Ajker Patrika

চেলসির মাঠে পয়েন্ট ভাগাভাগি করলেন রোনালদোরা 

আপডেট : ২৯ নভেম্বর ২০২১, ১০: ২০
চেলসির মাঠে পয়েন্ট ভাগাভাগি করলেন রোনালদোরা 

ইংলিশ প্রিমিয়ার লিগে গতরাতে স্টামফোর্ড ব্রিজে মাঠে নেমেছিল দুই ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসি। ম্যাচে বল দখলে ও আক্রমণে একক আধিপত্য দেখিয়েও জিততে পারেনি চেলসি। ম্যাচটি শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র হয়েছে। 

ম্যাচের শুরু থেকে আক্রমণে এগিয়ে ছিল চেলসি। একের পর পর এক আক্রমণে চেপে ধরে ম্যানইউকে। তবে গোলের দেখা পাচ্ছিল না টমাস টুখেলের দল। ৩১ মিনিটের সময় আন্টোনিও রুডিগারের শট গোল পোস্টে না লাগলে অবশ্য এগিয়ে যেত পারত চেলসি। শেষ পর্যন্ত গোলশূন্য থেকেই বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধেও একইভাবে শুরু করে চেলসি। তবে ৫০ তম মিনিটে তাদের স্তব্ধ করে দিয়ে ম্যাচে এগিয়ে যায় ইউনাইটেড। ডি বক্সের বাইরে থেকে ছুটে এসে বক্সে ঢুকে ঠান্ডা মাথায় চেলসি গোলরক্ষক এদুয়ার্দ মেন্দিকে পরাস্ত করে বল জালে জড়ায় জাদোন সাঞ্চো। এই লিড অবশ্য ধরে রাখতে পারেনি ম্যানইউ। 

৬৯ তম মিনিটে সফল স্পট কিক থেকে গোল করে চেলসিকে সমতায় ফেরান জর্জিনিয়ো। ডি-বক্সে থিয়াগো সিলভাকে ইউনাইটেড ডিফেন্ডার অ্যারন ওয়ান-বিসাকা ফাউল করলে পেনাল্টিটি পায় স্বাগতিকরা। বেঞ্চে বসে থাকা ক্রিস্টিয়ানো রোনালদো মাঠে নেমেছিলেন এর ঠিক ৫ মিনিট আগে। বাকি সময়ে নিজেকে মেলে ধরতে পারেনি পর্তুগিজ মহাতারকা। ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় দু’দল পয়েন্ট ভাগাভাগি করে নেয়। 

জিততে না পারলেও টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে চেলসি। ১৩ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে এক নম্বরে টুখেলের দল। দিনের আরেক ম্যাচে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে ২-১ গোলে হারানো ম্যানচেস্টার সিটি আছে তালিকার দুই নম্বরে। চেলসির চেয়ে ১ পয়েন্ট পিছয়ে আছে সিটি। সমান ম্যাচে সিটির চেয়ে আবার ১ পয়েন্ট কম নিয়ে তিনে লিভারপুল। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জুলাই সনদের বৈধতা নিয়ে আদালতেও প্রশ্ন তোলা যাবে না

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত