপক্ষে পরশু আর্জেন্টিনার শীর্ষ লিগের ক্লাব দেপোর্তিভো রেইসত্রা ইভান বুহাজেরুক নামের এক ইউটিউবারকে মাঠে নামিয়েছিল। ‘স্প্রিন’ ছদ্মনামের সেই ইউটিউবারের ৭০ লাখ অনুসারী থাকলেও ফুটবল সম্পর্কে কোনো অভিজ্ঞতা নেই। এসপ্রিনকে নামানোর ৫০ সেকেন্ড পরই তুলে নেন রেইসত্রার কোচ ক্রিস্টিয়ান ফাব্বিয়ানি। এসপ্রিন হঠাৎ কেন মাঠে নামলেন, সেটা নিয়ে গতকাল তদন্ত শুরু করেছে আর্জেন্টিনার বিচার বিভাগ। সরকারি কৌঁসুলিদের অফিস থেকে আনুষ্ঠানিক এক বিবৃতিতে বলা হয়, ‘দেপোর্তিভো রেইসত্রার কোচ ক্রিস্টিয়ান ফাব্বিয়ানি এবং ইনফ্লুয়েন্সার ইভান বুহাজেরুক জুয়াড়িদের অবৈধ প্ল্যাটফর্মে কাউকে আনতে প্রভাবিত করছিলেন কি না, সেটা নিয়ে তদন্ত শুরু করেছে সরকারি কৌঁসুলিদের অফিস। অবৈধ বাজির ব্যাপার খতিয়ে দেখতে মামলা হয়ে গেছে।’
অপ্রচলিত ধারায় বিপণন কৌশলের জন্য পরিচিত বুয়েনস এইরেসের ক্লাব দেপোর্তিভো রেইনস্ত্রা। যখন দেখছে ইউটিউবার মাঠে নামানোয় সমালোচনা হচ্ছে নিয়মিত, তখন রেইনস্ত্রা ক্ষমা চেয়ে এক বিবৃতিতে বলেছে, ‘দুর্ভাগ্যজনকভাবে এমন বিপণন অনেক বেশি নেতিবাচকতা ছড়িয়েছে। আমরা অন্তরের অন্তঃস্থল থেকে ক্ষমা চাচ্ছি। ভেলেজ বা আর্জেন্টিনা ফুটবলকে অসম্মান করার কোনো উদ্দেশ্য আমাদের ছিল না।’
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) জানিয়েছে, তারা নৈতিক ট্রাইবুনাল গঠন করে তদন্ত কার্যক্রম শুরু করে দিয়েছে। আর্জেন্টিনার স্থানীয় সংবাদমাধ্যম ওলেকে এএফএ সভাপতি ক্লদিও তাপিয়া বলেন,‘কিছু জিনিস থাকে, যেগুলো আমরা পছন্দ করি না। সেগুলো সংশোধন করা দরকার।’
প্রযুক্তির উৎকর্ষতার যুগে সামাজিক মাধ্যমে খেলাধুলা নিয়ে যেকোনো তথ্যই ছড়িয়ে পড়ে মুহূর্তেই। অনেকে ফেসবুক, ইউটিউবে ম্যাচ নিয়ে লাইভ করে থাকেন। আর্জেন্টিনার ঘরোয়া এক ফুটবলে ইউটিউবার কাণ্ডে রীতিমতো তোলপাড় হয়ে গেছে। যা নিয়ে গভীর সন্দেহ দেখা গেছে দেশটির ফুটবলে।
ভেলেজ সার্সফিল্ডের বিপক্ষে পরশু আর্জেন্টিনার শীর্ষ লিগের ক্লাব দেপোর্তিভো রেইসত্রা ইভান বুহাজেরুক নামের এক ইউটিউবারকে মাঠে নামিয়েছিল। ‘স্প্রিন’ ছদ্মনামের সেই ইউটিউবারের ৭০ লাখ অনুসারী থাকলেও ফুটবল সম্পর্কে কোনো অভিজ্ঞতা নেই। এসপ্রিনকে নামানোর ৫০ সেকেন্ড পরই তুলে নেন রেইসত্রার কোচ ক্রিস্টিয়ান ফাব্বিয়ানি। এসপ্রিন হঠাৎ কেন মাঠে নামলেন, সেটা নিয়ে গতকাল তদন্ত শুরু করেছে আর্জেন্টিনার বিচার বিভাগ। সরকারি কৌঁসুলিদের অফিস থেকে আনুষ্ঠানিক এক বিবৃতিতে বলা হয়, ‘দেপোর্তিভো রেইসত্রার কোচ ক্রিস্টিয়ান ফাব্বিয়ানি এবং ইনফ্লুয়েন্সার ইভান বুহাজেরুক জুয়াড়িদের অবৈধ প্ল্যাটফর্মে কাউকে আনতে প্রভাবিত করছিলেন কি না, সেটা নিয়ে তদন্ত শুরু করেছে সরকারি কৌঁসুলিদের অফিস। অবৈধ বাজির ব্যাপার খতিয়ে দেখতে মামলা হয়ে গেছে।’
অপ্রচলিত ধারায় বিপণন কৌশলের জন্য পরিচিত বুয়েনস এইরেসের ক্লাব দেপোর্তিভো রেইনস্ত্রা। যখন দেখছে ইউটিউবার মাঠে নামানোয় সমালোচনা হচ্ছে নিয়মিত, তখন রেইনস্ত্রা ক্ষমা চেয়ে এক বিবৃতিতে বলেছে, ‘দুর্ভাগ্যজনকভাবে এমন বিপণন অনেক বেশি নেতিবাচকতা ছড়িয়েছে। আমরা অন্তরের অন্তঃস্থল থেকে ক্ষমা চাচ্ছি। ভেলেজ বা আর্জেন্টিনা ফুটবলকে অসম্মান করার কোনো উদ্দেশ্য আমাদের ছিল না।’
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) জানিয়েছে, তারা নৈতিক ট্রাইবুনাল গঠন করে তদন্ত কার্যক্রম শুরু করে দিয়েছে। আর্জেন্টিনার স্থানীয় সংবাদমাধ্যম ওলেকে এএফএ সভাপতি ক্লদিও তাপিয়া বলেন,‘কিছু জিনিস থাকে, যেগুলো আমরা পছন্দ করি না। সেগুলো সংশোধন করা দরকার।’
২০২৪-২৫ মৌসুমেই প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) প্রথমবারের মতো পায় চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বাদ। প্যারিসিয়ানদের প্রথমবারের মতো মহাদেশীয় শ্রেষ্ঠত্বের শিরোপা জিততে অসামান্য অবদান রেখেছেন জিয়ানলুইগি দোন্নারুম্মা। পিএসজির গোলপোস্টের সামনে তিনি ছিলেন ‘চীনের মহাপ্রাচীর’। কিন্তু এবার এই ক্লাবটির সঙ্গে শেষ হচ
১৫ মিনিট আগেকদিন আগে বরিশাল বিভাগীয় দলের এনসিএল টি-টোয়েন্টি নির্বাচনে স্থানীয় কোচদের সঙ্গে কয়েকজন সিনিয়র ক্রিকেটারের প্রভাব বিস্তারের খবর সামনে এসেছিল। এবার একই অভিযোগ উঠল রাজশাহী বিভাগীয় দল নিয়েও।
৩০ মিনিট আগেবাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল কাল দেশে ফিরেছে দুটি সিরিজের ট্রফি নিয়ে। অধিনায়ক আজিজুল হাকিম তামিমের হাতে শোভা পাচ্ছিল আফ্রিকা থেকে জিতে ফেরা দুটি শিরোপা। বিমানবন্দরে তাঁদের ঘিরে ধরে উৎসাহী সমর্থকেরা।
১ ঘণ্টা আগেবাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে বিতর্কের শেষ নেই। ম্যাচ গড়াপেটা, খেলোয়াড়দের পারিশ্রমিক বকেয়া, ফ্র্যাঞ্চাইজিতে চরম অব্যবস্থাপনার মতো ইস্যুতে বারবার সমালোচিত হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিপিএলের মান বাড়াতে এবং বিতর্কমুক্ত করতে বিসিবি এবার অন্য পথে হাঁটছে।
১ ঘণ্টা আগে