Ajker Patrika

ফাইনালের আগেই ফ্রান্সকে চ্যাম্পিয়ন ঘোষণা নাইকির

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২২, ১৫: ৩৮
ফাইনালের আগেই ফ্রান্সকে চ্যাম্পিয়ন ঘোষণা নাইকির

ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে খেলতে নামার আগেই বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। এমনই ঘোষণা দিয়েছে ফ্রান্স দলের পোশাক প্রস্তুতকারী সংস্থা নাইকি। অথচ ফাইনাল শুরু হতে আরও কয়েক ঘণ্টা বাকি।

আর্জেন্টিনা ও ফ্রান্স দুই দলই আজ তৃতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের লক্ষ্যে নামবে। ফলে আজ যে দল জিতবে, তাদের জার্সিতে একটি তারকা চিহ্ন বাড়বে। বর্তমানে তাদের জার্সিতে দুই তারকা রয়েছে। অর্থাৎ, যে দল যতবার চ্যাম্পিয়ন, তাদের জার্সিতে ততটি তারকা থাকে।

এই হিসাব করেই লুসাইল স্টেডিয়ামে দুই দলের খেলতে নামার আগে ফ্রান্সকে চ্যাম্পিয়ন ঘোষণা করে তিন তারকা জার্সি বিক্রির ঘোষণা দিয়েছে নাইকি। কিন্তু এটি করতে গিয়ে হিতে বিপরীত হয়েছে তাদের। প্রতিষ্ঠানটির এমন হাস্যকর কাণ্ডে বিব্রতকর অবস্থায় পড়ার মুখে ফ্রান্স। কারণটা সবার জানা, আর্জেন্টিনার কাছে হারলেই ট্রোলের শিকার হতে হবে তাদের।

অতি লোভে তাতি নষ্ট—প্রবাদটি মনে হয় ভুলে গেছে জার্সি প্রস্তুতকারী প্রতিষ্ঠান নাইকি। তা না হলে ব্যাক্সটারকে দেখে শিক্ষা নিতে পারত প্রতিষ্ঠানটি। ইংল্যান্ড চ্যাম্পিয়ন হবে এমনটি ধরে নিয়ে ১৮ হাজার জার্সি তৈরি করেছিলেন ইংল্যান্ডের এই ব্যবসায়ী। ইংল্যান্ড কোয়ার্টার ফাইনালে বাদ পড়ায় মাথায় হাত দিয়েছেন তিনি।

ফুটবল বিশ্বকাপ সম্পর্কিত পড়তে এখানে ক্লিক করুন

নাইকি আর্থিক ক্ষতির মুখে পড়বে কি না, তা ফাইনাল শেষ হলেই বোঝা যাবে। কিন্তু তার আগে কঠোর সমালোচনার মুখে পড়েছে প্রতিষ্ঠানটি। তাদের বিশাল ভুলের জন্য ফরাসি সমর্থকেরা মনে করছেন এখন বিশ্বকাপ আর্জেন্টিনাই জিতবে। দেশটির এক সমর্থক লিখেছেন, ‘এটি খারাপ ফল আনবে। এখন নিশ্চিতভাবেই আমরা ফাইনালে হারব।’ আরেকজন  লিখেছেন, ‘এটি দুর্ভাগ্য নিয়ে আসবে। ইতিমধ্যে দেখতে পাচ্ছি তারা (ফ্রান্স) জিতছে না।’ নিজেদের অপয়া করতেই এমন কাজটি করেছেন বলে একজন লিখেছেন ,‘তারা আমাদের অপয়া বানাবে।’ নাইকির মূর্খতা নিয়ে আরেকজন লিখেছেন, ‘ভুল থেকে তারা শিক্ষা নেয়নি।’

তবে মজার বিষয় হচ্ছে, বিক্রির জন্য নিজেদের ওয়েবসাইটে ফ্রান্সের দুই তারকার জার্সির ছবি দিয়েছে নাইকি। আর ক্যাপশনে ‘তিন তারকা’ জার্সি বিক্রির কথা লিখেছে প্রতিষ্ঠানটি। পরে বিষয়টি ভাইরাল হলে দ্রুতই ক্যাপশনটি সরিয়ে ফেলে নাইকি।

বিশ্বকাপ ফুটবল সম্পর্কিত আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত