ঢাকা: ক্রিস্টিয়ানো রোনালদোর কাছে একবার জার্সি চেয়েছিলেন রবিন গোসেনস। তখন গোসেনসকে পাত্তাই দেননি রোনালদো। মুখের ওপর বলে দিয়েছিলেন, ‘নো!’ এমনকি ফিরেও তাকাননি কে তাঁর কাছে জার্সিটা চেয়েছিলেন! কাল পর্তুগালের বিপক্ষে দুর্দান্ত খেলে সেই রোনালদোকে নিজের ‘ওজন’টা বোঝালেন গোসেনস! পর্তুগালকে ৪-২ গোলে হারানোর ম্যাচে গোসেনস হেডে করেছেন দারুণ এক গোল।
কাল আলিয়াঞ্জ এরিনায় রোনালদোর গোলে শুরুতে পিছিয়ে পড়েছিল জার্মানি। পরে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে জার্মানরা। ম্যাচ শেষে রোনালদোর সঙ্গে পুরোনো ঘটনাটা মনে করতে গিয়ে আবেগতাড়িত হয়ে পড়েন গোসেনস। জার্সির ঘটনাটা ঘটেছিল গত মৌসুমে সিরি ‘আ’র আতালান্তা-জুভেন্টাস ম্যাচে। কাল সেটি নিয়ে জার্মান উইঙ্গার বলেছেন, ‘রোনালদোর কাছে জার্সি চেয়েছিলাম। সে (রোনালদো) আমাকে পাত্তাই দেয়নি! তখন আমার নিজেকে খুব ছোট মনে হচ্ছিল। এ ঘটনায় নিজেকেই ধিক্কার দিয়েছিলাম।’
মিউনিখে গত রোববার ফ্রান্সের বিপক্ষে ম্যাটস হামেলসের আত্মঘাতী গোলে ১-০তে হেরে ইউরো মিশন শুরু হয় জার্মানদের। কাল একই মাঠে বাঁচা-মরার লড়াইয়ে শুরুতে পিছিয়ে পড়েও পর্তুগালকে জার্মান বুলডোজারে বিধ্বস্ত করে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছেন জোয়াকিম লোর শিষ্যরা। কাল ৩-৪-২-১ ফরমেশনে ছক সাজিয়েছিলেন লো। ম্যাচ শেষে লোর প্রশংসা করেছেন লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ, ‘লো যা ভালো বুঝেছে, সে অনুযায়ী একাদশ সাজিয়েছে। মিডফিল্ডে জশুয়া কিমিখ, টনি ক্রুস ও ইকে গুনদোয়ান দুর্দান্ত খেলেছে।’
ঢাকা: ক্রিস্টিয়ানো রোনালদোর কাছে একবার জার্সি চেয়েছিলেন রবিন গোসেনস। তখন গোসেনসকে পাত্তাই দেননি রোনালদো। মুখের ওপর বলে দিয়েছিলেন, ‘নো!’ এমনকি ফিরেও তাকাননি কে তাঁর কাছে জার্সিটা চেয়েছিলেন! কাল পর্তুগালের বিপক্ষে দুর্দান্ত খেলে সেই রোনালদোকে নিজের ‘ওজন’টা বোঝালেন গোসেনস! পর্তুগালকে ৪-২ গোলে হারানোর ম্যাচে গোসেনস হেডে করেছেন দারুণ এক গোল।
কাল আলিয়াঞ্জ এরিনায় রোনালদোর গোলে শুরুতে পিছিয়ে পড়েছিল জার্মানি। পরে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে জার্মানরা। ম্যাচ শেষে রোনালদোর সঙ্গে পুরোনো ঘটনাটা মনে করতে গিয়ে আবেগতাড়িত হয়ে পড়েন গোসেনস। জার্সির ঘটনাটা ঘটেছিল গত মৌসুমে সিরি ‘আ’র আতালান্তা-জুভেন্টাস ম্যাচে। কাল সেটি নিয়ে জার্মান উইঙ্গার বলেছেন, ‘রোনালদোর কাছে জার্সি চেয়েছিলাম। সে (রোনালদো) আমাকে পাত্তাই দেয়নি! তখন আমার নিজেকে খুব ছোট মনে হচ্ছিল। এ ঘটনায় নিজেকেই ধিক্কার দিয়েছিলাম।’
মিউনিখে গত রোববার ফ্রান্সের বিপক্ষে ম্যাটস হামেলসের আত্মঘাতী গোলে ১-০তে হেরে ইউরো মিশন শুরু হয় জার্মানদের। কাল একই মাঠে বাঁচা-মরার লড়াইয়ে শুরুতে পিছিয়ে পড়েও পর্তুগালকে জার্মান বুলডোজারে বিধ্বস্ত করে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছেন জোয়াকিম লোর শিষ্যরা। কাল ৩-৪-২-১ ফরমেশনে ছক সাজিয়েছিলেন লো। ম্যাচ শেষে লোর প্রশংসা করেছেন লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ, ‘লো যা ভালো বুঝেছে, সে অনুযায়ী একাদশ সাজিয়েছে। মিডফিল্ডে জশুয়া কিমিখ, টনি ক্রুস ও ইকে গুনদোয়ান দুর্দান্ত খেলেছে।’
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি পদে আমিনুল ইসলাম বুলবুলের তিন মাসও পূর্ণ হয়নি। এই আড়াই মাসেই দেশের ক্রিকেটে আমূল পরিবর্তন আনতে নতুন অনেক উদ্যোগ নিয়েছেন তিনি। এর মধ্যে আছে জাতীয় দলের ক্রিকেটার ও কোচিং স্টাফদের নিয়ে চালানো জরিপ।
৩৩ মিনিট আগেশেফিল্ড ওয়েডনেজদের বিপক্ষে ১০ আগস্ট খেলেননি হামজা চৌধুরী। চ্যাম্পিয়নশিপের সেই ম্যাচে তাঁর দল লেস্টার সিটি হেরেছিল ২-১ গোলে। হাডার্সফিল্ড টাউনের ঘরের মাঠ জন স্মিথস স্টেডিয়ামে গত রাতে হামজা খেলেছেন শুরুর একাদশেই।
১ ঘণ্টা আগেশিরোপা নির্ধারণী ম্যাচ যদি রোমাঞ্চ না ছড়ায় তাহলে সেই ম্যাচ নিয়ে মজাই বা কী থাকে! উদিনেসের ব্লু এনার্জি স্টেডিয়ামে গত রাতে সুপার কাপের প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)-টটেনহাম ফাইনালটা ছিল রোমাঞ্চে ভরপুর। হাড্ডাহাড্ডি লড়াই শেষে ২০২৫ সুপার কাপের শিরোপা জিতল পিএসজি।
১ ঘণ্টা আগেবিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল অস্ট্রেলিয়া থেকে ঢাকায় ফিরবেন আগামী সোমবার। এবার ঢাকায় ফিরে তাঁর মূল কাজ হবে হাতে থাকা সময়ের মধ্যে নিজের উদ্যোগগুলো পরিপূর্ণ বাস্তবায়ন করা।
২ ঘণ্টা আগে