লিওনেল মেসির কাছে হেরে গত বছর ব্যালন ডি’অর ও ফিফা দ্য বেস্ট জেতা হয়নি আর্লিং হালান্ডের। এবার ২০২৪ লরিয়াস বর্ষসেরা ক্রীড়াবিদের সংক্ষিপ্ত তালিকাতেও আছেন এ দুই ফুটবলার।
গত বছরও লরিয়াসের বর্ষসেরা ক্রীড়াবিদ নির্বাচিত হয়েছিলেন মেসি। এবার যে ৬ জনের মনোনয়ন দেওয়া হয়েছে সেখানে মেসি ও হালান্ড ছাড়াও আছেন টেনিস কিংবদন্তি নোভাক জোকোভিচ। বাকি তিনজনের দুজন অ্যাথলেটিকস ও একজন মোটর রেসিংয়ের।
মেয়েদের বর্ষসেরা ক্রীড়াবিদের জন্য মনোনীত ৬ জনের তালিকায় আছেন আইতানা বোনমাতি। স্পেনের হয়ে গত বছর নারী ফুটবল বিশ্বকাপ জেতেন তিনি। রয়েছেন পোল্যান্ডের টেনিস তারকা ইগা সিয়াতেক।
‘ব্রেকথ্রু অব দ্য ইয়ারের’ তালিকায় আছেন রিয়াল মাদ্রিদের ইংলিশ তারকা জুড বেলিংহাম। কলম্বিয়ার নারী ফুটবলার লিন্ডা কাইসেদো ও যুক্তরাষ্ট্রের টেনিস তারকা কোকো গফ। ‘কামব্যাক অব দ্য ইয়ারের’ তালিকায় আছেন ক্যানসার জয় করে ফেরা সেবাস্তিয়ান হলার। এ মাসেই আইভরি কোস্টকে আফ্রিকান কাপ জিতিয়েছেন বরুসিয়া ডর্টমুন্ডের এই ফরোয়ার্ড। তালিকায় রয়েছেন যুক্তরাষ্ট্রের অ্যাথলেট কাতারিনা জনসন-থম্পসন ও চেক প্রজাতন্ত্রের টেনিস তারকা মার্কেতা ভন্দ্রুসকোভা। বর্ষসেরা সেরা দলের তালিকায় আছে ম্যানচেস্টার সিটি ও স্পেন নারী ফুটবল দল।
লরিয়াস অ্যাওয়ার্ড দেওয়া হবে ২২ এপ্রিল, মাদ্রিদে। সাংবাদিক ও ব্রডকাস্টারদের পাশাপাশি বেশ কয়েকজন কিংবদন্তি ক্রীড়াবিদদের ভোটের মাধ্যমে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার দেয় লরিয়া ওয়ার্ল্ড স্পোর্টস একাডেমি।
লরিয়াস বর্ষসেরা ক্রীড়াবিদের সংক্ষিপ্ত তালিকা
নোভাক জোকোভিচ (সার্বিয়া, টেনিস)
মোন্ডো ডুপলান্টিস (সুইডেন, অ্যাথলেটিকস)
আর্লিং হালান্ড (নরওয়ে, ফুটবল)
নোয়া লেইলেস (যুক্তরাষ্ট, অ্যাথলেটিকস)
লিওনেল মেসি (আর্জেন্টিনা, ফুটবল)
ম্যাক্স ভার্স্টাপেন (নেদারল্যান্ডস, মোটর রেসিং)
লিওনেল মেসির কাছে হেরে গত বছর ব্যালন ডি’অর ও ফিফা দ্য বেস্ট জেতা হয়নি আর্লিং হালান্ডের। এবার ২০২৪ লরিয়াস বর্ষসেরা ক্রীড়াবিদের সংক্ষিপ্ত তালিকাতেও আছেন এ দুই ফুটবলার।
গত বছরও লরিয়াসের বর্ষসেরা ক্রীড়াবিদ নির্বাচিত হয়েছিলেন মেসি। এবার যে ৬ জনের মনোনয়ন দেওয়া হয়েছে সেখানে মেসি ও হালান্ড ছাড়াও আছেন টেনিস কিংবদন্তি নোভাক জোকোভিচ। বাকি তিনজনের দুজন অ্যাথলেটিকস ও একজন মোটর রেসিংয়ের।
মেয়েদের বর্ষসেরা ক্রীড়াবিদের জন্য মনোনীত ৬ জনের তালিকায় আছেন আইতানা বোনমাতি। স্পেনের হয়ে গত বছর নারী ফুটবল বিশ্বকাপ জেতেন তিনি। রয়েছেন পোল্যান্ডের টেনিস তারকা ইগা সিয়াতেক।
‘ব্রেকথ্রু অব দ্য ইয়ারের’ তালিকায় আছেন রিয়াল মাদ্রিদের ইংলিশ তারকা জুড বেলিংহাম। কলম্বিয়ার নারী ফুটবলার লিন্ডা কাইসেদো ও যুক্তরাষ্ট্রের টেনিস তারকা কোকো গফ। ‘কামব্যাক অব দ্য ইয়ারের’ তালিকায় আছেন ক্যানসার জয় করে ফেরা সেবাস্তিয়ান হলার। এ মাসেই আইভরি কোস্টকে আফ্রিকান কাপ জিতিয়েছেন বরুসিয়া ডর্টমুন্ডের এই ফরোয়ার্ড। তালিকায় রয়েছেন যুক্তরাষ্ট্রের অ্যাথলেট কাতারিনা জনসন-থম্পসন ও চেক প্রজাতন্ত্রের টেনিস তারকা মার্কেতা ভন্দ্রুসকোভা। বর্ষসেরা সেরা দলের তালিকায় আছে ম্যানচেস্টার সিটি ও স্পেন নারী ফুটবল দল।
লরিয়াস অ্যাওয়ার্ড দেওয়া হবে ২২ এপ্রিল, মাদ্রিদে। সাংবাদিক ও ব্রডকাস্টারদের পাশাপাশি বেশ কয়েকজন কিংবদন্তি ক্রীড়াবিদদের ভোটের মাধ্যমে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার দেয় লরিয়া ওয়ার্ল্ড স্পোর্টস একাডেমি।
লরিয়াস বর্ষসেরা ক্রীড়াবিদের সংক্ষিপ্ত তালিকা
নোভাক জোকোভিচ (সার্বিয়া, টেনিস)
মোন্ডো ডুপলান্টিস (সুইডেন, অ্যাথলেটিকস)
আর্লিং হালান্ড (নরওয়ে, ফুটবল)
নোয়া লেইলেস (যুক্তরাষ্ট, অ্যাথলেটিকস)
লিওনেল মেসি (আর্জেন্টিনা, ফুটবল)
ম্যাক্স ভার্স্টাপেন (নেদারল্যান্ডস, মোটর রেসিং)
কাশ্মীরের পেহেলগামে নৃশংস হামলায় ২৬ পর্যটক নিহত হয়েছেন। ভারত দাবি করেছে, এর পেছনে পাকিস্তানের সম্পৃক্ততা রয়েছে। এ ইস্যুতে দুই দলের মধ্যে বিরাজ করছে উত্তেজনা। ভারত সরকার তাদের দেশে পাকিস্তানের বিভিন্ন নিউজ সাইট, ইউটিউব চ্যানেল ব্লক কেরে দিয়েছে। ক্রিকেটাররাও জড়িয়ে গেছেন বাগ্যুদ্ধে। শোয়েব আখতারের ইউটি
১০ ঘণ্টা আগেসাত বছর চলছে সাদমান ইসলামের আন্তর্জাতিক ক্যারিয়ারের। চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন দেখা পেয়েছেন নিজের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি, সঙ্গে পূর্ণ করলেন ১০০০ রান। বাংলাদেশের ১৮ তম ক্রিকেটার হিসেবে ১ হাজার রান সাদমানের।
১১ ঘণ্টা আগে৩ উইকেটে ২০৪ রান নিয়ে চা বিরতিতে যায় বাংলাদেশ দল। তৃতীয় সেশনেও ব্যাটিংটা ভালোই করছিলেন স্বাগতিক ব্যাটাররা। দলীয় ২৫৯ রান পর্যন্ত ছিল সেই তিন উইকেটই। কিন্তু শেষ বিকেলে ভিনসেন্ট মাসেকেসার ঘূর্ণি জাদুতে বেশ এলোমেলো হয়ে যায় ব্যাটিং। শেষ ৩০ রানে ৪ উইকেট হারিয়েছে তারা। তবু ৬৪ রানের লিড নিয়ে তৃতীয় দিন শেষ
১৩ ঘণ্টা আগে