Ajker Patrika

আর্জেন্টিনার বিশ্বজয়ের মাঠে গিয়ে কেমন লেগেছে বাংলাদেশ অধিনায়কের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৬ এপ্রিল ২০২৫, ০০: ০৯
কাতারের লুসাইল স্টেডিয়ামে বাংলাদেশ নারী ফুটবলের অধিনায়ক আফঈদা খন্দকার ও শাহেদা আক্তার রিপা। ছবি: বাফুফে
কাতারের লুসাইল স্টেডিয়ামে বাংলাদেশ নারী ফুটবলের অধিনায়ক আফঈদা খন্দকার ও শাহেদা আক্তার রিপা। ছবি: বাফুফে

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে চার দিনের কাতার সফরে ছিলেন বাংলাদেশ জাতীয় নারী দলের ক্রিকেটার সুমাইয়া আক্তার, শারমিন সুলতানা এবং ফুটবলার আফঈদা খন্দকার, শাহেদা আক্তার রিপা। সেখানে কাতারে বিভিন্ন ফুটবল স্টেডিয়াম, অলিম্পিক জাদুঘর ও ফরাসি ক্লাব পিএসজির একাডেমি ঘুরে দেখেছেন তাঁরা। একই সঙ্গে নিজেদের চাওয়া, স্বপ্ন ও চ্যালেঞ্জগুলো তুলে ধরেন কাতার ফাউন্ডেশনের প্রধান নির্বাহী শেখা হিন্দ বিনত হামাদ আল থানির কাছে।

২০২২ বিশ্বকাপে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা। সেই ম্যাচের ভেন্যু লুসাইল স্টেডিয়ামে গিয়ে সবকিছু স্বপ্নের মতো লেগেছিল আফঈদা ও রিপার কাছে। গতকাল ফরেন সার্ভিসে আয়োজিত সংবাদ সম্মেলনে নিজের অভিজ্ঞতা নিয়ে আফঈদা বলেন, ‘আসলে বলে বোঝানোর মতো না। (লিওনেল) মেসি যখন টুক টুক করে হেঁটে বিশ্বকাপটা তুলে ধরেছিল, সেই মুহূর্তটা চোখে ভাসছিল। স্বপ্নের মতো লাগছিল সব।’

ক্রিকেট-ফুটবল বাদেও অন্যান্য খেলার কথা কাতার ফাউন্ডেশনের কাছে তুলে ধরেছেন আফঈদা। চোটে পড়লে পুনর্বাসনপ্রক্রিয়ার সময় খুব বেশি সুযোগ-সুবিধা পান না বাংলাদেশের ক্রীড়াবিদেরা। রিপা বলেন, ‘আমরা যখন চোটে পড়ি, তখন খুব বেশি সুযোগ-সুবিধা পাই না। কাতার ফাউন্ডেশনের প্রধান নির্বাহী আমাদের আশ্বাস দিয়েছেন সব ধরনের সহযোগিতা করার।’

ফুটবলের মতো জনপ্রিয় না হলেও ক্রিকেটে পা বাড়াতে চায় কাতার। শারমিন বলেন, ‘আমাদের কথা শুনে তারা ক্রিকেট নিয়ে আগ্রহী হয়ে ওঠে। শেখা হিন্দ বলেছেন, তাঁরাও ক্রিকেট শুরু করবেন।’

কাতার যেভাবে আতিথেয়তা দিয়েছে, তাতে বেশ খুশি সুমাইয়া, ‘আমাদের যে ধরনের সুযোগ-সুবিধা দেওয়া হয়েছে, সেটি বলে প্রকাশ করা যাবে না। আমরা এই সফর নিয়ে অনেক বেশি খুশি।’

আর্থনা সম্মেলনে যোগ দিতে ২১ এপ্রিল চার ক্রীড়াবিদকে নিয়েও কাতারে যান প্রধান উপদেষ্টা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এবার সরানো হলো জ্বালানি উপদেষ্টার পিএসকে

সব রুফটপ রেস্তোরাঁর ট্রেড লাইসেন্স বাতিল

উদ্দীপনের ২০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক সচিব মিহির কান্তির বিরুদ্ধে ৬ মামলা

ঈদ শুভেচ্ছা কার্টুনে কুকুরের ছবি: প্রথম আলো সম্পাদকের বিরুদ্ধে মামলার আবেদন

মন্ত্রণালয়ের মতামত ছাড়াই ইশরাককে মেয়র ঘোষণা: আইন উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত