Ajker Patrika

গ্যালারিতে বসে দলের জয় উপভোগ করলেন মেসি

গ্যালারিতে বসে দলের জয় উপভোগ করলেন মেসি

প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) কোচ আগেই ইঙ্গিত দিয়েছিলেন লিগ ওয়ানে নিজেদের দ্বিতীয় ম্যাচে থাকছেন না লিওনেল মেসি। সাবেক বার্সেলোনা ফরোয়ার্ড মাঠে না থাকলেও গ্যালারিতে বসে অবশ্য  দলের জয় উপভোগ করেছেন । ম্যাচের আগে দর্শকদের অভিনন্দনের জবাব দিয়েছেন তিনি।

ম্যাচ শুরুর আগে স্টেডিয়ামে আসা দর্শকের সামনে পিএসজি পরিচয় করিয়ে দেয় তাদের নতুন তারকাদের। এ সময় সার্জিও রামোস, জিয়ানলুইজি দোনারুম্মা, জর্জিনিও উইনালদাম, আশরাফ হাকিমি ও লিওনেল মেসিদের বরণ করে নেয় ভক্তরা। মেসি তখন দর্শকদের অভিবাদনের জবাব দিয়ে বলেন, ‘অসাধারণ একটা সপ্তাহ ছিল। আমাকে স্বাগত জানানোর জন্য সবাইকে ধন্যবাদ দিতে চাই। এটা অবিশ্বাস্য ছিল।  এই নতুন অভিজ্ঞতায় আমি দারুণ খুশি এবং আশাবাদী। এই অনুভূতিটা অন্যরকম। আশা করি এই বছরটি উপভোগ করতে পারব।’ 

কাল ম্যাচ শেষেও হাসি ছিল পিএসজি সমর্থকদের মুখে। ঘরের মাঠ পার্ক দ্যা প্রিন্সেসে স্ট্রাসবোর্গকে ৪-২ গোলে হারিয়ে টানা দুই ম্যাচেই জয় তুলে নিয়েছে মরিসিও পচেত্তিনোর শিষ্যরা। প্রথমার্ধেই মাউরো ইকার্দি, কিলিয়ান এমবাপ্পে, জুলিয়ান ড্র্যাক্সলার গোলে ৩-০ গোলে  এগিয়ে যায়  ফরাসি জায়ান্টরা। দ্বিতীয়ার্ধে ৬৪ মিনিটের মধ্যে দুই গোল শোধ করে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় স্ট্রাসবুর্গ । তবে ৮৬ তম মিনিটে এমবাপ্পের পাসে পাবলো সারাবিয়া গোলে ম্যাচ থেকে ছিটকে যায় তারা । শেষ পর্যন্ত ৪-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি। 

এদিকে লা লিগার এবারের মৌসুমে নিজেদের প্রথম ম্যাচেই বড় জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। আলাভেসের মাঠে তাদের ৪-১ গোলে বিধ্বস্ত করেছে লস ব্ল্যাঙ্কোসরা। ম্যাচে রিয়ালের হয়ে দুটি গোল করেছেন করিম বেনজেমা। বাকি দুটির একটি করেছেন নাচো ফার্নান্দেজ আরেকটি করেছেন ভিনিসিয়ুস জুনিয়র।  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গভর্নর আমাকে বাধ্যতামূলক ছুটি দেওয়ার কে: বিএফআইইউর প্রধান শাহীনুল

সেই রুহুল আমিনের বসুন্ধরা, বনানী ও উত্তরার জমিসহ ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

ছাত্রীকে তিন দিন আটকে রেখে ধর্ষণ, গ্রাম্য সালিসের মাধ্যমে বিয়ে

ঠাকুরগাঁওয়ের ৩টি আসনেই জয়ী হবে জামায়াত: মাওলানা হালিম

কেশবপুরে সড়ক দুর্ঘটনায় স্বর্ণের কারিগরসহ দুই ব্যক্তি নিহত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত