Ajker Patrika

আর্চারি বিশ্বকাপে প্রথম রাউন্ডেই বাদ বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রথম রাউন্ডে ভালো করতে পারেননি বাংলাদেশের আর্চাররা। ছবি: সংগৃহীত
প্রথম রাউন্ডে ভালো করতে পারেননি বাংলাদেশের আর্চাররা। ছবি: সংগৃহীত

আর্চারি বিশ্বকাপে শেষ আটে পা রাখাই ছিল বাংলাদেশ কোচ মার্টিন ফ্রেডরিখের মূল লক্ষ্য। কিন্তু রিকার্ভের পুরুষ দলীয় ইভেন্টে সেই লক্ষ্যের ধারে কাছেও যেতে পারেনি বাংলাদেশ। বিদায় নিতে হতে হয়েছে প্রথম রাউন্ড থেকেই। পোল্যান্ডের কাছে হেরেছে ৫-৪ সেট পয়েন্টের ব্যবধানে।

হাড্ডাহাড্ডি লড়াইয়ে প্রথম সেট অবশ্য জিতে নেন বাংলাদেশের তিন তিরন্দাজ আব্দুর রহমান আলিফ, সাগর ইসলাম ও রামকৃষ্ণ সাহা। তবে পরের সেটে সমতায় ফেরে পোল্যান্ড। তৃতীয় সেট হারের পর চতুর্থ সেটে ঘুরে দাঁড়ায় তারা। বাজিমাত করে পঞ্চম সেটেও। যেখানে বাংলাদেশের তিন তিরন্দাজ মিলে ২৫ এর বেশি স্কোর করতে পারেননি। ২৮ স্কোর নিয়ে ম্যাচ জিতে নেয় পোল্যান্ড। দুই তিরন্দাজ মাতেউজ মেদরাক ও মাক্সিমিলিয়ান ওসুচ ৯ পেলেও বুলসআই মারেন দাভিদ মালিকি।

কম্পাউন্ডের পুরুষ এককে প্রথম রাউন্ড জিতে অবশ্য আশা জুগিয়েছিলেন প্রথমবার বিশ্বকাপ খেলা হিমু বাছাড়। কিন্তু দ্বিতীয় রাউন্ডেই ছিটকে পড়তে হয় তাঁকে। ডেনমার্কের মাথিয়াস ফুলারটনের কাছে ১৪৮-১৪১ ব্যবধানে হারেন তিনি। এর আগে অস্ট্রেলিয়ার জশুয়া মাহোনের বিপক্ষে ১৪২-১৪১ ব্যবধানে জয় তুলে নেন বাংলাদেশের এই আর্চার।

নারী এককে মেক্সিকোর মারিয়ানা বেরনালের কাছে ১৪০-১৩৫ ব্যবধানে হেরে প্রথম রাউন্ডেই বাদ পড়েন বন্যা আক্তার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আস্থায় বাজিমাত ইসলামী ব্যাংক

‘ফের ধর্ষণচেষ্টার ক্ষোভে’ বাবাকে খুন, ৯৯৯-এ কল দিয়ে আটকের অনুরোধ মেয়ের

চিকিৎসার জন্য থাইল্যান্ডে গেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

আ. লীগের ক্লিন ইমেজের ব্যক্তিদের বিএনপির সদস্য হতে বাধা নেই: রিজভী

১৫ স্থাপনায় পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংসের দাবি ভারতের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত