ক্রীড়া ডেস্ক
জয়ের সংজ্ঞাটা একরকম ভুলেই গিয়েছিল ইন্টার মায়ামি। হারতে হারতে তারা পূরণ করে ফেলল হ্যাটট্রিকও। টানা তিন হারের পর অবশেষে আজ জয়ের দেখা পেল মায়ামি। আর লিওনেল মেসিও পেয়েছেন গোলের দেখা।
প্রতিযোগিতামূলক ফুটবলে যে মেসি গোলের বন্যা বইয়ে দিয়েছেন, তাঁরও গত কয়েক ম্যাচ ধরে মিলছিল না গোলের দেখা। গোল করার সুযোগ পেয়েও সেগুলো কাজে লাগাতে পারেননি আর্জেন্টাইন ফরোয়ার্ড। টানা চার ম্যাচ গোলহীন থাকার পর সেই মেসির গোলখরা কাটল। তাঁর গোলের দিনে ৪-১ গোলের জয় পেয়েছে মায়ামি।
চেজ স্টেডিয়ামে গতকাল বাংলাদেশ সময় মধ্যরাতে মেজর লিগ সকারে (এমএলএস) নিউইয়র্ক রেডবুলসের বিপক্ষে খেলেছে ইন্টার মায়ামি। ৯ মিনিটে মায়ামিকে এগিয়ে দেন ফাফা পিকাল্ট। তাঁকে অ্যাসিস্ট করেন লুইস সুয়ারেজ। ৩০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন দলটির ডিফেন্ডার মার্সেলো ভেইগান্ট। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) দেখে দেওয়া হয়েছে গোলটি। আর ৩৯ মিনিটে সুয়ারেজ নিজেই গোল করেন।
প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগমুহূর্তে ব্যবধান কমায় নিউইয়র্ক রেডবুলস। ৪৩ মিনিটে গোল করেন রেডবুলস ফরোয়ার্ড এরিক ম্যাক্সিম ছুপো-মোটিং। প্রথমার্ধ মায়ামি শেষ করে ৩-১ গোলে এগিয়ে থেকে। আর ৬৭ মিনিটে গোলের দেখা পান মেসি। আর্জেন্টাইন ফরোয়ার্ড বক্সের বাইরে থেকে তালেসকো সেগোভিয়ার সঙ্গে কয়েকবার বল আদান–প্রদান করেন। শেষ পর্যন্ত বাঁ পায়ের শটে লক্ষ্য ভেদ করেন মেসি।
৪-১ গোলের জয়ে ১০ ম্যাচে ২১ পয়েন্ট হলো ইন্টার মায়ামির। মেসি-সুয়ারেজদের দল জিতেছে ৬ ম্যাচ, ৩ ম্যাচ ড্র করেছে এবং হেরেছে ১ ম্যাচ। এমএলএসের ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় তারা অবস্থান করছে চার নম্বরে। ২৪ পয়েন্ট নিয়ে সবার ওপরে কলম্বাস ক্রু। তারা খেলেছে ১১ ম্যাচ। সমান ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে দুইয়ে ফিলাডেলফিয়া।
জয়ের সংজ্ঞাটা একরকম ভুলেই গিয়েছিল ইন্টার মায়ামি। হারতে হারতে তারা পূরণ করে ফেলল হ্যাটট্রিকও। টানা তিন হারের পর অবশেষে আজ জয়ের দেখা পেল মায়ামি। আর লিওনেল মেসিও পেয়েছেন গোলের দেখা।
প্রতিযোগিতামূলক ফুটবলে যে মেসি গোলের বন্যা বইয়ে দিয়েছেন, তাঁরও গত কয়েক ম্যাচ ধরে মিলছিল না গোলের দেখা। গোল করার সুযোগ পেয়েও সেগুলো কাজে লাগাতে পারেননি আর্জেন্টাইন ফরোয়ার্ড। টানা চার ম্যাচ গোলহীন থাকার পর সেই মেসির গোলখরা কাটল। তাঁর গোলের দিনে ৪-১ গোলের জয় পেয়েছে মায়ামি।
চেজ স্টেডিয়ামে গতকাল বাংলাদেশ সময় মধ্যরাতে মেজর লিগ সকারে (এমএলএস) নিউইয়র্ক রেডবুলসের বিপক্ষে খেলেছে ইন্টার মায়ামি। ৯ মিনিটে মায়ামিকে এগিয়ে দেন ফাফা পিকাল্ট। তাঁকে অ্যাসিস্ট করেন লুইস সুয়ারেজ। ৩০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন দলটির ডিফেন্ডার মার্সেলো ভেইগান্ট। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) দেখে দেওয়া হয়েছে গোলটি। আর ৩৯ মিনিটে সুয়ারেজ নিজেই গোল করেন।
প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগমুহূর্তে ব্যবধান কমায় নিউইয়র্ক রেডবুলস। ৪৩ মিনিটে গোল করেন রেডবুলস ফরোয়ার্ড এরিক ম্যাক্সিম ছুপো-মোটিং। প্রথমার্ধ মায়ামি শেষ করে ৩-১ গোলে এগিয়ে থেকে। আর ৬৭ মিনিটে গোলের দেখা পান মেসি। আর্জেন্টাইন ফরোয়ার্ড বক্সের বাইরে থেকে তালেসকো সেগোভিয়ার সঙ্গে কয়েকবার বল আদান–প্রদান করেন। শেষ পর্যন্ত বাঁ পায়ের শটে লক্ষ্য ভেদ করেন মেসি।
৪-১ গোলের জয়ে ১০ ম্যাচে ২১ পয়েন্ট হলো ইন্টার মায়ামির। মেসি-সুয়ারেজদের দল জিতেছে ৬ ম্যাচ, ৩ ম্যাচ ড্র করেছে এবং হেরেছে ১ ম্যাচ। এমএলএসের ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় তারা অবস্থান করছে চার নম্বরে। ২৪ পয়েন্ট নিয়ে সবার ওপরে কলম্বাস ক্রু। তারা খেলেছে ১১ ম্যাচ। সমান ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে দুইয়ে ফিলাডেলফিয়া।
ধর তক্তা মার পেরেক—বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে গত রাতে রোমারিও শেফার্ডের খেলার ধরন ছিল এমনই। তাঁর আক্রমণাত্মক ব্যাটিংয়ে চেন্নাই সুপার কিংসের বোলাররা পুরো এলোমেলো হয়ে যান। চেন্নাইয়ের বোলারদের পিটিয়ে আইপিএলে গড়লেন রেকর্ড ফিফটি।
৩৫ মিনিট আগেকিউইদের বিপক্ষে সিরিজটা ‘এ’ দলের হলেও রীতিমতো ‘জাতীয় দলই যেন দিয়েছেন বিসিবির নির্বাচকেরা! বাংলাদেশ ‘এ’ দলে মোস্তাফিজুর রহমান, এনামুল হক বিজয়, নাঈম শেখ, পারভেজ হোসেন ইমন, মোসাদ্দেক হোসেন সৈকত, তানভীর ইসলাম, নাঈম হাসান, ইবাদত হোসেন..
১ ঘণ্টা আগেটেস্ট অভিষেকের প্রথম ইনিংসেই ৫ উইকেট পেয়েছেন ভিনসেন্ট মাসেকেসা। কীর্তিটা কদিন আগে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে করেছেন তিনি। তবে অভিষেকে আলো ছড়ানো এই লেগস্পিনার ঠিক তার পরের সিরিজেই বাদ পড়েছেন।
২ ঘণ্টা আগে২০২৪-২৫ মৌসুমের লা লিগা শেষভাগে এসে পড়েছে। টুর্নামেন্ট যতই গড়াচ্ছে, ততই জমজমাট হয়ে উঠছে। এমনকি শেষ অংশে এসে কোনো কোনো ম্যাচ ছড়াচ্ছে আলো। একই সঙ্গে খেলোয়াড়দের চোট চিন্তা বাড়াচ্ছে দলগুলোর।
২ ঘণ্টা আগে