এর চেয়ে সুন্দরভাবে নতুন মৌসুম বায়ার লেভারকুসেন আর কীভাবে শুরু করতে পারত? রুদ্ধশ্বাস এক ফাইনালে প্রথমবারের মতো জিতল জার্মান সুপার কাপ। চ্যাম্পিয়ন হওয়ার পর নিজের চোখকেই যেন বিশ্বাস করতে পারছেন না কোচ জাবি আলোনসো।
লেভারকুসেনের বে অ্যারেনায় গত রাতে জার্মান সুপার কাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল লেভারকুসেন ও স্টুটগার্ট। আক্রমণ ও প্রতি আক্রমণে লড়াই জমে ওঠে দুই দলের। ১১ মিনিটে ভিক্টর বোনাফেসের গোলে প্রথমে এগিয়ে যায় লেভারকুসেন। ৪ মিনিট পর এনজো মিলোত সমতায় ফেরান স্টুটগার্ট। কিছুক্ষণ পরই দুঃসংবাদ শোনে জাবি আলোনসোর দল। লেভারকুসেনর ফরোয়ার্ড মার্টিন টেরিয়ার ৩৭ মিনিটে দেখেন লাল কার্ড। প্রথমার্ধে ১-১ গোলের সমতায় শেষ হওয়ার পর ৬৩ মিনিটে স্টুটগার্টকে এগিয়ে নেন দেনিজ উনদাভ।
১০ জনের লেভারকুসেন ‘বাজি’ খেলে ৭৩ মিনিটে। ডিফেন্ডার রবার্ট আনদ্রিচকে উঠিয়ে স্ট্রাইকার প্যাট্রিক শিককে নামান আলোনসো। লেভারকুসেনের পরাজয় যখন সময়ের ব্যাপার ছিল, তখনই সমতায় ফেরান শিক। ৮৮ মিনিটে আলেহান্দ্রো গ্রিমালদোর অ্যাসিস্টে গোল করেন শিক। ২-২ গোলে ড্র হওয়ার পর টাইব্রেকারে গড়ালে শেষ হাসি হাসে লেভারকুসেন। পেনাল্টি শুটআউটে স্টুটগার্টকে ৪-৩ গোলে হারিয়ে প্রথমবারের মতো জার্মান সুপার কাপ চ্যাম্পিয়ন হয় লেভারকুসেন। ম্যাচ শেষে আলোনসো বলেন, ‘শেষ ১০ থেকে ১৫ মিনিট এক খেলোয়াড় কম নিয়ে যেভাবে খেলেছি, সমতায় ফিরেছি, আসলেই অবিশ্বাস্য। মৌসুম এভাবে শুরু করতে পেরে ভীষণ খুশি। স্পিরিটটা আমরা ফিরে পেয়েছি।’
নবম দল হিসেবে জার্মান সুপার কাপ জিতল লেভারকুসেন। সর্বোচ্চ ১০ বার টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে বায়ার্ন মিউনিখ। দুইয়ে আছে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী বরুসিয়া ডর্টমুন্ড। ছয়বার টুর্নামেন্টের শিরোপা জিতেছে ডর্টমুন্ড। তিনবার জিতেছে ভের্ডার ব্রেমেন। লেভারকুসেনের মতো একবার করে শিরোপা জিতেছে শালকে ফোর, স্টুটগার্ট, লাইপজিগ, ভলফসবুর্গ ও কাইজারস্লটার্ন।
এর চেয়ে সুন্দরভাবে নতুন মৌসুম বায়ার লেভারকুসেন আর কীভাবে শুরু করতে পারত? রুদ্ধশ্বাস এক ফাইনালে প্রথমবারের মতো জিতল জার্মান সুপার কাপ। চ্যাম্পিয়ন হওয়ার পর নিজের চোখকেই যেন বিশ্বাস করতে পারছেন না কোচ জাবি আলোনসো।
লেভারকুসেনের বে অ্যারেনায় গত রাতে জার্মান সুপার কাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল লেভারকুসেন ও স্টুটগার্ট। আক্রমণ ও প্রতি আক্রমণে লড়াই জমে ওঠে দুই দলের। ১১ মিনিটে ভিক্টর বোনাফেসের গোলে প্রথমে এগিয়ে যায় লেভারকুসেন। ৪ মিনিট পর এনজো মিলোত সমতায় ফেরান স্টুটগার্ট। কিছুক্ষণ পরই দুঃসংবাদ শোনে জাবি আলোনসোর দল। লেভারকুসেনর ফরোয়ার্ড মার্টিন টেরিয়ার ৩৭ মিনিটে দেখেন লাল কার্ড। প্রথমার্ধে ১-১ গোলের সমতায় শেষ হওয়ার পর ৬৩ মিনিটে স্টুটগার্টকে এগিয়ে নেন দেনিজ উনদাভ।
১০ জনের লেভারকুসেন ‘বাজি’ খেলে ৭৩ মিনিটে। ডিফেন্ডার রবার্ট আনদ্রিচকে উঠিয়ে স্ট্রাইকার প্যাট্রিক শিককে নামান আলোনসো। লেভারকুসেনের পরাজয় যখন সময়ের ব্যাপার ছিল, তখনই সমতায় ফেরান শিক। ৮৮ মিনিটে আলেহান্দ্রো গ্রিমালদোর অ্যাসিস্টে গোল করেন শিক। ২-২ গোলে ড্র হওয়ার পর টাইব্রেকারে গড়ালে শেষ হাসি হাসে লেভারকুসেন। পেনাল্টি শুটআউটে স্টুটগার্টকে ৪-৩ গোলে হারিয়ে প্রথমবারের মতো জার্মান সুপার কাপ চ্যাম্পিয়ন হয় লেভারকুসেন। ম্যাচ শেষে আলোনসো বলেন, ‘শেষ ১০ থেকে ১৫ মিনিট এক খেলোয়াড় কম নিয়ে যেভাবে খেলেছি, সমতায় ফিরেছি, আসলেই অবিশ্বাস্য। মৌসুম এভাবে শুরু করতে পেরে ভীষণ খুশি। স্পিরিটটা আমরা ফিরে পেয়েছি।’
নবম দল হিসেবে জার্মান সুপার কাপ জিতল লেভারকুসেন। সর্বোচ্চ ১০ বার টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে বায়ার্ন মিউনিখ। দুইয়ে আছে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী বরুসিয়া ডর্টমুন্ড। ছয়বার টুর্নামেন্টের শিরোপা জিতেছে ডর্টমুন্ড। তিনবার জিতেছে ভের্ডার ব্রেমেন। লেভারকুসেনের মতো একবার করে শিরোপা জিতেছে শালকে ফোর, স্টুটগার্ট, লাইপজিগ, ভলফসবুর্গ ও কাইজারস্লটার্ন।
জয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্যটা কি খুব বড় ছিল? মোটেও না। কিন্তু মাঝারি মানের এই লক্ষ্যতাড়ায় শুরু থেকেই বাংলাদেশের ব্যাটাররা যে অস্থিরতা দেখালেন, স্ট্যাম্পের বাইরের বল চেজ করে খেলতে গিয়ে আত্মাহুতি দিলেন নিজেদের, তাতে ম্যাচটি যাঁরা দেখেছেন তাঁদের উপলব্ধি এটাই—এই দলের শেখার এখনো অনেক বাকি!
৫ ঘণ্টা আগেরাজস্থান রয়্যালসের প্রধান কোচের ভূমিকায় এর আগেও ছিলেন কুমার সাঙ্গাকারা। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটিতে পুরোনো দায়িত্বে ফিরছেন শ্রীলঙ্কার এই কিংবদন্তি ক্রিকেটার। এমনটাই জানিয়েছে ভারতের ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
৬ ঘণ্টা আগেআগের দিন বাংলাদেশকে হারিয়ে ফাইনালে নাম লেখায় ভারত। তাই আজ বাংলাদেশ-পাকিস্তানের সুপার ফোরের লড়াইটি হয়ে দাঁড়ায় এশিয়া কাপের অলিখিত সেমিফাইনাল। যে দল জিতবে সে দলই নাম লেখাবে ফাইনাল।
৮ ঘণ্টা আগেমোস্তাফিজুর রহমানের বল সালমান আলী আগার ব্যাট ছুঁয়ে চলে গিয়েছিল উইকেটের পেছনে থাকা জাকের আলীর গ্লাভসে। বোলার-ফিল্ডাররা আবেদন করলেও আউট দেননি আম্পায়ার। তবে রিভিউ নিয়ে জয়ী হয়েছে বাংলাদেশ। দলের বিপর্যয়ে যখন ব্যাটিং দৃঢ়তা দেখানোর কথা, তখনই দলের বিপদ বাড়িয়ে ফিরে গেলেন অধিনায়ক সালমান।
৮ ঘণ্টা আগে