ম্যাচের অডিও ক্লিপ ফাঁসের অভিযোগে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)। এই অডিওটি গত রোববার সান্তিয়াগো বার্নাব্যুতে লা লিগায় রিয়াল মাদ্রিদের সঙ্গে আলমেরিয়া ম্যাচের ভিএআরের সঙ্গে রেফারির কথোপকথনের। এমনটাই জানিয়েছে দ্য অ্যাথলেটিক ও গোল ডটকম।
রিয়ালের বিপক্ষে প্রথমার্ধে দুই গোলে এগিয়ে থাকার পরও ৩-২ গোলের হারটা যেন মেনে নিতে পারেনি আলমেরিয়া। ম্যাচ শেষে জয় ‘ছিনতাই’ হয়েছে বলে অভিযোগ করে ক্লাবটি। সেই ম্যাচের ভিএআরের তিনটি সিদ্ধান্ত যায় রিয়ালের অনুকূলে। পরে রেফারির সঙ্গে ভিএআরে কথোপকথনের তিনটি অডিও ক্লিপ ছড়িয়ে পড়ে গণমাধ্যমে। লা লিগার দেওয়া সেসব অডিও সম্পাদনা করা হয়েছে জানায় আলমেরিয়া।
তবে এবার প্রকাশ হয়েছে আরেকটি অডিও ক্লিপ। আর সেই কারণে পুলিশের দ্বারস্থ হলো আরএফইএফ। এই অডিওটি রেফারি আলেহান্দ্রো হোসে হার্নান্দেজ ও ভিএআরের মধ্যকার। অডিওটি প্রকাশ করেছেন জেরার্ড রোমেরো নামের এক সাংবাদিক। ম্যাচের একপর্যায়ে রিয়ালের ভিনিসিয়ুস জুনিয়রের সঙ্গে আলমেরিয়ার এক খেলোয়াড়ের বিবাদ লেগে যায়। ভিনি লাল কার্ড দেখার মতো অপরাধ করেছেন কিনা, সেটি নিয়ে রেফারি কথা বলেছিলেন ভিএআরের সঙ্গে। তবে তিনি মনিটরের সামনে না গিয়ে নিজের সিদ্ধান্তে অটল থাকেন। রেফারি ও ভিএআরের এই অডিও প্রকাশ হয় জিজান্তাস এফসি নামের অনলাইন আউটলেটে।
অডিও বাইরে চলে যাওয়া নিয়ে এক বিবৃতিতে আরএফইএফ জানিয়েছে, ‘ব্যাপারটি অত্যন্ত গুরুতর’। তারা বলেছে, ‘সমস্ত যোগাযোগের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ ফাঁস হওয়া অডিওটির ব্যাপারে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের মন্তব্য, ‘এ সম্পূর্ণ পেশাদারি ও ব্যক্তিগত।’ আরএফইএফ আরও জানিয়েছে, এ ব্যাপারে তারা ‘অভ্যন্তরীণ তদন্ত করছে’। পাশাপাশি পুলিশের কাছেও অভিযোগ দায়ের করেছে।
রেফারি আলেহান্দ্রো হোসে হার্নান্দেজ হার্নান্দেজের নেওয়ার তিনটি ভিএআর রিয়ালকে জেতাতে সাহায্য করেছিল—ম্যাচ শেষ ওঠে এই বিতর্ক। তার মধ্যে আছে ৫৭ ও ৫৭ মিনিটের গোল দুটি, যা জন্ম দিয়েছে বড় বিতর্কের।
ম্যাচের অডিও ক্লিপ ফাঁসের অভিযোগে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)। এই অডিওটি গত রোববার সান্তিয়াগো বার্নাব্যুতে লা লিগায় রিয়াল মাদ্রিদের সঙ্গে আলমেরিয়া ম্যাচের ভিএআরের সঙ্গে রেফারির কথোপকথনের। এমনটাই জানিয়েছে দ্য অ্যাথলেটিক ও গোল ডটকম।
রিয়ালের বিপক্ষে প্রথমার্ধে দুই গোলে এগিয়ে থাকার পরও ৩-২ গোলের হারটা যেন মেনে নিতে পারেনি আলমেরিয়া। ম্যাচ শেষে জয় ‘ছিনতাই’ হয়েছে বলে অভিযোগ করে ক্লাবটি। সেই ম্যাচের ভিএআরের তিনটি সিদ্ধান্ত যায় রিয়ালের অনুকূলে। পরে রেফারির সঙ্গে ভিএআরে কথোপকথনের তিনটি অডিও ক্লিপ ছড়িয়ে পড়ে গণমাধ্যমে। লা লিগার দেওয়া সেসব অডিও সম্পাদনা করা হয়েছে জানায় আলমেরিয়া।
তবে এবার প্রকাশ হয়েছে আরেকটি অডিও ক্লিপ। আর সেই কারণে পুলিশের দ্বারস্থ হলো আরএফইএফ। এই অডিওটি রেফারি আলেহান্দ্রো হোসে হার্নান্দেজ ও ভিএআরের মধ্যকার। অডিওটি প্রকাশ করেছেন জেরার্ড রোমেরো নামের এক সাংবাদিক। ম্যাচের একপর্যায়ে রিয়ালের ভিনিসিয়ুস জুনিয়রের সঙ্গে আলমেরিয়ার এক খেলোয়াড়ের বিবাদ লেগে যায়। ভিনি লাল কার্ড দেখার মতো অপরাধ করেছেন কিনা, সেটি নিয়ে রেফারি কথা বলেছিলেন ভিএআরের সঙ্গে। তবে তিনি মনিটরের সামনে না গিয়ে নিজের সিদ্ধান্তে অটল থাকেন। রেফারি ও ভিএআরের এই অডিও প্রকাশ হয় জিজান্তাস এফসি নামের অনলাইন আউটলেটে।
অডিও বাইরে চলে যাওয়া নিয়ে এক বিবৃতিতে আরএফইএফ জানিয়েছে, ‘ব্যাপারটি অত্যন্ত গুরুতর’। তারা বলেছে, ‘সমস্ত যোগাযোগের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ ফাঁস হওয়া অডিওটির ব্যাপারে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের মন্তব্য, ‘এ সম্পূর্ণ পেশাদারি ও ব্যক্তিগত।’ আরএফইএফ আরও জানিয়েছে, এ ব্যাপারে তারা ‘অভ্যন্তরীণ তদন্ত করছে’। পাশাপাশি পুলিশের কাছেও অভিযোগ দায়ের করেছে।
রেফারি আলেহান্দ্রো হোসে হার্নান্দেজ হার্নান্দেজের নেওয়ার তিনটি ভিএআর রিয়ালকে জেতাতে সাহায্য করেছিল—ম্যাচ শেষ ওঠে এই বিতর্ক। তার মধ্যে আছে ৫৭ ও ৫৭ মিনিটের গোল দুটি, যা জন্ম দিয়েছে বড় বিতর্কের।
চট্টগ্রাম টেস্টে তিন দিনেই জিম্বাবুয়েকে গুঁড়িয়ে দিয়েছে বাংলাদেশ। আলাদা করে মেহেদী হাসান মিরাজই কেড়ে নিয়েছেন ম্যাচের আলো। লেজের ব্যাটারদের নিয়ে বাংলাদেশের প্রথম ইনিংস নিয়ে গেছেন ৪৪৪ রানে। দল পায় ২১৭ রানের লিড। ৭ উইকেটে ২৯১ রান নিয়ে তৃতীয় দিন ব্যাটিং নামে আজ স্বাগতিকেরা। টেলএন্ডার ব্যাটারদের নিয়ে মিরা
১ ঘণ্টা আগেবৃষ্টির কারণে ম্যাচের পরিধি কমিয়ে নির্ধারণ হয় ২৮ ওভারে। শেষে ওভার পুরোপুরি খেলা হয়নি আলোকস্বল্পতার কারণে। কিন্তু যত ওভার হয়েছে, তাতে বাংলাদেশের জয় আটকানো গেল না। কলম্বোয় সিরিজের তৃতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলকে ডিএল মেথডে ৩৯ রানে হারিয়ে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ যুবারা।
২ ঘণ্টা আগে২০২২ বিশ্বকাপের পর থেকেই ব্রাজিল ফুটবল দলের লেজেগোবরে অবস্থা। এই সময়ে ৩ জন কোচ পরিবর্তন হলেও পরিবর্তন আসেনি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন দলটির পারফরম্যান্সে। এবার তাই দলের জন্য হাইপ্রোফাইল কোচ নিয়োগের জন্য উঠে পড়ে লেগেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনিয়াদের কোচ হিসেবে রিয়া
৩ ঘণ্টা আগেব্যাট হাতে দুর্দান্ত এক সেঞ্চুরিতে দলের প্রয়োজন মিটিয়েছেন। সেঞ্চুরির পর বোলিংয়েও মেহেদী হাসান মিরাজের ভেলকি। ৫ উইকেট নিয়ে তৃতীয় সেশনে একাই যেন ধসিয়ে দিলেন জিম্বাবুয়েকে। তাইজুল-মিরাজের সৌজন্যে তিন দিনেই জিম্বাবুয়েকে গুঁড়িয়ে সিরিজ বাঁচাল বাংলাদেশ। দ্বিতীয় টেস্টে সফরকারীদের ইনিংস ও ১০৬ রানের বড়
৩ ঘণ্টা আগে