Ajker Patrika
সাক্ষাৎকার

যে অভিযোগটা আমাদের বিরুদ্ধে এসেছে, এটা সম্পূর্ণ ভিত্তিহীন

বাফুফে সিনিয়র সহসভাপতি ইমরুল হাসান। ছবি: সংগৃহীত

আবাহনী-মোহামেডানের মতো ঐতিহ্যবাহী ক্লাব কিংস অ্যারেনায় খেলতে ‘অনিরাপদ’ বোধ করছে! গত কয়েক দিনে ‘সিন্ডিকেটে’র অভিযোগ তুলে রীতিমতো আন্দোলন করেছেন ফুটবল-সমর্থকেরা। কাল নিজ কার্যালয়ে আজকের পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সহসভাপতি ও বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান কথা বললেন আলোচিত দুটি ইস্যু নিয়ে। সাক্ষাৎকার নিয়েছেন রানা আব্বাস

প্রশ্ন: বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ ফুটবলার কিউবা মিচেলের বাংলাদেশে আনার ব্যাপারে আপনি সম্পৃক্ত। প্রক্রিয়া কতটা এগোল?

ইমরুল হাসান: কিউবা মিচেলের ব্যাপারে আমরা কাজ করছি। ওর নানা-নানি বাংলাদেশি। এ কারণে একটা লম্বা প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছি। তাই একটু সময় লাগছে। শিগগির কাগজপত্র সংগ্ৰহ বাংলাদেশের হয়ে খেলাতে পারব।

প্রশ্ন: ভালো মানের বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার জাতীয় দলে যুক্ত হওয়ায় স্থানীয় ফুটবলারদের অনেকে জায়গা হারানোর আশঙ্কায় রয়েছেন নিশ্চয়ই। আপনি যেহেতু দেশের একটি শীর্ষ ফুটবল ক্লাবের সভাপতি; তাঁদের এই সংশয় আপনি কীভাবে দেখেন?

ইমরুল: হামজা-সমিত উঁচু মানের ফুটবলার। কিন্তু এর বাইরে যেসব বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার রয়েছে, তাদের হয়তো আমরা ট্রায়ালে দেখব। এতে স্থানীয়রা নিরাপত্তাহীনতায় ভুগবে না, বরং নিজেদের নতুন উচ্চতায় নিয়ে যেতে সর্বোচ্চ চেষ্টা করবে; যাতে এই তীব্র প্রতিদ্বন্দ্বিতায় ফুটবলাররা নিজেদের জাতীয় দলে দেখতে পায়।

প্রশ্ন: বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার অন্তর্ভুক্তি কি দীর্ঘ মেয়াদে বাংলাদেশ ফুটবলের সমাধান?

ইমরুল: এ ক্ষেত্রে আমাদের কিছু চিন্তাভাবনার খোরাক রয়েছে। হামজা-সমিত বা এই মানের ফুটবলারদের অন্তর্ভুক্তিতে আমাদের জাতীয় দল সাময়িক কিছু সাফল্য হয়তো পাবে। তাদের কিন্তু সব সময় খেলাতেও পারব না। এখানে আমাদের যে স্থানীয় ফুটবলার রয়েছে, তাদের দিকে অধিক নজর দিতে হবে। বাফুফের সঙ্গে ক্লাবগুলোরও দায়িত্ব আছে। বয়সভিত্তিক ফুটবলে ক্লাবগুলোর উদাসীনতা রয়েছে। প্রতিটি ক্লাবের কয়েকটি বয়সভিত্তিক দল থাকা উচিত। যখন ক্লাবগুলো এদিকে নজর দেবে, তখন বংশোদ্ভূত ফুটবলার না এলেও ভালো একটা জায়গায় নিয়ে যেতে পারবে জাতীয় দলকে।

প্রশ্ন: ঘরোয়া ফুটবল প্রসঙ্গে আসি। কদিন আগে আবাহনী-মোহামেডান আপনাদের বিরুদ্ধে অভিযোগ তুলেছে, কিংস অ্যারেনায় খেলতে তারা নাকি ‘অনিরাপদ’ বোধ করছে। এ ক্ষেত্রে আপনার বক্তব্য কী?

ইমরুল: আবাহনী কিংবা মোহামেডানের মতো দলগুলো অনেক দিন সাফল্য পাচ্ছে না। বসুন্ধরা কিংস নতুন একটি দল হিসেবে খুব অল্প সময়ে অনেক সাফল্য পেয়েছে। এটা তাদের ঈর্ষার বহিঃপ্রকাশ ছাড়া আর কিছু না। দর্শকদের মধ্যে কিছু উত্তেজনা হবেই। কুমিল্লায় বেশ কয়েকবার এ রকম ঘটনা ঘটেছে। সেটির তীব্রতা কিংস অ্যারেনার চেয়ে অনেক বেশি ছিল। ময়মনসিংহে একই ঘটনা ঘটেছে। এটা তাদের ঈর্ষার বহিঃপ্রকাশ ছাড়া আর কিছু না। তবে আমি এটার মধ্যে কিছু ইতিবাচক দিক খুঁজে পাই। দর্শকদের মধ্যে ফুটবলের প্রতি ভালোবাসা, উন্মাদনা ফিরে এসেছে। এসব আমাদের (সোনালি) অতীত মনে করিয়ে দেয়।

প্রশ্ন: সম্প্রতি দেশের ফুটবলে ‘সিন্ডিকেটে’র অভিযোগ উঠেছে। বিষয়টি কীভাবে দেখেন?

ইমরুল: যে প্রসঙ্গটা তুললেন, এটা নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে। আমি মনে করি, সমর্থকেরা হচ্ছে ফুটবলের প্ৰাণ। সমর্থকেরা সমালোচনা করবেন। আমরা যারা দায়িত্বশীল আছি, তাদের সেটা সাদরে গ্রহণ করতে হবে। তবে সমালোচনা যেন যৌক্তিক হয়, মিথ্যা অনুমানের ভিত্তিতে নয়। গত কিছুদিনে যা ঘটেছে—কিছুটা একপক্ষীয়, কিছুটা কারও প্ররোচনায় এসব হয়েছে। কারণ, জাতীয় দলের একাদশ গঠন, স্কোয়াড নির্বাচন বা পুরো দল গঠনের প্রক্রিয়ায় কোচ ছাড়া বাইরে কারও বিন্দুমাত্র হস্তক্ষেপ করার সুযোগ রয়েছে বলে মনে করি না। যে অভিযোগটা আমাদের বিরুদ্ধে এসেছে, এটা সম্পূর্ণ ভিত্তিহীন। এ রকম কিছুতে আমাদের সম্পৃক্ততা নেই। বসুন্ধরা কিংসের সভাপতি হিসেবে যদি বলি, নিজেদের দল গঠনের প্রক্রিয়ায়ও কোচের মতামতে আমরা কোনো হস্তক্ষেপ করি না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আস্থায় বাজিমাত ইসলামী ব্যাংক

ভাগনের বিয়েতে ১ কেজি সোনা, ৪ বস্তা টাকা, ২১০ বিঘা জমি, পেট্রলপাম্প উপহার দিল মাড়োয়ারি পরিবার

‘ফের ধর্ষণচেষ্টার ক্ষোভে’ বাবাকে খুন, ৯৯৯-এ কল দিয়ে আটকের অনুরোধ মেয়ের

পাকিস্তানে হামলার ব্রিফিংয়ে নেতৃত্ব দিয়ে প্রশংসা কুড়ালেন ২ নারী কর্মকর্তা

ভারত-পাকিস্তান যুদ্ধে লাভবান চীন, নাজুক অবস্থানে যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত