Ajker Patrika

সেই গোলরক্ষক ওচোয়াকে ছাড়াই কোপার দল দিল মেক্সিকো

সেই গোলরক্ষক ওচোয়াকে ছাড়াই কোপার দল দিল মেক্সিকো

মেক্সিকান ফুটবলে একটা যুগের সমাপ্তি হতে যাচ্ছে। কোপা আমেরিকার দলে মেক্সিকোর স্কোয়াডে গিয়ের্মো ওচোয়ার জায়গা না হওয়াতে। বিশ্বকাপের ইতিহাসে অন্যতম সেরা এই গোলরক্ষককে ছাড়াই গতকাল ৩১ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে মেক্সিকো। 

শুধু ওচোয়া নন, মেক্সিকোর কোচ হাইমো লোজানোর এই স্কোয়াডে জায়গা হয়নি দুই অভিজ্ঞ ফরোয়ার্ড রাউল হিমিনেজ এবং হারভিং লোজানোরও। দীর্ঘ ২০ বছর ধরে মেক্সিকোর গোলপোস্টের নিচে অতন্দ্র প্রহরী ওচোয়া। আর বিশ্বকাপে খেলা মানেই পারফরম্যান্সে প্রতিটি টুর্নামেন্টে নিজেকে ছাড়িয়ে যাওয়ার গল্প। সর্বশেষ বিশ্বকাপেও রবার্ট লেভানডফস্কির পেনাল্টি ঠেকিয়ে নায়ক হয়েছিলেন ওচোয়া। মেক্সিকো আর ওচোয়া একে অপরের সমর্থক হয়ে যান। 

 ২০০৬ বিশ্বকাপে নিজেকে চেনানো ওচোয়া সব মিলিয়ে পাঁচটি বিশ্বকাপ খেলেছেন। তবে কোনোবারই শ্রেষ্ঠত্বের ট্রফিটা স্পর্শ করার সুযোগ পাননি। ২০০৪ সালে জাতীয় দলের হয়ে ক্যারিয়ার শুরু করা ৩৯ বছর বয়সী গোলরক্ষক সব মিলিয়ে ১৫০ ম্যাচ খেলেছেন। অন্যদিকে ৩৩ বছরের হিমিনেজ খেলেছেন ১০৪ ম্যাচ। গোল করেছেন ৩৩টি। আর বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছেন তিনটি। অন্যদিকে ২টি বিশ্বকাপ খেলা লোজানো ৭০ ম্যাচ খেলে করেছেন ১৮ গোল। 

তিন অভিজ্ঞ ফুটবলারকে বাদ দিয়ে তরুণ ফুটবলারের ওপর আস্থা রাখছেন কোচ লোজানো। প্রাথমিক স্কোয়াডে অনূর্ধ্ব-২৩ দলের ১০ জন ফুটবলারকে দলে নিয়েছেন তিনি। এই তালিকা থেকেই পরে ২৩ দলের স্কোয়াড ঘোষণা করবে মেক্সিকো। ২১ জুন যুক্তরাষ্ট্রে শুরু হতে যাওয়া কোপা আমেরিকায় ‘বি’ গ্রুপে আছে মেক্সিকো। তাদের গ্রুপ সঙ্গী—ইকুয়েডর, ভেনেজুয়েলা ও জ্যামাইকা। ২৩ জুন জ্যামাইকার বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে তারা। 

মেক্সিকোর কোপা আমেরিকার দল: 

গোলকিপার: লুইস মালাগন, রাউল র‍্যানগেল, হুলিও গঞ্জালেস। 

ডিফেন্ডার: হোর্হে সানচেজ, হোয়ান ভাসকুয়েজ, হোর্হে ওরোজোকো, ইসরায়েল রেয়েস, ব্রায়ান গার্সিয়া, সিজার মন্তেস, ভিক্টর গুজমান, অ্যালেক্সিস পেনা, জেরার্দো আরতেয়াগা, ব্রায়ান গঞ্জালেস। 

মিডফিল্ডার: এডসন আলভারেজ, লুইস রোমো, রবার্তো আলভারদো, জর্ডান কারিল্লো, লুইস শাভেজ, আন্দ্রেস মন্তানো, এরিক সানচেজ, ওরবেলিন পিনেদা, ফার্নান্দো বেলত্রান, কার্লোস রদ্রিগেজ। 

ফরোয়ার্ড: মার্সেলো ফ্লোরেস, গিলের্মো মার্তিনেজ, সিজার হুয়ের্তা, হুলিয়ান কুইনোনেস, সান্তিয়াগো হিমিনেজ, অ্যালেক্সিস ভেগা, ডিয়েগো লেইঞ্জ ও ইউরিয়েল আন্তুনা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ওসমান হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আটক

রাজধানীতে অপরাধ: ১৪ ভাগ করে মিরপুর নিয়ন্ত্রণ করছে চার শীর্ষ সন্ত্রাসী

হাদিকে হত্যাচেষ্টা: সন্দেহভাজন ফয়সালের ব্যাংক হিসাব জব্দ

আজকের রাশিফল: প্রাক্তন ফোন করবে ও পুরোনো পাওনা টাকার কথা স্মরণ হবে, তবে পরিণতি একই

বকশীগঞ্জের ‘বটগাছ’খ্যাত বিএনপি নেতা আব্দুর রউফ তালুকদারের ইসলামী আন্দোলনে যোগদান

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ