Ajker Patrika

নেইমার-ক্রোয়াট ফুটবলারের ছেলের এ ছবিই ফুটবলের জয় 

আপডেট : ১০ ডিসেম্বর ২০২২, ১৮: ৩৯
নেইমার-ক্রোয়াট ফুটবলারের ছেলের এ ছবিই ফুটবলের জয় 

ছবিটা গত রাত থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল। যে ছবি শুধুই ছবি নয়। যে ছবি শুধুই ফুটবলের নয়। ছবিটা ফুটবল ছাপিয়ে জীবনেরও গল্প। ছবিটা হৃদয়স্পর্শী। 

ততক্ষণে খেলা শেষ। ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকে হেরে স্বপ্নের সলিলসমাধি ব্রাজিলের। নেইমার কাঁদছেন। অঝোরে কাঁদছেন। তাঁকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিচ্ছেন ব্রাজিলের অভিজ্ঞ সেনানী দানি আলভেজ। কান্নায় ভেঙে পড়া নেইমারকে এ সময়ে সান্ত্বনা দিতে এল ইভান পেরিসিচের পুত্র লিও। শুরুতে তাকে আটকাতে চাইছিল দুই নিরাপত্তাকর্মী। নিজেকে সামলে নেইমার ডাকল লিওকে। জড়িয়ে ধরে তাঁর খুদে ভক্তের কপালে চুমু এঁকে দিলেন। আদর করলেন। লিওও ব্রাজিলিয়ান তারকাকে জড়িয়ে সান্ত্বনা দিল। 

এই দৃশ্য দেখে কে বলবে খানিক আগেই লিওর বাবা আর তাঁর সতীর্থরাই কেড়ে নিয়েছে নেইমারদের স্বপ্ন। মাঠের খেলায় অনেক নিষ্ঠুর কিংবা ভালো লাগার দৃশ্যের অবতারণা হয়। কিন্তু খেলা শেষে ভালোবাসাটাই টিকে থাকে। নেইমার যতই বাবার প্রতিপক্ষ দলের বড় তারকা হন, লিও তাঁকে যে অনেক ভালোবাসে, এই দৃশ্যেই পরিষ্কার। তাই তো খেলা শেষে ক্রোয়েশিয়ার জয়ের আনন্দ শেষে ছুটে আসে প্রিয় নেইমারকে একটু ছুঁয়ে দেখতে। ভালোবাসা জানাতে। 
 
গতকাল কোয়ার্টার ফাইনালে নির্ধারিত ও অতিরিক্ত সময়ে ১-১ গোলে ড্র হওয়ার পর পেনাল্টি শুটআউটে ব্রাজিলকে ৪-২ গোলে হারিয়েছে ক্রোয়েশিয়া। অতিরিক্ত সময়ে দলকে এগিয়ে দিয়েও দলকে জয় এনে দিতে পারেননি নেইমার। নিজের বিশ্বকাপ স্বপ্ন এভাবে শেষ হয়ে যাবে, তিনি নিজেও কি তা ভেবেছিলেন! 

খেলায় জয়-পরাজয়, আনন্দ-হতাশা সবই থাকে। কিন্তু সব ছাপিয়ে খেলার অর্থ বোধ হয় এটাই। নেইমার-লিওর অপূর্ব এই ছবি। নেটিজেনরা তা মুহূর্তেই ছড়িয়ে দেবেন দিকে, দিকে, চারদিকে—তা আর অস্বাভাবিক কী!

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত