এই প্রথম ব্যালন ডি’অর নিয়ে ন্যু ক্যাম্পে ফেরা হলো না লিওনেল মেসির। মেসি এবার ট্রফি হাতে থেকে গেলেন প্যারিসেই। এটাই যে এখন তাঁর ঘর। গতকাল রাতে পিএসজি সমর্থকদের উষ্ণ অভ্যর্থনাও পেয়েছেন তিনি। তবে জয় দিয়ে শেষ পর্যন্ত রাতটা রাঙাতে পারেননি মেসি। ঘরোয়া লিগে নিসের সঙ্গে গোলশূন্য ড্র করেছে পিএসজি।
প্যারিসে লম্বা সময়ের জন্য ছিটকে যাওয়া নেইমারকে ছাড়াই একাদশ সাজাতে হয় পিএসজিকে। অন্যতম সেরা এই তারকাকে ছাড়াই পিএসজি ছিল দাপুটে। একের পর এক আক্রমণে কাঁপিয়েছে নিসকে। পুরো ম্যাচে ৭১ শতাংশ বলের দখল রেখে পিএসজি শট নেয় ২২ টি। কিন্তু এই দাপুটে পারফরম্যান্সও দলকে গোল এনে দিতে পারেনি। শেষ পর্যন্ত হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয়েছে পিএসজিকে।
এই ড্র অবশ্য পিএসজির শীর্ষ স্থানে কোনো প্রভাব ফেলছে না। ১৬ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে বাকিদের ধরাছোঁয়ার বাইরে আছে দলটি। দ্বিতীয় স্থানে থাকা মার্শেইয়ের পয়েন্ট ২৯।
পিএসজির পয়েন্ট হারানোর রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে দারুণ নৈপুণ্য দেখিয়েছে লিভারপুল। মোহামেদ সালাহর জোড়া গোলে মার্সেসেইড ডার্বিতে লিভারপুল জিতেছে ৪-১ গোলে। লিভারপুলের হয়ে অন্য দুই গোল করেন জর্দান হেন্ডারসন ও দিয়োগো জোতা।
একই রাতে জয় পেয়েছে পেয়েছে ম্যানচেস্টার সিটিও। অ্যাস্টন ভিলার বিপক্ষে ২-১ গোলে জিতেছে পেপ গার্দিওলার দল। প্রিমিয়ার লিগে এখন জমে উঠেছে পয়েন্ট টেবিলের লড়াইও। সমান ১৪ ম্যাচ খেলে শীর্ষে থাকা চেলসির পয়েন্ট ৩৩, দুইয়ে থাকা সিটির পয়েন্ট ৩২ এবং তিনে থাকা লিভারপুলের পয়েন্ট ৩১।
এই প্রথম ব্যালন ডি’অর নিয়ে ন্যু ক্যাম্পে ফেরা হলো না লিওনেল মেসির। মেসি এবার ট্রফি হাতে থেকে গেলেন প্যারিসেই। এটাই যে এখন তাঁর ঘর। গতকাল রাতে পিএসজি সমর্থকদের উষ্ণ অভ্যর্থনাও পেয়েছেন তিনি। তবে জয় দিয়ে শেষ পর্যন্ত রাতটা রাঙাতে পারেননি মেসি। ঘরোয়া লিগে নিসের সঙ্গে গোলশূন্য ড্র করেছে পিএসজি।
প্যারিসে লম্বা সময়ের জন্য ছিটকে যাওয়া নেইমারকে ছাড়াই একাদশ সাজাতে হয় পিএসজিকে। অন্যতম সেরা এই তারকাকে ছাড়াই পিএসজি ছিল দাপুটে। একের পর এক আক্রমণে কাঁপিয়েছে নিসকে। পুরো ম্যাচে ৭১ শতাংশ বলের দখল রেখে পিএসজি শট নেয় ২২ টি। কিন্তু এই দাপুটে পারফরম্যান্সও দলকে গোল এনে দিতে পারেনি। শেষ পর্যন্ত হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয়েছে পিএসজিকে।
এই ড্র অবশ্য পিএসজির শীর্ষ স্থানে কোনো প্রভাব ফেলছে না। ১৬ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে বাকিদের ধরাছোঁয়ার বাইরে আছে দলটি। দ্বিতীয় স্থানে থাকা মার্শেইয়ের পয়েন্ট ২৯।
পিএসজির পয়েন্ট হারানোর রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে দারুণ নৈপুণ্য দেখিয়েছে লিভারপুল। মোহামেদ সালাহর জোড়া গোলে মার্সেসেইড ডার্বিতে লিভারপুল জিতেছে ৪-১ গোলে। লিভারপুলের হয়ে অন্য দুই গোল করেন জর্দান হেন্ডারসন ও দিয়োগো জোতা।
একই রাতে জয় পেয়েছে পেয়েছে ম্যানচেস্টার সিটিও। অ্যাস্টন ভিলার বিপক্ষে ২-১ গোলে জিতেছে পেপ গার্দিওলার দল। প্রিমিয়ার লিগে এখন জমে উঠেছে পয়েন্ট টেবিলের লড়াইও। সমান ১৪ ম্যাচ খেলে শীর্ষে থাকা চেলসির পয়েন্ট ৩৩, দুইয়ে থাকা সিটির পয়েন্ট ৩২ এবং তিনে থাকা লিভারপুলের পয়েন্ট ৩১।
এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) কাছে এশিয়া কাপের চূড়ান্ত দল ঘোষণার শেষ দিন ছিল ২২ আগস্ট। ৮ দেশের ৮ ক্রিকেট বোর্ডের সেটা করার কথা। অনেকে ডেডলাইনের মধ্যে দল ঘোষণা করেছে, কেউবা আবার সেটা করেছে দেরিতে।
১ ঘণ্টা আগেগ্রুপ পর্বে পাকিস্তান শাহিনস অসাধারণ খেলে উঠেছিল সেমিফাইনালে। ৬ ম্যাচে ৪ জয় ও ২ হারে ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দুইয়ে ছিল পাকিস্তান। যার মধ্যে একটিতে তারা জিতেছিল ১০৭ রানে। কিন্তু নকআউট পর্বের চাপটা যে পাকিস্তান নিতেই পারল না।
২ ঘণ্টা আগেহামজা চৌধুরী, শমিত শোম, ফাহামিদুল ইসলাম আসার পর গত চার মাস বাংলাদেশি বংশোদ্ভূত যে ফুটবলার তুমুল আলোচিত, সেই কিউবা মিচেল এখন বাংলাদেশে। তিন বছরের চুক্তি করে বসুন্ধরা কিংসে নাম লেখানো ১৯ বছরের অ্যাটাকিং মিডফিল্ডার পরশু সন্ধ্যায় দলীয় অনুশীলন শেষে সময় দিলেন আজকের পত্রিকাকে। কিউবার সাক্ষাৎকার নিয়েছেন...
২ ঘণ্টা আগেচোটের কারণে লিওনেল মেসির ম্যাচ মিস করা এখন খুবই স্বাভাবিক ঘটনা। মূল একাদশ তো দূরে থাক, বদলি হিসেবেও তাঁকে খুব একটা দেখা যায় না। আবারও আর্জেন্টাইন এই ফরোয়ার্ডকে টানা দুই ম্যাচে পেল না ইন্টার মায়ামি। মেসিবিহীন মায়ামিকে আজ কোনোরকমে বাঁচালেন এক আর্জেন্টাইন।
২ ঘণ্টা আগে