Ajker Patrika

সাফজয়ী মেয়েদের ২০ লাখ দেবে বিসিবি

ক্রীড়া ডেস্ক    
দেশে ফিরে ছাদখোলা বাসে চ্যাম্পিয়নদের উদ্‌যাপন। ছবি: আজকের পত্রিকা
দেশে ফিরে ছাদখোলা বাসে চ্যাম্পিয়নদের উদ্‌যাপন। ছবি: আজকের পত্রিকা

টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপ জয়ী বাংলাদেশের মেয়েদের ২০ লাখ টাকা পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে সেটি নিশ্চিত করেছে তারা।

গতকাল নেপালের কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপ জেতে বাংলাদেশ নারী ফুটবল দল। ধরে রাখে শিরোপা। এর আগেরবারও ২০২২ সালে নেপালকে হারিয়ে শিরোপা জেতেন সাবিনা-মারিয়ারা।

দেশের ফুটবলের মাথা উঁচু করে দিয়ে আজ ঢাকায় ফিরে আবারও ছাদখোলা বাসে করে ঘুরেছেন সাফজয়ী মেয়েরা। টুর্নামেন্টে অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতি জানাতে তাঁদের পুরস্কারের ঘোষণা দিয়েছে বিসিবি।

বিসিবি সভাপতি ফারুক আহমেদ বাংলাদেশ নারী দল ও পুরো ম্যানেজমেন্টকে প্রশংসা জানিয়ে বলেছেন, ‘সাফ চ্যাম্পিয়নশিপে মেয়েদের অসাধারণ পারফরম্যান্সের জন্য আমরা আমাদের নারী ফুটবল দল নিয়ে অত্যন্ত গর্বিত। দেশের ক্রীড়াঙ্গনের এই উদ্‌যাপনে যোগ দিয়েছে বিসিবি। তাদের জয় বাংলাদেশের সকল ক্রীড়াবিদ ও নারীদের জন্য অনুপ্রেরণা ও আশার কাজ করবে। আমরা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মহিলা ফুটবল কমিটিকেও অভিনন্দন জানাই।’

তিনি আরও বলেন, ‘বিসিবি খেলাধুলায় নারীদের অংশগ্রহণ বাড়াতে অঙ্গীকারবদ্ধ। এই ঐতিহাসিক বিজয় দেশজুড়ে মেয়েদের ক্রীড়াজগতের প্রতি আগ্রহ ও সমর্থন বাড়িয়ে দেবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

দেখো, ওর থেকে আরও ৫ লাখ নিতে পারো কি না—মেসেঞ্জার কলে এনসিপি নেতা নিজাম

‘কাল দেখা হইবে, ভালো থাকিস’—ছেলেকে বলেছিলেন গণপিটুনিতে নিহত প্রদীপ

ট্রাফিক সার্জেন্টকে গালিগালাজ: সহকারী কর কমিশনার ফাতেমা বরখাস্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত