দিনে দিনে বাড়ছে ফুটবলের বাজার। ইউরোপের একচ্ছত্র আধিপত্য ভেঙে এশিয়া প্যাসিফিকের দেশগুলোও এখন নেমে পড়েছে বাজার দখলের প্রতিযোগিতায়। ২০২৩-২৪ মৌসুমে ফুটবলে সৌদি প্রো লিগের বিনিয়োগ এখন মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে ইউরোপের শীর্ষ ক্লাবগুলোর।
অবশ্য বছর ছয়েক আগে চীন একই পন্থায় ইউরোপ থেকে খেলোয়াড় নিয়ে গেলেও সেভাবে মাথা তুলে দাঁড়াতে পারেনি দেশটির সুপার লিগ। সৌদি আরবে গেছেন ক্রিস্টিয়ানো রোনালদো, করিম বেনজেমা, নেইমার, এনগোলা কান্তে, সাদিও মানের মতো তারকারা। চলতি গ্রীষ্মকালীন দলবদলে সর্বোচ্চ ব্যয়ের তালিকায় দুইয়ে আছে সৌদি প্রো লিগ। বিশ্বের সবচেয়ে দামি লিগের তালিকায় তাদের অবস্থান ১০ নম্বরে।
বিশ্বব্যাপী ব্যবস্থাপনা কৌশল ও বাজার নিয়ে গবেষণা করে ভারতে অবস্থিত আন্তর্জাতিক মার্কেট অ্যানালিসিস রিসার্চ অ্যান্ড কনসালটিং গ্রুপ আইএমএআরসি ও মর্ডর ইন্টেলিজেন্স প্রাইভেট লিমিটেড। তাদের বিশ্লেষণে উঠে এসেছে, ২০২৩-২৮ পর্যন্ত বৈশ্বিক ফুটবলের বাজার কীভাবে বাড়বে।
বিশ্লেষণে আরও জানা যায়, ২০২৩ সালে ফুটবল বাজারের আকার ৭১২.৩২ মিলিয়ন মার্কিন ডলার। আর সেটি বার্ষিক ৪.০৯ শতাংশ বৃদ্ধির হারে ২০২৮ সালে গিয়ে ঠেকবে ৮৭০.৪০ মিলিয়ন ডলারে। কোভিড মহামারির কারণে বিশ্বব্যাপী কয়েকটি জাতীয় ও আন্তর্জাতিক টুর্নামেন্ট সাময়িকভাবে স্থগিত ও ক্লোজড-ডোরে হওয়ায় এই বাজারের উল্লেখযোগ্যভাবে ক্ষতি হয়েছিল। তবে কোভিডের পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে ওঠায় বাজার আবার চাঙা হয়ে উঠেছে।
বিশ্বব্যাপী বেড়েছে ক্রীড়াসামগ্রী উৎপাদন ও বিক্রি। মহামারির সময় নাইকির মতো বৃহত্তর ক্রীড়াসামগ্রী প্রতিষ্ঠানের বিক্রি হ্রাস পেয়েছিল উল্লেখযোগ্য হারে। তবে সেই ধাক্কা সামলে উঠেছে কোম্পানিটি। নাইকির গত বছরের আয় ছিল ৪৬.৭১ বিলিয়ন, যা ২০২১ সাল থেকে ৪.৮৮ শতাংশ বেশি।
কোভিডের কারণে ইউরোপের বেশ কয়েকটি ক্লাব আর্থিক ক্ষতির মুখে পড়ে। বার্সেলোনার মতো জনপ্রিয় ক্লাবও সেটির শিকার। খেলোয়াড়দের বেতন কমাতেও অনুরোধ করে তারা। তবে এখন সেই কঠিন অবস্থা কাটিয়ে নতুন খেলোয়াড় চুক্তিবদ্ধ করতে কোনো ‘ইকোনমিক লিভার’ চালু করতে হয়নি বার্সাকে। ইউরোপের অন্য ক্লাবগুলোর অবস্থাও একই। তার মধ্যে গত মৌসুমে চেলসিতে মালিকানা পরিবর্তন হয়েছে। মার্কিন ধনকুবের টড বোহেলি খেলোয়াড় কিনতে রেকর্ড অঙ্কের ব্যয় করে চাঙা করে তুলেছে প্রিমিয়ার লিগকে। এ মৌসুমে সৌদির কাছে খেলোয়াড় বিক্রি করেও পয়সা কামিয়েছে ইউরোপের ক্লাবগুলো।
এশিয়ার ফুটবলে তারকা খেলোয়াড়দের উপস্থিতিতে সামাজিক যোগাযোগমাধ্যমে সৌদি ক্লাবগুলোর পরিচিতি ও কার্যক্রমও বেড়েছে। তার সঙ্গে সম্প্রচার স্বত্ব তো আছেই; যে কারণে ভৌগোলিক অবস্থানভেদে দ্রুত বর্ধনশীল ফুটবল বাজার এখন এশিয়া। তরুণদের মধ্যে ফুটবলের প্রতি অনুরাগ বাড়ছে, যা ফুটবল বাজারের অন্যতম চালিকাশক্তি হিসেবে উল্লেখ করা হয়েছে গবেষণায়। সম্প্রচার স্বত্ব ও স্পনসর বা পৃষ্ঠপোষকতা বাড়িয়েছে ফুটবলের বাজারের আকার।
এশিয়ায় শুধু ফুটবল নয়, ক্রিকেট-হকির বাজারও বাড়ছে। এশিয়া প্যাসিফিকের মধ্যে ফুটবলে ভারত, দক্ষিণ-পূর্ব এশিয়া, দক্ষিণ কোরিয়া, চীন ও অস্ট্রেলিয়ার উন্নতি চোখে পড়ার মতো। মর্ডর ইন্টেলিজেন্স এশিয়ার ক্রীড়া বাজারের বিশ্লেষণে দেখিয়েছে, ২০২৩ থেকে ২০২৮ পর্যন্ত বার্ষিক বৃদ্ধির হার ১৪.০৭ শতাংশ।
দিনে দিনে বাড়ছে ফুটবলের বাজার। ইউরোপের একচ্ছত্র আধিপত্য ভেঙে এশিয়া প্যাসিফিকের দেশগুলোও এখন নেমে পড়েছে বাজার দখলের প্রতিযোগিতায়। ২০২৩-২৪ মৌসুমে ফুটবলে সৌদি প্রো লিগের বিনিয়োগ এখন মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে ইউরোপের শীর্ষ ক্লাবগুলোর।
অবশ্য বছর ছয়েক আগে চীন একই পন্থায় ইউরোপ থেকে খেলোয়াড় নিয়ে গেলেও সেভাবে মাথা তুলে দাঁড়াতে পারেনি দেশটির সুপার লিগ। সৌদি আরবে গেছেন ক্রিস্টিয়ানো রোনালদো, করিম বেনজেমা, নেইমার, এনগোলা কান্তে, সাদিও মানের মতো তারকারা। চলতি গ্রীষ্মকালীন দলবদলে সর্বোচ্চ ব্যয়ের তালিকায় দুইয়ে আছে সৌদি প্রো লিগ। বিশ্বের সবচেয়ে দামি লিগের তালিকায় তাদের অবস্থান ১০ নম্বরে।
বিশ্বব্যাপী ব্যবস্থাপনা কৌশল ও বাজার নিয়ে গবেষণা করে ভারতে অবস্থিত আন্তর্জাতিক মার্কেট অ্যানালিসিস রিসার্চ অ্যান্ড কনসালটিং গ্রুপ আইএমএআরসি ও মর্ডর ইন্টেলিজেন্স প্রাইভেট লিমিটেড। তাদের বিশ্লেষণে উঠে এসেছে, ২০২৩-২৮ পর্যন্ত বৈশ্বিক ফুটবলের বাজার কীভাবে বাড়বে।
বিশ্লেষণে আরও জানা যায়, ২০২৩ সালে ফুটবল বাজারের আকার ৭১২.৩২ মিলিয়ন মার্কিন ডলার। আর সেটি বার্ষিক ৪.০৯ শতাংশ বৃদ্ধির হারে ২০২৮ সালে গিয়ে ঠেকবে ৮৭০.৪০ মিলিয়ন ডলারে। কোভিড মহামারির কারণে বিশ্বব্যাপী কয়েকটি জাতীয় ও আন্তর্জাতিক টুর্নামেন্ট সাময়িকভাবে স্থগিত ও ক্লোজড-ডোরে হওয়ায় এই বাজারের উল্লেখযোগ্যভাবে ক্ষতি হয়েছিল। তবে কোভিডের পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে ওঠায় বাজার আবার চাঙা হয়ে উঠেছে।
বিশ্বব্যাপী বেড়েছে ক্রীড়াসামগ্রী উৎপাদন ও বিক্রি। মহামারির সময় নাইকির মতো বৃহত্তর ক্রীড়াসামগ্রী প্রতিষ্ঠানের বিক্রি হ্রাস পেয়েছিল উল্লেখযোগ্য হারে। তবে সেই ধাক্কা সামলে উঠেছে কোম্পানিটি। নাইকির গত বছরের আয় ছিল ৪৬.৭১ বিলিয়ন, যা ২০২১ সাল থেকে ৪.৮৮ শতাংশ বেশি।
কোভিডের কারণে ইউরোপের বেশ কয়েকটি ক্লাব আর্থিক ক্ষতির মুখে পড়ে। বার্সেলোনার মতো জনপ্রিয় ক্লাবও সেটির শিকার। খেলোয়াড়দের বেতন কমাতেও অনুরোধ করে তারা। তবে এখন সেই কঠিন অবস্থা কাটিয়ে নতুন খেলোয়াড় চুক্তিবদ্ধ করতে কোনো ‘ইকোনমিক লিভার’ চালু করতে হয়নি বার্সাকে। ইউরোপের অন্য ক্লাবগুলোর অবস্থাও একই। তার মধ্যে গত মৌসুমে চেলসিতে মালিকানা পরিবর্তন হয়েছে। মার্কিন ধনকুবের টড বোহেলি খেলোয়াড় কিনতে রেকর্ড অঙ্কের ব্যয় করে চাঙা করে তুলেছে প্রিমিয়ার লিগকে। এ মৌসুমে সৌদির কাছে খেলোয়াড় বিক্রি করেও পয়সা কামিয়েছে ইউরোপের ক্লাবগুলো।
এশিয়ার ফুটবলে তারকা খেলোয়াড়দের উপস্থিতিতে সামাজিক যোগাযোগমাধ্যমে সৌদি ক্লাবগুলোর পরিচিতি ও কার্যক্রমও বেড়েছে। তার সঙ্গে সম্প্রচার স্বত্ব তো আছেই; যে কারণে ভৌগোলিক অবস্থানভেদে দ্রুত বর্ধনশীল ফুটবল বাজার এখন এশিয়া। তরুণদের মধ্যে ফুটবলের প্রতি অনুরাগ বাড়ছে, যা ফুটবল বাজারের অন্যতম চালিকাশক্তি হিসেবে উল্লেখ করা হয়েছে গবেষণায়। সম্প্রচার স্বত্ব ও স্পনসর বা পৃষ্ঠপোষকতা বাড়িয়েছে ফুটবলের বাজারের আকার।
এশিয়ায় শুধু ফুটবল নয়, ক্রিকেট-হকির বাজারও বাড়ছে। এশিয়া প্যাসিফিকের মধ্যে ফুটবলে ভারত, দক্ষিণ-পূর্ব এশিয়া, দক্ষিণ কোরিয়া, চীন ও অস্ট্রেলিয়ার উন্নতি চোখে পড়ার মতো। মর্ডর ইন্টেলিজেন্স এশিয়ার ক্রীড়া বাজারের বিশ্লেষণে দেখিয়েছে, ২০২৩ থেকে ২০২৮ পর্যন্ত বার্ষিক বৃদ্ধির হার ১৪.০৭ শতাংশ।
বিপিএলের ফিক্সিং বিষয়ে ৩০০ ঘণ্টার অডিও রেকর্ডিং ও ৩ হাজার পৃষ্ঠার নথি বিশ্লেষণ শেষে একটি স্বাধীন তদন্ত কমিটি তৈরি করেছে প্রাথমিক প্রতিবেদন। সেই প্রতিবেদন গতকাল বিসিবি সভাপতির কাছে জমা দিয়েছে কমিটি।
২২ মিনিট আগেনেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের আগে নিজেদের ঝালিয়ে নিতে আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে লাল ও সবুজ দলে ভাগ হয়ে খেলেছে জাতীয় দল। ম্যাচটা ছিল নেহাতই ঝালিয়ে নেওয়ার। তবে ক্রিকেটাররা খেলেছেন যথেষ্ট সিরিয়াস মুডে।
১২ ঘণ্টা আগেফ্ল্যাশিং মিডোয় এবারই লাকোস্ত জ্যাকেটে প্রথম দেখা গেল নোভাক জোকোভিচকে। রাফায়েল নাদালের অনুকরণে হাতাকাটা পোশাক পরেছেন জ্যাক ড্র্যাপার। লাকোস্ত জ্যাকেট নিয়ে যতটা না সার্বিয়ান জোকোভিচ কিংবা হাতাকাটা পোশাক পরে ব্রিটিশ ড্র্যাপার আলোচিত, তার চেয়ে নিজের নতুন লুক নিয়ে অনেক বেশি আলোচিত কার্লোস আলকারাস।
১৪ ঘণ্টা আগেপ্রথমবারের মতো নারী এশিয়ান কাপে খেলবে বাংলাদেশ। হাতে আছে ৬ মাস। প্রস্তুতি নিতে পরিকল্পনাও গুছিয়ে ফেলেছে বাফুফে। ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে এশিয়ান কাপের প্রস্তুতি। আজ বাফুফে ভবনে এমনটাই জানিয়েছেন নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ।
১৬ ঘণ্টা আগে