শিরোপা লড়াইয়ে টিকে থাকার গুরুত্বপূর্ণ ম্যাচে প্রতিবেশী এভারটনের মুখোমুখি হয়েছিল লিভারপুল। ম্যাচটা গুরুত্বপূর্ণ ছিল এভারটনের জন্যও। অবনমন ঠেকাতে হলে এখন প্রতিটা ম্যাচই তাদের জন্য বাঁচা-মরার। সেই লড়াইয়ে লিভারপুলকে ঠেকিয়ে রাখার সর্বোচ্চ চেষ্টা করেও পারেনি এভারটন।
মার্সেসেইড ডার্বির উত্তেজনাপূর্ণ ম্যাচে এভারটনকে ২-০ গোলে হারিয়ে শিরোপা লড়াইয়ে টিকে থাকল লিভারপুল। আর এই হারে অবনমনের শঙ্কা আরও বাড়ল এভারটনের। তাদের অবস্থান এখন ১৮ নম্বরে।
অ্যানফিল্ডে শুরু থেকেই দুই বিপরীত কৌশলে খেলতে শুরু লিভারপুল ও এভারটন। স্বাগতিক লিভারপুল যেখানে আক্রমণাত্মক ফুটবলে গোল আদায়ের চেষ্টা করে, সেখানে এভারটনের লক্ষ্য ছিল রক্ষণ সামলে প্রতি আক্রমণের যাওয়ার। প্রথমার্ধে লিভারপুলকে ঠিকই আটকে রাখতে সক্ষম হয় তারা। এর মাঝে দুই প্রতিবেশী দলের খেলোয়াড়দের মাঝে বেশ উত্তেজনাপূর্ণ পরিস্থিতিরও সৃষ্টি হয়। যদিও রেফারির হস্তক্ষেপে বেশি দূর গড়ায়নি তা।
বিরতির পর একের পর এক আক্রমণে প্রতিপক্ষকে কাঁপিয়ে দেয় লিভারপুল। ফল পেতে ডিবক অরিগি আর লুইস দিয়াজকে মাঠে নামান ক্লপ। এই পরিবর্তনের পরপরই সাফল্য পায় লিভারপুল। সালাহর অ্যাসিস্টে দারুণ এক হেডে লিভারপুলকে এগিয়ে দেন অ্যান্ডি রবার্টসন। আর ৮৫ মিনিটে গোল করেন বদলি হিসেবে নামা অরিগি। এই দুই গোলেই লড়াইয়ে থাকল ‘অল রেড’রা। এ জয়ে ম্যানসিটির সঙ্গে ১ পয়েন্টের পার্থক্যই থাকল লিভারপুলের। ৩৩ ম্যাচে সিটির পয়েন্ট ৮০ আর লিভারপুলের পয়েন্ট ৭৯।
শিরোপা লড়াইয়ে টিকে থাকার গুরুত্বপূর্ণ ম্যাচে প্রতিবেশী এভারটনের মুখোমুখি হয়েছিল লিভারপুল। ম্যাচটা গুরুত্বপূর্ণ ছিল এভারটনের জন্যও। অবনমন ঠেকাতে হলে এখন প্রতিটা ম্যাচই তাদের জন্য বাঁচা-মরার। সেই লড়াইয়ে লিভারপুলকে ঠেকিয়ে রাখার সর্বোচ্চ চেষ্টা করেও পারেনি এভারটন।
মার্সেসেইড ডার্বির উত্তেজনাপূর্ণ ম্যাচে এভারটনকে ২-০ গোলে হারিয়ে শিরোপা লড়াইয়ে টিকে থাকল লিভারপুল। আর এই হারে অবনমনের শঙ্কা আরও বাড়ল এভারটনের। তাদের অবস্থান এখন ১৮ নম্বরে।
অ্যানফিল্ডে শুরু থেকেই দুই বিপরীত কৌশলে খেলতে শুরু লিভারপুল ও এভারটন। স্বাগতিক লিভারপুল যেখানে আক্রমণাত্মক ফুটবলে গোল আদায়ের চেষ্টা করে, সেখানে এভারটনের লক্ষ্য ছিল রক্ষণ সামলে প্রতি আক্রমণের যাওয়ার। প্রথমার্ধে লিভারপুলকে ঠিকই আটকে রাখতে সক্ষম হয় তারা। এর মাঝে দুই প্রতিবেশী দলের খেলোয়াড়দের মাঝে বেশ উত্তেজনাপূর্ণ পরিস্থিতিরও সৃষ্টি হয়। যদিও রেফারির হস্তক্ষেপে বেশি দূর গড়ায়নি তা।
বিরতির পর একের পর এক আক্রমণে প্রতিপক্ষকে কাঁপিয়ে দেয় লিভারপুল। ফল পেতে ডিবক অরিগি আর লুইস দিয়াজকে মাঠে নামান ক্লপ। এই পরিবর্তনের পরপরই সাফল্য পায় লিভারপুল। সালাহর অ্যাসিস্টে দারুণ এক হেডে লিভারপুলকে এগিয়ে দেন অ্যান্ডি রবার্টসন। আর ৮৫ মিনিটে গোল করেন বদলি হিসেবে নামা অরিগি। এই দুই গোলেই লড়াইয়ে থাকল ‘অল রেড’রা। এ জয়ে ম্যানসিটির সঙ্গে ১ পয়েন্টের পার্থক্যই থাকল লিভারপুলের। ৩৩ ম্যাচে সিটির পয়েন্ট ৮০ আর লিভারপুলের পয়েন্ট ৭৯।
গতকাল শেষ হওয়া চট্টগ্রাম টেস্ট দিয়ে ম্যাচ রেফারি হিসেবে ১৪ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন ডেভিড বুন। তাঁর নতুন পরিচয় এখন ক্রিকেট অস্ট্রেলিয়ার বোর্ড পরিচালক। যদিও আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেননি কিংবদন্তি এই ক্রিকেটার।
৪ ঘণ্টা আগেচ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে প্রথম লেগে ঘরের মাঠে ইন্টার মিলানের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করেছে বার্সেলোনা। ফিরতি লেগে ৬ মে সান সিরোতে মুখোমুখি হবে দুই দল। তবে মিলানে যাওয়ার আগে ধাক্কা খেল বার্সা। হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন দলটির তারকা ডিফেন্ডার জুলস কুন্দে।
৬ ঘণ্টা আগেব্যাট হাতে দারুণ ছন্দে আছেন শ্রেয়াস আইয়ার। পাঞ্জাব কিংসকে সামনে থেকে দিচ্ছেন নেতৃত্ব। গতকাল তাঁর ব্যাটে চড়েই মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসকে ৪ উইকেটে হারিয়েছে পাঞ্জাব। ৪১ বলে ৫ চার ও ৬ ছক্কায় ৭২ রানের ইনিংসে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন তিনি। সে জন্য এক লাখ রুপি পেলেও তাঁকে জরিমানা গুনতে...
৭ ঘণ্টা আগেগ্লেন ম্যাক্সওয়েলকে নিয়ে শঙ্কাটা গতকালই তৈরি হয় চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে টসের সময় পাঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়াস আইয়ার উল্লেখ করেছিলেন ম্যাক্সওয়েলের আঙুলে চিড় ধরার কথা। শেষ পর্যন্ত সেটাই সত্যি হলো।
৯ ঘণ্টা আগে