আন্তর্জাতিক ফুটবল হোক বা ক্লাব ফুটবল, ক্রিস্টিয়ানো রোনালদো মানেই দুর্দান্ত পারফরম্যান্স। নিজে গোল করছেন, সতীর্থদের দিয়ে গোল করাচ্ছেন। বয়স যা-ই হোক, পর্তুগিজ তারকা ফরোয়ার্ড ছুটে চলেছেন দুরন্ত গতিতে। গত রাতে তাঁর অসাধারণ দুটি গোলে আল নাসর পয়েন্ট তালিকায় শীর্ষে ওঠার আরও কাছে পৌঁছেছে।
সৌদি প্রো লিগে আল আওয়াল পার্ক স্টেডিয়ামে গত রাতে সৌদি প্রো লিগে আল নাসরের প্রতিপক্ষ ছিল আল আখদৌদ। ১৩ মিনিটে প্রথম গোলের দেখা পেয়ে যায় আল নাসর। ডিফেন্ডার সুলতান আল ঘান্নামের অ্যাসিস্টে গোল করেন আল নাসরের মিডফিল্ডার সামি আল নাজেই। প্রথমার্ধ শেষ হয় ১-০ গোলে। এই ম্যাচে রোনালদোকে গোল পেতে অপেক্ষা করতে হয়েছে ৭৭ মিনিট পর্যন্ত। পর্তুগিজ তারকা ফরোয়ার্ডের এক সতীর্থের গোল ফিরিয়ে দিয়েছেন আল আখদৌদ গোলরক্ষক। ফিরতি সুযোগে বল চলে যায় রোনালদের পাশে। এরপর বুলেট গতির শটে লক্ষ্যভেদ করেন পর্তুগিজ তারকা ফরোয়ার্ড। ম্যাচে রোনালদো তাঁর দ্বিতীয় গোল পেয়েছেন ৩ মিনিট পর। এবার আল নাসরের এক খেলোয়াড়ের গোলের চেষ্টা প্রথম প্রতিহত করেছেন আল আখদৌদ গোলরক্ষক। এরপর বল রোনালদোর পায়ে গেলে দুর্দান্ত এক দূরপাল্লার শটে গোল করেন তিনি।
পর্তুগিজ তারকা ফরোয়ার্ডের জোড়া গোলে আল আখদৌদকে ৩-০ গোলে হারিয়েছে আল নাসর। ম্যাচ শেষে নিজের ফেসবুক পেজে ম্যাচের কিছু মুহূর্তের ছবি পোস্ট করে রোনালদো লিখেছেন, ‘সপ্তাহের শেষটা দারুণ।’ এই জয়ে ১৪ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে সৌদি প্রো লিগের পয়েন্ট তালিকায় আল নাসর রয়েছে ২ নম্বরে। শীর্ষে থাকা আল হিলালের ১৩ ম্যাচ খেলে পয়েন্ট ৩৫।
আল নাসরের হয়ে ২০২৩-২৪ মৌসুমে ১৮ ম্যাচ খেলে রোনালদো করেছেন ১৮ গোল এবং ৯ গোলে অ্যাসিস্ট করেছেন, যার মধ্যে সৌদি প্রো লিগে ১৫ গোল করে এবারের মৌসুমের সর্বোচ্চ গোলদাতা এখন পর্যন্ত তিনি। আর সৌদি ক্লাবটির হয়ে সব মিলে ৩৭ ম্যাচে তিনি করেছেন ৩২ গোল এবং ১১ গোলে অ্যাসিস্ট করেছেন।
আন্তর্জাতিক ফুটবল হোক বা ক্লাব ফুটবল, ক্রিস্টিয়ানো রোনালদো মানেই দুর্দান্ত পারফরম্যান্স। নিজে গোল করছেন, সতীর্থদের দিয়ে গোল করাচ্ছেন। বয়স যা-ই হোক, পর্তুগিজ তারকা ফরোয়ার্ড ছুটে চলেছেন দুরন্ত গতিতে। গত রাতে তাঁর অসাধারণ দুটি গোলে আল নাসর পয়েন্ট তালিকায় শীর্ষে ওঠার আরও কাছে পৌঁছেছে।
সৌদি প্রো লিগে আল আওয়াল পার্ক স্টেডিয়ামে গত রাতে সৌদি প্রো লিগে আল নাসরের প্রতিপক্ষ ছিল আল আখদৌদ। ১৩ মিনিটে প্রথম গোলের দেখা পেয়ে যায় আল নাসর। ডিফেন্ডার সুলতান আল ঘান্নামের অ্যাসিস্টে গোল করেন আল নাসরের মিডফিল্ডার সামি আল নাজেই। প্রথমার্ধ শেষ হয় ১-০ গোলে। এই ম্যাচে রোনালদোকে গোল পেতে অপেক্ষা করতে হয়েছে ৭৭ মিনিট পর্যন্ত। পর্তুগিজ তারকা ফরোয়ার্ডের এক সতীর্থের গোল ফিরিয়ে দিয়েছেন আল আখদৌদ গোলরক্ষক। ফিরতি সুযোগে বল চলে যায় রোনালদের পাশে। এরপর বুলেট গতির শটে লক্ষ্যভেদ করেন পর্তুগিজ তারকা ফরোয়ার্ড। ম্যাচে রোনালদো তাঁর দ্বিতীয় গোল পেয়েছেন ৩ মিনিট পর। এবার আল নাসরের এক খেলোয়াড়ের গোলের চেষ্টা প্রথম প্রতিহত করেছেন আল আখদৌদ গোলরক্ষক। এরপর বল রোনালদোর পায়ে গেলে দুর্দান্ত এক দূরপাল্লার শটে গোল করেন তিনি।
পর্তুগিজ তারকা ফরোয়ার্ডের জোড়া গোলে আল আখদৌদকে ৩-০ গোলে হারিয়েছে আল নাসর। ম্যাচ শেষে নিজের ফেসবুক পেজে ম্যাচের কিছু মুহূর্তের ছবি পোস্ট করে রোনালদো লিখেছেন, ‘সপ্তাহের শেষটা দারুণ।’ এই জয়ে ১৪ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে সৌদি প্রো লিগের পয়েন্ট তালিকায় আল নাসর রয়েছে ২ নম্বরে। শীর্ষে থাকা আল হিলালের ১৩ ম্যাচ খেলে পয়েন্ট ৩৫।
আল নাসরের হয়ে ২০২৩-২৪ মৌসুমে ১৮ ম্যাচ খেলে রোনালদো করেছেন ১৮ গোল এবং ৯ গোলে অ্যাসিস্ট করেছেন, যার মধ্যে সৌদি প্রো লিগে ১৫ গোল করে এবারের মৌসুমের সর্বোচ্চ গোলদাতা এখন পর্যন্ত তিনি। আর সৌদি ক্লাবটির হয়ে সব মিলে ৩৭ ম্যাচে তিনি করেছেন ৩২ গোল এবং ১১ গোলে অ্যাসিস্ট করেছেন।
চট্টগ্রাম টেস্টে তিন দিনেই জিম্বাবুয়েকে গুঁড়িয়ে দিয়েছে বাংলাদেশ। আলাদা করে মেহেদী হাসান মিরাজই কেড়ে নিয়েছেন ম্যাচের আলো। লেজের ব্যাটারদের নিয়ে বাংলাদেশের প্রথম ইনিংস নিয়ে গেছেন ৪৪৪ রানে। দল পায় ২১৭ রানের লিড। ৭ উইকেটে ২৯১ রান নিয়ে তৃতীয় দিন ব্যাটিং নামে আজ স্বাগতিকেরা। টেলএন্ডার ব্যাটারদের নিয়ে মিরা
১ ঘণ্টা আগেবৃষ্টির কারণে ম্যাচের পরিধি কমিয়ে নির্ধারণ হয় ২৮ ওভারে। শেষে ওভার পুরোপুরি খেলা হয়নি আলোকস্বল্পতার কারণে। কিন্তু যত ওভার হয়েছে, তাতে বাংলাদেশের জয় আটকানো গেল না। কলম্বোয় সিরিজের তৃতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলকে ডিএল মেথডে ৩৯ রানে হারিয়ে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ যুবারা।
২ ঘণ্টা আগে২০২২ বিশ্বকাপের পর থেকেই ব্রাজিল ফুটবল দলের লেজেগোবরে অবস্থা। এই সময়ে ৩ জন কোচ পরিবর্তন হলেও পরিবর্তন আসেনি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন দলটির পারফরম্যান্সে। এবার তাই দলের জন্য হাইপ্রোফাইল কোচ নিয়োগের জন্য উঠে পড়ে লেগেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনিয়াদের কোচ হিসেবে রিয়া
৩ ঘণ্টা আগেব্যাট হাতে দুর্দান্ত এক সেঞ্চুরিতে দলের প্রয়োজন মিটিয়েছেন। সেঞ্চুরির পর বোলিংয়েও মেহেদী হাসান মিরাজের ভেলকি। ৫ উইকেট নিয়ে তৃতীয় সেশনে একাই যেন ধসিয়ে দিলেন জিম্বাবুয়েকে। তাইজুল-মিরাজের সৌজন্যে তিন দিনেই জিম্বাবুয়েকে গুঁড়িয়ে সিরিজ বাঁচাল বাংলাদেশ। দ্বিতীয় টেস্টে সফরকারীদের ইনিংস ও ১০৬ রানের বড়
৩ ঘণ্টা আগে