Ajker Patrika

মায়ামি মেসির শেষ ক্লাব 

মায়ামি মেসির শেষ ক্লাব 

শেষ পর্যন্ত বাস্তবতাকেই মেনে নিলেন লিওনেল মেসি। ৩৬ বছর বয়সে এসে যে এখন সব ধরনের টুর্নামেন্টে খেলা সম্ভব নয় তা নিজের মুখে জানিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। তাই পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন প্যারিস অলিম্পিকে আর্জেন্টিনার হয়ে খেলছেন না তিনি। 

আর্জেন্টিনা সুযোগ পাওয়ার পর থেকে গুঞ্জন উঠেছিল প্যারিস অলিম্পিকে খেলবেন মেসি। সেটা যে শুধু গুঞ্জন ছিল না তা মেসির কথাতেই পরিষ্কার। আর্জেন্টিনার অলিম্পিক দলের কোচ হাভিয়ের মাচেরানোর সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন বলে গতকাল ইএসপিএনকে এক সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি। 

প্যারিস অলিম্পিকে খেলার বিষয়ে আগামী ২৪ জুন ৩৭ বছর পা দিতে যাওয়া মেসি বলেছেন, ‘মাচেরানোর সঙ্গে কথা বলেছি। সত্য হচ্ছে দুজনই পরিস্থিতিটা বুঝতে পারছি। এটি খুবই কঠিন (অলিম্পিকে খেলা)। কারণ এই মুহূর্তে আমরা কোপা আমেরিকার প্রস্তুতি নিচ্ছি। সবচেয়ে বড় বিষয় হচ্ছে সব টুর্নামেন্টে খেলার মতো বয়সে এখন আমি নেই।’ 

এবার খেলতে না পারলেও ২০০৮ বেইজিং অলিম্পিকে সোনাজয়ী দলের সদস্যে ছিলেন মেসি। তাঁর সঙ্গে বর্তমান কোচ মাচেরানোও ছিলেন মাঠের লড়াইয়ে। সেই পদক জয় কখনো ভুলবেন না বলে তিনি বলেছেন, ‘খেলার বিষয়ে আমাকে সতর্কতার পথ বেছে নিতে হবে। টানা দুটি টুর্নামেন্টে খেলাটা আমার জন্য অনেক কঠিন। তবে অলিম্পিকে খেলার সৌভাগ্য হয়েছে আমার এবং মাচেরানোর সঙ্গে চ্যাম্পিয়নও হয়েছি। এটা সত্যি দারুণ অভিজ্ঞতা ছিল। অলিম্পিক, অনূর্ধ্ব-২০ জয়ের স্মৃতি কখনো ভুলব না।’ 

কাতার বিশ্বকাপে আজন্ম স্বপ্ন পূরণের পর থেকেই মেসিকে শুনতে হচ্ছে এবার কবে বুট জোড়া তুলে রাখছেন তিনি। নিজের অবসর ভাবনার উত্তর বহুবারই দিয়েছেন তিনি। আরেকবার পুরোনো প্রশ্নের উত্তর নতুন করে দিতে হলো তাঁকে। তবে এবার নতুন এক তথ্যও দিয়েছেন তিনি। সেটা হচ্ছে কোন ক্লাব থেকে অবসর নেবেন তিনি। 

বার্সেলোনায় খেলার সময় ধারণা করা হয়েছিল কাতালান ক্লাব থেকেই অবসর নেবেন মেসি। নিজের ইচ্ছাও প্রকাশ করেছিলেন সেভাবেই। অবশ্য নিজের শৈশবের ক্লাব নিউওয়েলস ওল্ড বয়েজের হয়েও অবসরে যাওয়ার কথা ছিল তাঁর। কিন্তু এখন ইন্টার মায়ামি থেকেই অবসর নিতে চাচ্ছেন আটবারের ব্যালন ডি অর জয়ী। 

ইএসপিএনকে মেসি বলেছেন, ‘হ্যা, এখন মনে হচ্ছে আমার শেষ ক্লাব হতে যাচ্ছে মায়ামি। আর এখনই ফুটবলকে বিদায় জানাচ্ছি না। ফুটবল খেলতে ভালোবাসি, যা সারা জীবনে করে এসেছি। প্রতিদিন ম্যাচ খেলতে এবং অনুশীলন করাটা উপভোগ করছি। তবে ক্যারিয়ার থেমে যাওয়ার ভয় সব সময় অনুভব করি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত