কী শিরোনাম পড়ে একটু অবাক হলেন! আসলে হওয়ারই কথা। ৯০ মিনিটের খেলায় একটা দল ৩ মিনিটে কীভাবে চ্যাম্পিয়ন হয়। কিন্তু বাস্তবে এমনটাই হয়েছে তুরস্কের সুপার কাপে।
ফাইনালে ৩ মিনিট খেলেই চ্যাম্পিয়ন হয়েছে গ্যালাতাসারাই। প্রতিপক্ষ ফেনারবাচ প্রথম মিনিটে গোল হজমের পরেই মাঠ ছেড়ে গেলে ১৭ তম বারের মতো টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয় গ্যালাতাসারাই। চ্যাম্পিয়ন হওয়ার পর ট্রফি হাতে হাসি মুখে ছবি তুললেও জয়ের নায়ক মাউরো ইর্কাদি হয়তো নিশ্চয়ই খুশি হতে পারেননি।
আসলে এভাবে চ্যাম্পিয়ন হওয়াটা কারও জন্যই যে আনন্দের নয়। ফাইনালে খেলতে নামার আগেই পরিকল্পনা করে রেখেছিল ফেনারবাচ গোল হজমের পরেই তারা মাঠ ছেড়ে চলে যাবে। তাই তো অনূর্ধ্ব-১৯ দলকে মাঠে নামিয়ে দেয় তারা। শিরোপা নির্ধারণীর মতো ম্যাচে ফেনারবাচের এমনটা করার কারণ প্রতিবাদস্বরূপ।
গত ২৯ ডিসেম্বর ফাইনালটি হওয়ার কথা ছিল সৌদি আরব। কিন্তু তখন ম্যাচটি স্থগিত করে দেওয়া। গতকাল সেই ম্যাচটিই হয় তুরস্কের সানলিউরফার জিএপি স্টেডিয়ামে। তুর্কি ফেডারেশনের কাছে ফেনারবাচের অনুরোধ ছিল ফাইনালটি যেন স্থগিত করে নতুন সময় দেওয়া হয়। কারণ আগামী বৃহস্পতিবার উয়েফা কনফারেন্স লিগের ম্যাচ রয়েছে তাদের। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে তাদের প্রতিপক্ষ গ্রিসের ক্লাব অলিম্পিয়াকোস। তাদের অনুরোধ না রাখায় মাঠ ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় ফেনারবাচ। এতে নিয়ম অনুযায়ী গ্যালাতাসারাইকে ১-০ ব্যবধানে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।
ম্যাচ শেষে তুর্কি ফেডারেশনের সমালোচনা করেন ক্লাবের সভাপতি আলি কচ। তিনি বলেছেন, ‘সময় এসেছে তুরস্কের ফুটবলকে নতুন করে সাজানোর। আমরা এমন এক সময়ের মধ্যে আছি যখন তুরস্ক ফুটবলের পুনর্গঠন প্রয়োজন। বাস্তবায়ন করার জন্য তুরস্কে যোগ্য ব্যক্তিও আছে। এই মুহূর্তে নিরপেক্ষতা, স্বচ্ছ প্রতিযোগিতা এবং ক্রীড়া নীতিমালা সামনে আছে উচিত।’
কী শিরোনাম পড়ে একটু অবাক হলেন! আসলে হওয়ারই কথা। ৯০ মিনিটের খেলায় একটা দল ৩ মিনিটে কীভাবে চ্যাম্পিয়ন হয়। কিন্তু বাস্তবে এমনটাই হয়েছে তুরস্কের সুপার কাপে।
ফাইনালে ৩ মিনিট খেলেই চ্যাম্পিয়ন হয়েছে গ্যালাতাসারাই। প্রতিপক্ষ ফেনারবাচ প্রথম মিনিটে গোল হজমের পরেই মাঠ ছেড়ে গেলে ১৭ তম বারের মতো টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয় গ্যালাতাসারাই। চ্যাম্পিয়ন হওয়ার পর ট্রফি হাতে হাসি মুখে ছবি তুললেও জয়ের নায়ক মাউরো ইর্কাদি হয়তো নিশ্চয়ই খুশি হতে পারেননি।
আসলে এভাবে চ্যাম্পিয়ন হওয়াটা কারও জন্যই যে আনন্দের নয়। ফাইনালে খেলতে নামার আগেই পরিকল্পনা করে রেখেছিল ফেনারবাচ গোল হজমের পরেই তারা মাঠ ছেড়ে চলে যাবে। তাই তো অনূর্ধ্ব-১৯ দলকে মাঠে নামিয়ে দেয় তারা। শিরোপা নির্ধারণীর মতো ম্যাচে ফেনারবাচের এমনটা করার কারণ প্রতিবাদস্বরূপ।
গত ২৯ ডিসেম্বর ফাইনালটি হওয়ার কথা ছিল সৌদি আরব। কিন্তু তখন ম্যাচটি স্থগিত করে দেওয়া। গতকাল সেই ম্যাচটিই হয় তুরস্কের সানলিউরফার জিএপি স্টেডিয়ামে। তুর্কি ফেডারেশনের কাছে ফেনারবাচের অনুরোধ ছিল ফাইনালটি যেন স্থগিত করে নতুন সময় দেওয়া হয়। কারণ আগামী বৃহস্পতিবার উয়েফা কনফারেন্স লিগের ম্যাচ রয়েছে তাদের। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে তাদের প্রতিপক্ষ গ্রিসের ক্লাব অলিম্পিয়াকোস। তাদের অনুরোধ না রাখায় মাঠ ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় ফেনারবাচ। এতে নিয়ম অনুযায়ী গ্যালাতাসারাইকে ১-০ ব্যবধানে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।
ম্যাচ শেষে তুর্কি ফেডারেশনের সমালোচনা করেন ক্লাবের সভাপতি আলি কচ। তিনি বলেছেন, ‘সময় এসেছে তুরস্কের ফুটবলকে নতুন করে সাজানোর। আমরা এমন এক সময়ের মধ্যে আছি যখন তুরস্ক ফুটবলের পুনর্গঠন প্রয়োজন। বাস্তবায়ন করার জন্য তুরস্কে যোগ্য ব্যক্তিও আছে। এই মুহূর্তে নিরপেক্ষতা, স্বচ্ছ প্রতিযোগিতা এবং ক্রীড়া নীতিমালা সামনে আছে উচিত।’
ফিফার সবশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে বড় চমক দেখিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। ২৪ ধাপ উন্নতি করে উঠে এসেছে ১০৪ নম্বরে। আর কোনো দলই এতটা বড় লাফ দিতে পারেনি। উন্নতির এই ধারা বজায় রাখতে চান কোচ পিটার বাটলার। বাংলাদেশকে সেরা ১০০ দলের ভেতর রাখত কাজ চালিয়ে যাবেন তিনি।
৪৪ মিনিট আগেবাফুফে ভবনের চার তলায় থাকেন নারী ফুটবলাররা। ক্যাম্পের খাবার নিয়ে প্রায়ই সমালোচনা করতে দেখা যায় কোচ পিটার বাটলার। ফুটবলারদের মধ্যে সঠিক পুষ্টির অভাবও দেখতে পান তিনি। বাটলার কথার সঙ্গে খুব একটা একমত নন বাফুফের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ।
১ ঘণ্টা আগেখেলোয়াড়দের শখের গাড়ি নিয়ে সামাজিকমাধ্যমে কত কিছুই তো দেখা যায়। কেউ এক গাড়ি কিনে দীর্ঘদিন চালানোর পর নতুন মডেলের গাড়ি কেনেন। ক্রিস্টিয়ানো রোনালদোর গ্যারেজে আছে বিশ্বের নামীদামী অনেক ব্র্যান্ডের গাড়ি। রোনালদোর মতো রোহিত শর্মারও গাড়ির গাড়িপ্রেমী এক ক্রিকেটার।
২ ঘণ্টা আগেলাওসে গতকাল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দলের জন্য দিনটা ছিল অম্লমধুর। কারণ, বিকেলে এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৬-১ গোলে হজমের পর মূল পর্বের টিকিট পাওয়াটাই শঙ্কার মুখে পড়ে গিয়েছিল। পরে জানা যায়, বাংলাদেশ নারী দল অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের মূল পর্বে উঠেছে।
৩ ঘণ্টা আগে