ফুটবল বিশ্বকাপের মতো ফুটসাল বিশ্বকাপেও পাঁচবার চ্যাম্পিয়ন ব্রাজিল। সবশেষ ২০০২ সালে ফুটবল বিশ্বকাপ জিতেছে দলটি। তবে লাতিন আমেরিকার দেশটি পঞ্চমবারের মতো ফুটসাল জিতেছে ২০১২ সালে। ফুটবলের এই ইনডোর টুর্নামেন্টের র্যাঙ্কিং প্রথমবারের মতো প্রকাশ করেছে ফিফা। সবার ওপরে রয়েছে ব্রাজিল।
ফুটসালে ছেলেদের র্যাঙ্কিং হিসেব করা হয়েছে ৪৬০০ ‘এ’ ম্যাচের ওপর ভিত্তি করে। ফিফার মূল দুই সদস্য মুখোমুখি হলেই আন্তর্জাতিক ম্যাচটিকে ‘এ’ দলের মর্যাদা দেবে। উজবেকিস্তানে হতে যাওয়া ২০২৪ ফুটসাল টুর্নামেন্টটির বাছাইপর্ব যে হবে ২৬ মে, সেখানেও এই র্যাঙ্কিং কাজ করবে। ব্রাজিলের চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা আছে ৫ নম্বরে। ২, ৩ ও ৪ নম্বরে আছে পর্তুগাল, স্পেন ও ইরান। স্পেন দুবার জিতেছে ফুটসাল চ্যাম্পিয়ন। পর্তুগাল ও আর্জেন্টিনা ফুটসালের শিরোপা জিতেছে একবার করে। ছেলেদের ক্ষেত্রে ফুটসাল র্যাঙ্কিং হিসেব করা হয়েছে ১৩৯ দলের ওপর ভিত্তি করে। তবে এই ১৩৯ দলের মধ্যেও নেই বাংলাদেশ। বাংলাদেশের প্রতিবেশী ভারত আছে ১৩৫ নম্বরে।
ছেলেদের র্যাঙ্কিংয়ে এশিয়ার দলের মধ্যে ইরানের পর দ্বিতীয় সেরা অবস্থানে কাজাখস্তান। কাজাখস্তান অবস্থান করছে ৮ নম্বরে। ৬, ৭, ৯ ও ১০ নম্বরে রয়েছে মরক্কো, রাশিয়া, থাইল্যান্ড ও ফ্রান্স। ২০২৪ ফুটসালের আয়োজক উজবেকিস্তান অবস্থান করছে ১১ নম্বরে। মেয়েদের ফুটসাল র্যাঙ্কিংয়েও সবার ওপরে ব্রাজিল। নারীদের র্যাঙ্কিংয়ে আছে ৬৯ দল। এই ৬৯ দলের মধ্যে বাংলাদেশ অবস্থান করছে ৪৪ নম্বরে। এখানে এশিয়ার দলগুলোর মধ্যে সেরা অবস্থান ৬ নম্বরে রয়েছে থাইল্যান্ড। ২, ৩ ও ৪ নম্বরে রয়েছে স্পেন, পর্তুগাল ও আর্জেন্টিনা।
ইনডোর টুর্নামেন্ট ফুটসাল র্যাঙ্কিং এবারই প্রথমবার প্রকাশ করা হলেও ফুটবলের র্যাঙ্কিং ফিফা প্রকাশ করে আসছে অনেক আগে থেকে। ১৯৯২ সালের ডিসেম্বর থেকে ফিফা ছেলেদের র্যাঙ্কিং প্রকাশ করে আসছে। মেয়েদের র্যাঙ্কিংয়ে ফিফা প্রকাশ করা শুরু করেছে ২০০৩ থেকে। ছেলেদের র্যাঙ্কিং ফিফা সবশেষ প্রকাশ করেছে এ বছরের ৪ এপ্রিল। আগের মতোই শীর্ষে আছে আর্জেন্টিনা। ২, ৩, ৪ ও ৫ নম্বরে ফ্রান্স, বেলজিয়াম, ইংল্যান্ড ও ব্রাজিল। বাংলাদেশ অবস্থান করছে ১৮৪ নম্বরে।
ফুটবল বিশ্বকাপের মতো ফুটসাল বিশ্বকাপেও পাঁচবার চ্যাম্পিয়ন ব্রাজিল। সবশেষ ২০০২ সালে ফুটবল বিশ্বকাপ জিতেছে দলটি। তবে লাতিন আমেরিকার দেশটি পঞ্চমবারের মতো ফুটসাল জিতেছে ২০১২ সালে। ফুটবলের এই ইনডোর টুর্নামেন্টের র্যাঙ্কিং প্রথমবারের মতো প্রকাশ করেছে ফিফা। সবার ওপরে রয়েছে ব্রাজিল।
ফুটসালে ছেলেদের র্যাঙ্কিং হিসেব করা হয়েছে ৪৬০০ ‘এ’ ম্যাচের ওপর ভিত্তি করে। ফিফার মূল দুই সদস্য মুখোমুখি হলেই আন্তর্জাতিক ম্যাচটিকে ‘এ’ দলের মর্যাদা দেবে। উজবেকিস্তানে হতে যাওয়া ২০২৪ ফুটসাল টুর্নামেন্টটির বাছাইপর্ব যে হবে ২৬ মে, সেখানেও এই র্যাঙ্কিং কাজ করবে। ব্রাজিলের চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা আছে ৫ নম্বরে। ২, ৩ ও ৪ নম্বরে আছে পর্তুগাল, স্পেন ও ইরান। স্পেন দুবার জিতেছে ফুটসাল চ্যাম্পিয়ন। পর্তুগাল ও আর্জেন্টিনা ফুটসালের শিরোপা জিতেছে একবার করে। ছেলেদের ক্ষেত্রে ফুটসাল র্যাঙ্কিং হিসেব করা হয়েছে ১৩৯ দলের ওপর ভিত্তি করে। তবে এই ১৩৯ দলের মধ্যেও নেই বাংলাদেশ। বাংলাদেশের প্রতিবেশী ভারত আছে ১৩৫ নম্বরে।
ছেলেদের র্যাঙ্কিংয়ে এশিয়ার দলের মধ্যে ইরানের পর দ্বিতীয় সেরা অবস্থানে কাজাখস্তান। কাজাখস্তান অবস্থান করছে ৮ নম্বরে। ৬, ৭, ৯ ও ১০ নম্বরে রয়েছে মরক্কো, রাশিয়া, থাইল্যান্ড ও ফ্রান্স। ২০২৪ ফুটসালের আয়োজক উজবেকিস্তান অবস্থান করছে ১১ নম্বরে। মেয়েদের ফুটসাল র্যাঙ্কিংয়েও সবার ওপরে ব্রাজিল। নারীদের র্যাঙ্কিংয়ে আছে ৬৯ দল। এই ৬৯ দলের মধ্যে বাংলাদেশ অবস্থান করছে ৪৪ নম্বরে। এখানে এশিয়ার দলগুলোর মধ্যে সেরা অবস্থান ৬ নম্বরে রয়েছে থাইল্যান্ড। ২, ৩ ও ৪ নম্বরে রয়েছে স্পেন, পর্তুগাল ও আর্জেন্টিনা।
ইনডোর টুর্নামেন্ট ফুটসাল র্যাঙ্কিং এবারই প্রথমবার প্রকাশ করা হলেও ফুটবলের র্যাঙ্কিং ফিফা প্রকাশ করে আসছে অনেক আগে থেকে। ১৯৯২ সালের ডিসেম্বর থেকে ফিফা ছেলেদের র্যাঙ্কিং প্রকাশ করে আসছে। মেয়েদের র্যাঙ্কিংয়ে ফিফা প্রকাশ করা শুরু করেছে ২০০৩ থেকে। ছেলেদের র্যাঙ্কিং ফিফা সবশেষ প্রকাশ করেছে এ বছরের ৪ এপ্রিল। আগের মতোই শীর্ষে আছে আর্জেন্টিনা। ২, ৩, ৪ ও ৫ নম্বরে ফ্রান্স, বেলজিয়াম, ইংল্যান্ড ও ব্রাজিল। বাংলাদেশ অবস্থান করছে ১৮৪ নম্বরে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি পদে আমিনুল ইসলাম বুলবুলের তিন মাসও পূর্ণ হয়নি। এই আড়াই মাসেই দেশের ক্রিকেটে আমূল পরিবর্তন আনতে নতুন অনেক উদ্যোগ নিয়েছেন তিনি। এর মধ্যে আছে জাতীয় দলের ক্রিকেটার ও কোচিং স্টাফদের নিয়ে চালানো জরিপ।
৩৩ মিনিট আগেশেফিল্ড ওয়েডনেজদের বিপক্ষে ১০ আগস্ট খেলেননি হামজা চৌধুরী। চ্যাম্পিয়নশিপের সেই ম্যাচে তাঁর দল লেস্টার সিটি হেরেছিল ২-১ গোলে। হাডার্সফিল্ড টাউনের ঘরের মাঠ জন স্মিথস স্টেডিয়ামে গত রাতে হামজা খেলেছেন শুরুর একাদশেই।
১ ঘণ্টা আগেশিরোপা নির্ধারণী ম্যাচ যদি রোমাঞ্চ না ছড়ায় তাহলে সেই ম্যাচ নিয়ে মজাই বা কী থাকে! উদিনেসের ব্লু এনার্জি স্টেডিয়ামে গত রাতে সুপার কাপের প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)-টটেনহাম ফাইনালটা ছিল রোমাঞ্চে ভরপুর। হাড্ডাহাড্ডি লড়াই শেষে ২০২৫ সুপার কাপের শিরোপা জিতল পিএসজি।
১ ঘণ্টা আগেবিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল অস্ট্রেলিয়া থেকে ঢাকায় ফিরবেন আগামী সোমবার। এবার ঢাকায় ফিরে তাঁর মূল কাজ হবে হাতে থাকা সময়ের মধ্যে নিজের উদ্যোগগুলো পরিপূর্ণ বাস্তবায়ন করা।
২ ঘণ্টা আগে